অন্যের ফেসবুক আইডি নষ্ট করা
অন্যের ফেসবুক আইডি নষ্ট করা
অন্যের ফেসবুক আইডি নষ্ট করা ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম: বন্ধুগণ আপনারা সবাই জানেন ফেসবুক পৃথিবীর সবথেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।আমাদের দেশ-বিদেশের কোটি কোটি ইউজাররা এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত।কিন্তু কিছু ইউজার আছে তারা এই প্লাটর্ফমকে দূষিত করছে। তাই সেই ইউসারদের আইডি বা পোস্ট করা কনটেন্ট গুলি কিভাবে আপনি রিপোর্ট করবেন তার পন্থা দেখিয়ে দেব।এই আর্টিকেলে বিস্তারিত জেনেনিন ফেসবুক রিপোর্ট কি, কিভাবে রিপোর্ট কাজ করে এবং এর সাহায্যে অন্যের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম।
বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে এমন পোস্ট ও ভিডিও দেখা যায় যেগুলো এই প্ল্যাটফর্ম কে দূষিত করছে।এর জন্য ফেসবুকের খুব কঠোর পলিসি রয়েছে,কিন্তু কিছু ইউজার সেই পলিসির তোয়াক্বা না করে ফেক অ্যাকাউন্ট বানিয়ে অনবরত পোস্ট করে যাচ্ছেন।
vpn ar mane ki
এখানে, আপনি সেই কনটেন্ট বা আইডির রিপোর্ট করলে ফেসবুক তার অ্যাকশন নিবে।এবার যিনারা রিপোর্ট কি জানেন না আমি শর্টে বলে দিচ্ছি।
ফেসবুক রিপোর্ট কি:
ফেসবুক কোটি কোটি লোকে ব্যবহার করে।এই প্লাটফর্মে প্রত্যেক মুর্হতে অসংখ্য ইউজার অগণিত পোস্ট করে যাচ্ছে এবং ফেসবুকের পক্ষে সেটা অসম্ভব প্রত্যেক ইউজার এর একাউন্ট এবং তাদের পোস্টকে রিভিউ করা।
তখন কাজে আসে এই রিপোর্ট ,আপনার আমার মত ইউজাররা যখন ফেসবুকের মধ্যে কোন অযৌক্তিক পোস্ট,ভিডিও বা যারা করেছে তাদের আইডি বা পেজ কে ফেসবুকের কাছে রিপোর্ট করি।
ফেসবুক রিপোর্ট কখন করবেন –
ফেসবুকের মধ্যে আপনি যদি কোন অযৌক্তিক পোস্ট বা ভিডিও বা fake অ্যাকাউন্ট দেখেন,যেগুলা ফেসবুকে সাধারণত পোস্ট করলে তার পলিসি কে violate করে এবং এই সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মকে দূষিত করছে সেই পোস্ট বা কনটেন্ট গুলোকে আপনি রিপোর্ট করে রিমুভ করতে পারেন।
উদাহরণস্বরূপ- ফেক অ্যাকাউন্ট, পনোগ্রপি ভিডিও বা ছবি পোস্ট করা, Violence ও অপরাধমূলক ক্রাইম প্রচার করা, ফেক নিউজ পাবলিশ করা , fake প্রমোশন বা এড, স্ক্যাম, হেট স্পিচ, ইত্যাদি ইত্যাদি।আপনি আরো বিস্তারিত জানতে তাদের
ফেসবুক রিপোর্ট কিভাবে কাজ করে :
ফেসবুকের কাছে যখন কিছু রিপোর্ট যায়,তখন ফেসবুক সেটির রিভিউ করে এবং সেটা যদি তাদের কমিউনিটি স্টান্ডার্স কে ফলো না করে তাহলে ফেসবুক সেটা রিমুভ করে দেয়।
এখানে যে রিপোর্ট করে তার নাম কোন পার্সোনাল ইনফরমেশন ফেসবুক শেয়ার করা না সেটা সম্পূর্ণ গোপনীয় থাকে।
কিন্তু একটা কথা মনে রাখবেন,এখানে কোন গ্যারান্টি নেই ফেসবুক সেটা রিমুভ করবে কি করবে না হয়তো সেটা আপনার কাছে অযৌক্তিক হলেও যদি ফেসবুকের পলিসিকে violate( Facebook Terms) না করে তাহলে ফেসবুক সেটা রিমুভ করবে না।
জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড
আশা করি বুঝতে পেরেছেন রিপোর্ট কি আর এটি কিভাবে কাজ করে,তাহলে চলুন এবার জেনেনি কিভাবে আপনি এই রিপোর্ট করবেন।
জেনেনিন ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম? অন্যের ফেসবুক আইডি নষ্ট করার উপায়?
ফেসবুকে রিপোর্ট বিভিন্ন ভাবে করা যায়।কোন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যদি অনবরত খারাপ পোস্ট করে যাচ্ছে সেই একাউন্টে এর বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
আবার কোন সিঙ্গেল পোস্টর উপর রিপোর্ট করা যাই ,যেমন কারো পার্সোনাল ফটো বা ভিডিও ফেসবুকের মধ্যে কোনো ব্যক্তি শেয়ার করে দিয়েছে তার নির্দেশ ছড়া তাহলে আপনি রিপোর্ট করে সেই পোস্টে কে রিমুভ করতে পারেন।
এছাড়া স্ক্যাম এড,পর্নোগ্রাফি ভিডিও পোস্ট বা পেজের উপর রিপোর্ট করা যাই ,এছাড়া কোনো hate ক্রাইম, Terrorism, Religious Hatred এই ধরণের পেজের উপরে রিপোর্ট করতে পারেন।
নিচে আমি একে একে দেখাবো কিভাবে এই রিপোর্ট গুলি করবেন।
ফেক ফেসবুক আইডি বন্ধ করার উপায় :-
ফেসবুকের মধ্যে এমন অনেক ইউসার আছে যারা অনেক গুলি একাউন্ট বা আইডি বানিয়ে বিভিন্ন রকম দূষিত কাজ করে যাচ্ছে ,যেমন অন্যের নামে আইডি বানিয়ে মানুষ কে বোকা বানাচ্ছে।