আসরের নামাজের সময়
আসরের নামাজের সময়
আসরের নামাজের সময় ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য এই বিশাল পৃথিবীর সকল কিছুই সৃষ্টি করেছেন। একজন মুমিন হিসেবে তাই আল্লাহর নৈকট্য কামনা করা আমাদের সকল মুসল্লিদের উচিত। আমাদের উচিত ধর্মীয় বিধিবিধান সমূহ মেনে চলা এবং সর্বদা সৃষ্টিকর্তার নৈকট্য কামনা করা। আজকের নামাজের সময়সূচী জানতে হলে চোখ রাখুন।
ইসলাম ধর্মের ৫ টি বিধান রয়েছে। যা ইসলামের মূল ভিত্তি হিসেবে পরিচিত। ভিত্তি সমূহ হল-
- কালেমা/ ঈমান।
- নামাজ।
- রোজা।
- হজ্জ।
- যাকাত।
Google News Flow Now
ইসলামের স্তম্ভসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নামাজ। একজন প্রকৃত মুসলিম তার রবের প্রতি সন্তুষ্টি কামনার জন্য, নামাজ আদায় করে থাকে। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন মুমিন নিজের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি রবের প্রতি নিজের নৈকট্য কামনা করে, বিভিন্ন সমস্যা তার রবের কাছে তুলে ধরে, রবের অনুগ্রহ কামনা করে থাকে। আজকের নামাজের সময়সূচী জানতে হলে সাথে থাকুন।
একজন মুমিন নামাজের মাধ্যমে, তার রবের সাথে সংযোগ স্থাপন করে। নামাজের মাধ্যমে রবের মহানুভবতার জন্য ধন্যবাদ জানায়। রবকে প্রতি একজন মুমিন অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানায়। তাই প্রত্যেক বান্দাই চায় রবের নৈকট্য লাভের জন্য, অনুগ্রহ পাওয়ার জন্য নিয়মিত নামাজ আদায় করতে। কিন্তু নামাজের সঠিক সময় রয়েছে। সঠিক ওয়াক্তে নামাজ আদায়ের তাই অনেক ফজিলত রয়েছে। আজকের নামাজের সময়সূচী সম্পর্কে জানতে হলে চোখ রাখুন।
মাগরিব নামাজ কয় রাকাত
আজকের নামাজের সময়সূচী
একজন মুমিন হিসেবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। প্রত্যেক নামাজের ওয়াক্ত রয়েছে। ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা করার বেশ ফজিলত রয়েছে। চলুন জেনে নেই আজকের নামাজের সময়সূচী সম্পর্কে-
ফজর নামাজের সময়সূচী:
ইসলামের ধর্মালম্বীদের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবার প্রথমে যে নামাজ আসে সেই নামাজ এর নাম হলো ফজর। সুবাহ সাদিক থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত ওয়াক্ত থাকে ফজরের। প্রত্যেক মুমিনের উচিত তাই নির্দিষ্ট সময়ের ফজরের নামাজ সম্পন্ন করা। আরও জানুন আজকের নামাজের সময়সূচী সম্পর্কে।
বাকি সকল সালাতের মধ্যে ফজরের গুরুত্ব অত্যাধিক। কারণ ফজর নিয়ে পবিত্রে ধর্মগ্রন্থ কুরআন মাজীদে ” ফজর” নামক একটি সূরা রয়েছে।
হাদিস সমূহে ফজর নামাজ আদায়ের গুরত্ব নিয়ে বিভিন্ন আয়াত নাজির করা হয়েছে। ফজরের গুরুত্ব নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। “(বুখারী শরীফ)
- চলুন জেনে নেই নেই ফজর নামাজ পড়ার ফজিলতসমূহ সম্পর্কে
- যে মুমিন ফজর নামাজ পড়ার জন্য দাঁড়াযা তাহলে সেই ব্যক্তি সারারাত দাঁড়িয়ে থাকার সোওয়াব পাবে। (মুসলিম শরীফ)।
- যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। (মুসলিম শরীফ)।
- কেয়ামতের দিনের ফরম নামাজ আদায়কারী ব্যক্তির নূর হয়ে দেখা দিবে। (আবু দাউদ )।
- তিরমিজি শরীফে বলা হয়েছে “যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে ,জান্নাত প্রবেশ করবে “।
- ফরজ নামাজ আদায়কারী মুমিনের রিজিকে বরকত আসবে।
- ফরজ নামাজ আদায় করলে বরকত নাজিল হবে।
জোহর নামাজের সময়সূচী
সূর্য যখন মধ্যম আকাশে থাকে তখন ওয়াক্ত শুরু হয় জোহারের। জোহরের নামাজ ১২ রাকাত হয়। ৪ রাকাত ফরজ, ৪ রাকাত সুন্নাত,২ রাকাত সুন্নাত ,২ রাকাত নফল নামাজ আদায় করতে হয়। কিন্তু অনেকেই কাজের চাপে ,কিংবা কোন অলসতার কারণে ছাড়াও নানা ধরণের কাজের জটিলতার কারণে শুধুমাত্র ফরজ নামাজ টুকু পরে থাকেন।
কাবা শরিফের ছবি – কাবা শরীফের ছবি ডাউনলোড
মূলত কেউ জোহরের নামাজের সুন্নত বাদ রাখার চেষ্টা করব না। যত পরিমাণ কাজ থাকুক না কেন আপনি নির্দিষ্ট সময়ে আপনার নামাজ সম্পন্ন করুন।
আসরের নামাজের সময়সূচী:
সূর্য পশ্চিম আকারে ঢেলে পড়লেই ওয়াক্ত শুরু হয় আসরের। আসরের নামাজ মূলত ৮ রাকাত। ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ। আসর নামাজের ৮ রাকাতের মধ্যে প্রত্যেক মুমিনের পাশাপাশি প্রাপ্ত বয়স্ক নর নারীর উচিত ৪ রাকাত ফরজ নামাজ আদায় করে নেওয়া।
আসরের নামাজের ৪ রাকাত সুন্নত রয়েছেন। এই ৪ রাকাত সুন্নত কে সুন্নতে মোয়াক্কাদ্দা বলে হয়। রাসূল সা কখনো কোনো সুন্নত ছাড়েনি আমাদের উচিত নিয়মিত সুন্নত সহ আসরের সালাত আদায় করা
মাগরিবের নামাজের সময়সূচী
সূর্যাস্তের পর থেকে শুরু হয় মাগরিবের ওয়াক্ত। মাগরিবের নামাজ মূলত ৭ রাকাত। ৩ রাকাত ফরজ ,২ রাকাত সুন্নাত ,২ রাকাত নফল। মাগরিবের ফরজ নামাজের পাশাপাশি অবশ্যই সুন্নত নামাজ আদায় করবেন।কারণ মাগরিবের সালাতের গুরুত্ব অত্যাধিক।সারাদিনের ক্লান্তি হতাশাকে দূর করে আপনি একধরণের প্রশান্তি পাবেন সালাত আদায়ের মাধ্যমে।
এশার নামাজের সময়সূচী
এবার নামাজ মাগরিবের নামাজের বেশ কিছুক্ষন পর পড়া হয়ে থাকে। এবার নামাজ মূলত ১৫ রাকাত। ৪ রাকাত সুন্নত ,৪ রাকাত ফরজ ,২ রক্ত সুন্নত ,২ রাকাত নফল ,৩ রাকাত বিতর।
এশার সালাত ফজিলত অত্যাধিক। এশার সালাত আপনার বরকত দিবে। আপনার যাবতীয় হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
নামাজের ফজিলত
মহান আল্লাহ তায়ালার সতুষ্টি অর্জনের জন্য বান্ডা সালাত আদায় করে থাকে। কীট সঠিক সময়ে সালাত আদায় করার ফজিলত অত্যাধিক। চলুন জেনে নেই সালাত আদায়ের ফজিলত সম্পর্ক-
- নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি বান্দার কাছে অনেকের প্রিয় হয়।
- মানুষ ও শিরকের মধ্যে নামাজই একমাত্র প্রাচীর হিসেবে বিদ্যমান থাকে।
- নামাজ অন্তরকে পরিশুদ্ধ করে।
- অন্তরের পবিত্রতা দূর করে অন্তর কলুষিত করে তুলে।
আসরের নামাজের সময় বরিশাল,
আসরের নামাজের সময় পটুয়াখালী,
আজকের মাগরিবের নামাজের সময়,
আসরের নামাজের সময় চট্টগ্রাম,
আজকের মাগরিবের নামাজের সময় ঢাকা,
নামাজের সময়সূচি বাংলাদেশ,
আসরের নামাজের শেষ সময়,