উপায় মোবাইল ব্যাংকিং কোড – Upay Mobile Banking Code

Rate this post

 

উপায় মোবাইল ব্যাংকিং কোড

উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড – “উপায়” হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান যা কিনা বাংলাদেশের অন্যতম Mobile Financial Service সংক্ষেপে MFS বলা হয় । আমাদের মধ্যে অনেকেই আছেন যারা “উপায়” মোবাইল ব্যাংকিং সম্পর্কে এখনও ভালো ভাবে অবগত নয় । প্রায় সময় দেখা যায় গুগলে অনেকেই “উপায়” সম্পর্কে সার্চ করে থাকেন । তাদের জন্যই আজকের এই ব্লগ পোস্ট ।

বন্ধুরা, “বাংলা আইটি –এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা । আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করবো “উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড” নিয়ে । আলোচনা করার চেষ্টা করবো “উপায়” সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে । তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ।

উপায় মোবাইল ব্যাংকিং

আলোচনার প্রথমে আমাদের জানতে হবে উপায় মোবাইল ব্যাংকিং কি? “উপায়” হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) – এর একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস । বাংলাদেশে মোট ১৯টি মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে তার মধ্যে “উপায়” অন্যতম । উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু হয় ২০২১ সালের মার্চ মাসে ।

কাতার বিশ্বকাপের 32 টি দল চূড়ান্ত দেখে নিন এক নজরে

আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত এবং লেনদেন নিশ্চিত করতে উপায় কাজ করবে বলে জানিয়েছে “উপায়” কর্তৃপক্ষ । মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের ৭০ ভাগ এখনো পর্যন্ত ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন ব্যবহার করে থাকেন । এদের সেবাপ্রাপ্তিকে আরও সহজ করতে “উপায়” কাজ করবে বলে তারা জানিয়েছে ।

উপায় তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজ লেনদেন নিশ্চিয়তা দিচ্ছে । যেমন – অন্যদের কাছে টাকা পাঠানো, ব্যাংক থেকে টাকা যোগ করা, এজেন্ট এবং এটিএম থেকে সর্বনিম্ন চার্জ দিয়ে ক্যাশ আউট করা, ইউটিলিটি বিল পেমেন্ট করা, মোবাইল ফোন রিচার্জ করা ইত্যাদি ।

উপায় মোবাইল ব্যাংকিং কোড
উপায় মোবাইল ব্যাংকিং কোড

উপায় মোবাইল ব্যাংকিং কোড

আমাদের দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এখনও ফিচার বা বাটন ফোন ব্যাবহার করে থাকে । সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই “উপায়” তাদের মোবাইল ব্যাংকিং কোড ডায়াল করে সর্বোচ্চ কম খরচে ক্যাশ আউট করার সুবিধা দিচ্ছে।

কোড ব্যবহার করে “উপায় মোবাইল ব্যাংকিং” লেনদেন করতে USSD কোড ব্যবহার সম্পর্কে জানতে হবে । উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে *268#

বাটন ফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ম্যানুয়ালী *268# ডায়াল করলেই “উপায়” মেনু ওপেন হবে । এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সংখ্যা টাইপ করে সেন্ড করে পরবর্তী মেনুগুলো প্রবেশ করতে পারবেন ।

উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড

উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড হচ্ছে *২৬৮# । এই কোড ডায়ালের মাধ্যমে “উপায় মোবাইল ব্যাংকিং” এর যে কোনো সেবা গ্রহন করতে পারবেন । আপনি “উপায়” এর যে কোনো সেবা গ্রহন করতে হলে প্রথমে উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড *২৬৮# ডায়াল করতে হবে । এরপর আপনি আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন অপশনে গিয়ে বিভিন্ন সেবা নিতে পারবেন ।

উপায় মোবাইল ব্যাংকিং app

কোড ডায়াল ছাড়াই উপায় মোবাইল ব্যাংকিং app ব্যবহার করে আপনি “উপায়” – এর সকল সেবা উপভোগ করতে পারবেন । তাছাড়া উপায় মোবাইল ব্যাংকিং app ব্যবহার করে মোবাইল রিচার্জ, পেমেন্ট, অ্যাড মানিতে রয়েছে আকর্ষণীয় সব Cashback অফার সহ নানান রকম অফার । উপায় মোবাইল ব্যাংকিং app ডাউনলোড করে একাউন্ট খোলার সাথে সাথেই থাকছে “উপায়” এর পক্ষ থেকে বোনাস।

bdris.gov.bd – জন্ম নিবন্ধন নতুন লিংক

আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে উপায় মোবাইল ব্যাংকিং app ডাউনলোড করে ইন্সটল করে “উপায়” একাউন্ট খুলে ইচ্ছা মতো লেনদেন করতে পারবেন এবং বিভিন্ন অফার পেতে থাকবেন ।

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট

“উপায়” হচ্ছে United Commercial Bank (UCB) এর মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম । সারা বাংলাদেশে United Commercial Bank (UCB) এর শাখা রয়েছে । তেমনি রয়েছে “উপায়” এর এজেন্ট । স্থানীয় কার্যক্রমকে সহজ করতে প্রতিটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠার এজেন্ট নিয়োগ করে থাকে । তেমনি “উপায়” ও এজেন্ট নিয়োগ করছে এবং ভবিষ্যতে আরও করবে ।

আপনি যদি আপনা ব্যবসাকে প্রসারিত করতে “উপায়” – এর এজেন্ট নিতে চান তাহলে যে সমস্ত ডকুমেন্ট দরকার তা নিচে উল্লেখ করা হলো ।

আপনি যদি উপায় এজেন্ট নিতে আগ্রহী হন তাহলে আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে ।

ব্যবসা প্রতিষ্ঠানে হাল নাগাদ ট্রেড লাইসেন্স লাগবে ।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নামে রেজিষ্ট্রেশন করা সিম লাগবে ।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ন্যাশনাল আইডি কার্ড লাগবে ।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের তিন কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে ।
ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছবি লাগবে ।
উপায় ক্যাশ আউট চার্জ
“উপায়” গ্রাহকরা USSD *268# ডায়াল করে বা উপায় অ্যাপ ব্যবহার করে যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র ১৪ টাকায় অর্থাৎ এক হাজার টাকা ক্যাশ আউট করতে খরচ হবে মাত্র ১৪ টাকা ।

এছাড়া আপনি যদি United Commercial Bank (UCB) – এর যে কোনো এটিএম বুথ থেকে ক্যাশ আউট করলে খরচ হবে মাত্র ৮ টাকা অর্থাৎ এক হাজার টাকা ক্যাশ আউট করতে খরচ হবে মাত্র ৮ টাকা ।

উপায় মোবাইল ব্যাংকিং সুবিধা

আপনি upay অ্যাপ থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি নতুন upay অ্যাকাউন্টের জন্য সহজেই নিবন্ধন করতে পারেন।
“উপায় মোবাইল ব্যাংকিং”- এর একাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডেবিট/ক্রেডিট কার্ড থেকে টাকা যোগ করুন অনায়াসে ।
উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে কোনো নম্বরে মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে ।
“উপায়” – এর মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ যেমন – বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ক্রেডিট কার্ড এবং অন্যান্য বিল সমূহ পরিশোধ করতে পারবেন বাড়িতে বসেই ।
“উপায়” অ্যাপ এর QR কোড স্ক্যান করে বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনার আশেপাশের মুদি দোকান, ফার্মেসী, রেস্তোরাঁ, খুচরা দোকান এবং বিভিন্ন সার্ভিসের মুল্য পরিশোধ করতে পারবেন ।

উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন

উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার হচ্ছে 16268 । আপনার “উপায়” একাউন্টের কোনো প্রকার সমস্যাহলে উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন । উপায় সংক্রান্ত তথ্য ও সেবা দিতে “উপায়” -এর কল সেন্টার চালু আছে দিন রাত ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন ।

১। প্রশ্নঃ উপায় মোবাইল ব্যাংকিং কি?

উত্তরঃ “উপায়” হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) – এর একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস । বাংলাদেশে মোট ১৯টি মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে তার মধ্যে “উপায়” অন্যতম । উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু হয় ২০২১ সালের মার্চ মাসে ।

২। প্রশ্নঃ উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?

উত্তরঃ কোড ব্যবহার করে “উপায় মোবাইল ব্যাংকিং” লেনদেন করতে USSD কোড ব্যবহার সম্পর্কে জানতে হবে । উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে *268#

বাটন ফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ম্যানুয়ালী *268# ডায়াল করলেই “উপায়” মেনু ওপেন হবে । এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সংখ্যা টাইপ করে সেন্ড করে পরবর্তী মেনুগুলো প্রবেশ করতে পারবেন ।

উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড – সম্পর্কে আমার যত টুকু জানা ছিলো তা আপনাদের সাথে শেয়ার করলাম । আশা করি “উপায় মোবাইল ব্যাংকিং | উপায় মোবাইল ব্যাংকিং কোড” সম্পর্কে সঠিক তথ্য আপনাদের দিতে পেরেছি । এই সকল বিষয় সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না । ভালো থাকুন – সুস্থ থাকুন ।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *