এশার নামাজ কয় রাকাত ও নিয়তঃ
এশার নামাজ মোট 10 রাকাত। এশার নামাজ চার রাকাত সুন্নত, এশার নামাজ 4 রাকাত ফরজ, এশার নামাজ দুই রাকাত সুন্নত, এশার নামাজ তিন রাকাত বেতের। বেতের নামাজ এশার নামাজের মধ্যে পড়ে না। সংক্ষেপে যদি বলি:
৪ রাকাত সুন্নত
৪ রাকাত ফরজ
২ রাকাত সুন্নত
৩ রাকাত বেতের (যদিও বেতের নামায এশার নামাযের অংশ নয়)
এশার নামাজ মোট কত রাকাত?
প্রতি ওয়াক্ত নামাজের আলাদা আলাদা রাকাত আছে। অর্থাৎ, প্রতি ওয়াক্ত নামাজে নির্দিষ্ট পরিমাণ রাকাত নামাজ আদায় করতে হয়। কেউ চাইলে অতিরিক্ত রাকাত নফল নামাজ আদায় করতে পারে। এশার নামাজ মূলত ১৭ রাকাত। আপনি যদি সঠিকভাবে এশার নামাজ আদায় করতে চান, তবে আপনাকে ১৭ রাকাত নামাজ আদায় করতে হবে। ফরজ, সুন্নত এবং নফল নামাজ মিলে এশার ১৭ রাকাত নামাজ আদায় করা উত্তম।
এশার নামাজ ১৭ রাকাত সঠিকভাবে আদায় করার জন্য আপনি নিচে দেয়া পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন।
- মসজিদ গিয়ে ফরজ নামাজ শুরু হওয়ার আগে ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করা।
- ইমামের পিছনে দাঁড়িয়ে ৪ রাকাত ফরজ নামাজ আদায় করা।
- ফরজ নামাজ আদায় শেষে ২ রাকাত সুন্নত নামাজ আদায় করা।
- উপরে উল্লিখিত ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার পর ২ রাকাত নফল নামাজ আদায় করা।
- এরপর ৩ রাকাত বেতের নামাজ আদায় করা।
- অতঃপর, ২ রাকাত নফল নামাজ আদায় করার মাধ্যমে এশার ১৭ রাকাত নামাজ আদায় সম্পন্ন করা।
এশার নামাজ ৯ রাকাত কি কি
এশার নামাজ আদায় করার সময় অনেকেই প্রথম ৪ রাকাত সুন্নত নামাজ, ২ রাকাত করে মোট ৪ রাকাত নফল নামাজ আদায় করেন না। এজন্য অনেকেই গুগলে এশার নামাজ ৯ রাকাত কি কি জানার জন্য সার্চ করে থাকেন। এশার নামাজ ৯ রাকাত হচ্ছে – ইমামের পিছনে ৪ রাকাত ফরজ নামাজ আদায় করা, এরপর ২ রাকাত সুন্নত নামাজ আদায় করা এবং সর্বশেষে ৩ রাকাত বেতের নামাজ আদায় করা।