GSMARENAMobil DokanMobileDokanTechnology

কম দামে ভালো গেমিং মোবাইল

কম দামে ভালো গেমিং মোবাইল

Rate this post

কম দামে ভালো গেমিং মোবাইল

কম দামে ভালো গেমিং মোবাইল কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন? আমরা খুঁজে বের করেছি ৯ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৯টি গেমিং ফোন যা দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই তালিকার ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোনের চিপসেট আর এর পারফরম্যান্সকে। চলুন জেনে নিই ৯টি বাজেট গেমিং ফোন সম্পর্কে।

ওয়ালটন আরএক্স৭ মিনি

আপনি যদি ১০হাজার টাকার মধ্যে গেমিং ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে ওয়ালটন আরএক্স৭ মিনি ফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ। মিডিয়াটেক এর শক্তিশালী হেলিও পি৬০ প্রসেসর চালিত ফোনটিতে রয়েছে ৩জিবি র‍্যাম আর ৩২জিবি স্টোরেজ।

ওয়ালটন আরএক্স৭ মিনি তে থাকছে ৩০০০মিলিএম্প ব্যাটারি। ৬.১ইঞ্চি এইচডি+ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

একনজরে ওয়ালটন আরএক্স৭ মিনি

  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
  • ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প

ওয়ালটন আরএক্স৭ মিনি এর দামঃ ৯,৪৯৯ টাকা

টেকনো স্পার্ক ৭ – কম দামে ভালো গেমিং ফোন

১২ হাজার টাকার মধ্যে একটি পারফেক্ট ব্যালেন্সড ফোন হচ্ছে টেকনো স্পার্ক ৭। ফোনটিতে রয়েছে ৬.৫ইঞ্চির ডিসপ্লে। ১৬মেগাপিক্সেলের ব্যাক ও ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা রয়েছে ফোনটিতে।

একনজরে টেকনো স্পার্ক ৭

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • র‍্যামঃ ৪জিবি ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

টেকনো স্পার্ক ৭ এর দামঃ ১১,৯৯০ টাকা

অনেকটা একই স্পেসিফিকেশন আর হুবহু একই দাম নিয়ে টেকনোর আরেক ফোন, টেকনো স্পার্ক ৬ ও রয়েছে আমাদের এই কম দামে ভালো গেমিং স্মার্টফোন এর তালিকায়। টেকনো স্পার্ক ৬ ফোনটিতে স্পার্ক ৭ এর চেয়ে কিছুটা ছোট ৫০০০মিলিএম্প এর ব্যাটারি থাকলেও তার অভাব পূরণ করতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। আরো অবাক করার বিষয় হলো এই ফোনটিতে রয়েছে ১২৮জিবি স্টোরেজ। টেকনো স্পার্ক ৬ এর বাকি সব ফিচার টেকনো স্পার্ক ৭ এর মতোই।

একনজরে টেকনো স্পার্ক ৬

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

টেকনো স্পার্ক ৬ এর দামঃ ১১,৯৯০ টাকা

ওয়ালটন আরএক্স৮ মিনি

এই কম দামে সেরা গেমিং ফোনের তালিকায় ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটি দেখতে সবচেয়ে আকর্ষণীয়। এই ফোনটি বাজারে এনে “দামে কম, মানে ভালো” কথাটির বাস্তবিক উদাহরণ দেখিয়েছে দেশী ব্র‍্যান্ড ওয়ালটন। ফোনটির দাম হিসেবে স্পেসিফিকেশন একদম “টপ অফ দ্যা লাইন” বলা চলে।

৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ এর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, যা এই দামে অনন্য। এছাড়াও ফোনটিতে ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। ৬.৩ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৩৬০০মিলিএম্প এর ব্যাটারি। ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

একনজরে ওয়ালটন আরএক্স৮ মিনি

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি ফুল এইচডি+
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা + ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প

ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১২,৯৯৯ টাকা

৯০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
৯০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button