কম দামে vivo সেট
বাংলাদেশের স্মার্টফোন বাজারে ভিভো নিয়ে আসলো এক নতুন আকর্ষন। বলছি ভিভোর নতুন ফোন ভিভো ভি২৩ ৫জি এর কথা। ফোনটিকে আকর্ষণীয় বলার পেছনে রয়েছে যথেষ্ট কারণ। মাত্র ৪০ হাজার টাকা বাজেটের এই ফোনটির ডিজাইন যেমন অসাধারন, স্পেসিফিকেশন ও তেমন যুগোপযোগী।
তাছাড়াও এর 50 মেগাপিক্সেল ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আপনাকে মুগ্ধ করতে পারে সহজেই। ফোনটিতে ডুয়াল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি আরও পাচ্ছেন ইন বিল্ড এলইডি লাইট, যা যথেষ্ট কার্যকরী।
আসল vivo মোবাইল চেনার উপায়
ভিভো ভি২৩ ৫জি এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি
ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০
র্যামঃ ৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৪২০০মিলিএম্প
চার্জিংঃ ৪৪ওয়াট ফাস্ট চার্জিং
কানেক্টিভিটিঃ ৩জি, ৪জি, ৫জি
ভিভো ভি২৩ ৫জি এর দাম ৩৯,৯৯৯টাকা
ভিভো ভি২৩ই – Vivo V23E
আপনি যদি খুঁজে থাকেন একটি এডভান্সড ক্যামেরার ফোন আর আপনার পছন্দ যদি থাকে ভিভো ব্র্যান্ড তাহলে আপনার জন্য বেস্ট চয়েজ হবে ভিভো ভি২৩ই। ফোনটিতে থাকছে 64 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটাপ। তাছাড়াও ৫০মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছেই।
তবে ফোনটি যে কেবল ক্যামেরার জন্যই ভালো তা বলার সুযোগ নেই। কারন প্রয়োজনীয় স্পেসিফিকেশন এর সাথে রয়েছে ৪০৫০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহৃত হয়েছে ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জার যা আপনাকে দিবে অল্প সময়ে ফোন চার্জের সুবিধা।
তবে ফোনটি যে কেবল ক্যামেরার জন্যই ভালো তা বলার সুযোগ নেই। কারন প্রয়োজনীয় স্পেসিফিকেশন এর সাথে রয়েছে ৪০৫০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহৃত হয়েছে ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জার যা আপনাকে দিবে অল্প সময়ে ফোন চার্জের সুবিধা।
ভিভো ভি২৩ই এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি অ্যামোলেড
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল
- চিপসেটঃ মিডিয়াটেক হেলিও জি৯৬
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৪০৫০মিলিএম্প
- চার্জিংঃ ৪৪ওয়াট ফাস্ট চার্জিং
- ভিভো ভি২৩ই এর দামঃ ২৭,৯৯০টাকা
ভিভো ওয়াই২১টি – Vivo Y21T
আপনার বাজেট কি কিছুটা কম? কম বাজেটে প্রয়োজন একটি শক্তিশালী প্রসেসর এর ফোন? আপনার উত্তর যদি হয় হ্যা তাহলে আপনার জন্য রয়েছে ভিভো ওয়াই২১টি। মাত্র ১৮ হাজার টাকার এই ফোনে থাকছে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮০।
তাছাড়াও ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর এই ফোনটি আপনাকে দিতে পারে আশানুরূপ সাপোর্ট। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। কারণ এটিতে থাকছে 50 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটাপ।
ভিভো ওয়াই২১টি এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চিব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মেগাপিক্সেল
- ভিভো ওয়াই২১টি এর দামঃ ১৭,৯৯০টাকা
ভিভো ওয়াই১এস মোবাইল বাংলাদেশ প্রাইস – Vivo Y1s Mobile Price in Bangladesh
ভিভো পরিবারের আরও একজন ছোট সদস্য হচ্ছে ভিভো ওয়াই১২এস ফোনটি। ১০ হাজার টাকার বাজেট কে একটু বৃদ্ধি করে ১২হাজার টাকা করলেই পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই১২এস ফোনটি।
১২ হাজার টাকা বাজেটের মধ্যে মিডিয়াটেক প্রসেসর এর সাথে ব্যবহারযোগ্য ফিচার অফার করছে এই ফোনটি।
তবে মিডিয়াটেক প্রসেসর ছাড়াও এই বাজেটে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এর ভিবোর ফোন ওয়াই১১। অই ফোনটিও দেখে নিতে পারেন এক নজরে।
- ভিভো ওয়াই১২এস এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- রিয়েলমি c3 দাম কত
- অপু মোবাইল দাম কত ২০২২ – অপু মোবাইল দাম
কম দামে vivo সেট 2022, 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল, ভিভো মোবাইল রেট, 12 হাজার টাকার মোবাইল vivo, ভিভো মোবাইল দাম বাংলাদেশ ২০২১, ভিভো মোবাইল দাম বাংলাদেশ ২০২২, ভিভো মোবাইলের দাম বাংলাদেশ, ভিভো y11 দাম কত,