কানাডা লেবার ভিসা ২০২২

3/5 - (1 vote)

কানাডা লেবার ভিসা ২০২২

কানাডা লেবার ভিসা ২০২২ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দিন-রাত পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখেন কানাডা যাওয়ার জন্য। কিন্তু সঠিক গাইডলাইন হয়তো পাচ্ছেন না। তাদের জন্য আজকের এই “কানাডা জব ভিসা ২০২২” পোস্ট টি।

খতিয়ান বের করার নিয়ম ২০২২

আপনার কাছে যদি দশটি ডকুমেন্টস না থাকে তাহলে কানাডায় যাওয়া আপনার পক্ষে প্রায় অসম্ভব। আর যদি সেটা ওয়ার্ক পারমিট নিয়ে হয় তাহলে তো কোন কথাই নেই। তাই যারা কানাডায় যেতে চান তারা আজকের এই পোস্টে “কানাডা জব ভিসা ২০২২” এবং “কানাডা ওয়ার্ক পারমিট ভিসা” সম্পর্কে জানতে পারবেন।

Google News Flow Now

যদি এই সব ডকুমেন্টস আপনার থাকে অথবা এই সব ডকুমেন্টস আপনি ম্যানেজ করতে পারবেন বলে মনে হয় তাহলে কানাডা জব ভিসা বা কানাডা ওয়ার্ক পারমিট ভিসা সহজেই পেয়ে যাবেন।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ২০২২

আজকের পোস্টটি আমি কানাডার সরকারি ওয়েবসাইট থেকে দশটি ডকুমেন্টস এর তথ্য বের করেছি। তার মধ্যে দুটি ডকুমেন্টস লাগবে কানাডা ওয়ার্ক পারমিট এর আবেদন করার জন্য আর বাকি আটটি ডকুমেন্টস লাগবে, আপনি যদি কানাডা ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করার জন্য।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে হলে কি কি লাগবে?

প্রথমে চলুন জেনে নেই কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে হলে কোন দুটি ডকুমেন্টস আমাদের লাগবে। প্রথমে যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে একটি কানাডিয়ান স্টাইল কাভার লেটার। আর দ্বিতীয় যেয়ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে একটি সিভি। সেটিও হতে হবে কানাডিয়ান স্টাইল।

তাহলে কানাডা ওয়ার্ক পারমিট বা জব ভিসা করার জন্য আপনাকে দুটি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস দুটি হল:

  1. কভার লেটার
  2. সিভি

অনলাইনে জমির দলিল বের করার নিয়ম বাংলাদেশ

দায়সারা ভাবে একটি সিভি বা কাভার লেটার তৈরি করলে হবে না! এই সিভি বা কাভার লেটার তথ্য সমৃদ্ধ হতে হবে এবং দেখতে আকর্ষণীয় হতে হবে। আবার আপনাকে ফলো করতে হবে কানাডিয়ান স্টাইল।

ধরে নিলাম যে অনলাইনে আবেদন করে আপনি একটি কানাডা ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন আপনার প্রয়োজন হবে কানাডায় যাওয়ার জন্য একটি ওয়ার্ক পারমিট ভিসার। আর সেই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে কানাডিয়ান এম্বেসি বরাবর। আর এই কানাডার এম্বেসি বরাবর ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য আপনার প্রয়োজন পড়বে ৮টি ডকুমেন্ট।

এখন আমি একে একে ওই ৮টি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে আজকের পোস্টটি পড়বেন।

কানাডা জব ভিসা প্রসেসিং

১.পাসপোর্ট

প্রথমে যে ডুকুমেন্টস টা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। মনে রাখবেন আপনার পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে 6 মাস। ছয় মাসে বলতে বুঝাচ্ছি মিনিমাম মেয়াদ থাকতে হবে 6 মাস আর যদি ম্যাক্সিমাম থাকে তাহলে সবচেয়ে ভালো।

২.দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

কানাডায় জব ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য দ্বিতীয়ত যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আর এই ছবি গুলো প্রিন্ট করে নিবেন ম্যাট পেপারে।

কানাডা ভিসা খরচ ২০২২ – কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2022

৩.শিক্ষাগত যোগ্যতা বা Educational Certificate

তৃতীয় যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে Educational Certificate বা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একমাত্র ক্যানাডিয়ান D ক্যাটাগরির ভিসা ছাড়া সব প্রোগ্রাম এর শিক্ষাগত যোগ্যতা লাগবে। তাই যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন আমারতো শিক্ষাগত যোগ্যতা নেই আমি কি কানাডা’র জন্য আবেদন করতে পারবো কিনা।

তাদের উত্তরে বলব শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি শুধুমাত্র ক্যানাডার D categor ভিসার জন্য আবেদন করতে পারবেন। অন্যান্য ক্যাটাগরিতে আবেদন করতে হলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর প্রয়োজন হবে।

তারা সাধারণত বলে থাকেন কানাডা ডি ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে না। কিন্তু তারা এর সাথে একটি শর্ত জুড়ে দিয়েছে সেটি হচ্ছে আপনাকে ইংরেজি বুঝতে হবে ইংরেজিতে বলতে পারতে হবে। এখন আপনি চিন্তা করে দেখুন যে ইংরেজি বলতে পারে ইংরেজি বুঝতে পারে সে কি কখনো অশিক্ষিত হতে পারে?

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২২
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২২

এসব বিষয়ে না জেনে আপনারা আবেদন করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন।প্রথমে দেখুন আপনার সত্যিকার অর্থেই ক্যানাডার বিভিন্ন প্রোগ্রামে আবেদন করার জন্য যোগ্যতা আছে কিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *