InfoModern News

কিভাবে বিকাশে টাকা দেখা যায়

কিভাবে বিকাশে টাকা দেখা যায়

Rate this post

কিভাবে বিকাশে টাকা দেখা যায়

বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে আপনি জানেন কি। কিভাবে বিকাশে টাকা দেখা যায় এই সম্পর্কে অনেকেই এখন গুগল করে থাকেন। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত হিসেবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কে মনে করা হলেও বর্তমানে গ্রাহক সংখ্যার দিক থেকে বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে বিকাশ।

বর্তমানে 4 কোটিরও বেশি গ্রাহক নিয়ে বিকাশের পরিবার। এই পরিবারে বিপুলসংখ্যক গ্রাহক প্রতিদিন যুক্ত হচ্ছে। এই বিপুলসংখ্যক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের একাউন্ট ব্যালেন্স চেক করা নিয়ে সমস্যাযর সম্মুক্ষিন হতে দেখা যায়।

এসএসসি পরীক্ষা ২০২২ শুরুর আপডেট খবর জানুন।

নতুন বিকাশ গ্রাহক এবং পুরাতন বিকাশ গ্রাহক উভয়ের জন্যই বিকাশে টাকা দেখার নিয়ম এক। তবে বিশেষ করে নতুন গ্রাহকরা বিকাশ ব্যালেন্স চেক করা নিয়ে বেশি সমস্যায় পড়ে থাকেন।

বিকাশে টাকা দেখার নিয়ম কি? কিভাবে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে হয়

বিকাশে টাকা চেক বা একাউন্ট ব্যালেন্স চেক করার একাধিক পদ্ধতি রয়েছে। তবে যেকোন বিকাশ গ্রাহকের জন্য সর্বস্বীকৃত একটি উপায় হচ্ছে ইউএসএসডি কোড ব্যবহার করে বিকাশ একাউন্ট চেক করা।

ইউএসএসডি কোড ব্যবহার করে বিকাশ একাউন্ট চেক করতে পারেন যেকোনো ধরনের মোবাইল ফোন ব্যবহারকারী।

তবে আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা আইফোন ব্যবহার করেন তবে আপনি বিকাশ অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে সহজেই আপনার বিকাশ একাউন্ট ব্যালেন্স জানতে পারেন স্বল্পতম সময়ে।

*২৪৭# বিকাশে টাকা দেখার কোড দিয়ে ব্যালেন্স চেক পদ্ধতি

বিকাশ ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে বিকাশের একাউন্ট ব্যালেন্স চেক থেকে অন্যান্য সকল কাজগুলো সম্পাদন করা যায়।

তবে বিকাশ অ্যাপস ব্যবহার করে এই কাজগুলো আরো দ্রুত এবং স্বল্প সময়ে ঝামেলামুক্ত ভাবে সম্পন্ন করা যায়।

আকাশ ডিস দাম

যেকোনো মোবাইল থেকে বিকাশে টাকা দেখার নিয়ম অনুসরণ করতে প্রথমে আপনার মোবাইল থেকে *২৪৭# কোডটি ডায়াল করুন।

তারপর আপনি বিকাশ মোবাইল মেন্যু টি দেখতে পাবেন। বিকাশ মোবাইল মেন্যু আট নম্বরে থাকা মাই বিকাশ অপশনটি নির্বাচন করুন।

মাই বিকাশ অপশনটি নির্বাচন করার পরবর্তী নতুন আরেকটি মেনে চলে আসবে। এই মেনুতে এক নম্বরে থাকা ব্যালেন্স চেক অপশনটি নির্বাচন করুন।

এখন আপনাকে আপনার বিকাশ একাউন্টের পিনকোড প্রদান করতে হবে। আপনার বিকাশ একাউন্টের পিন কোড প্রদান করে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স আপনার মোবাইল স্ক্রীনে প্রদর্শিত হবে।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশের ব্যালেন্স চেক করার নিয়ম

বিকাশ অ্যাপস ব্যবহার করে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনার কাছে একটি স্মার্টফোন থাকতে হবে।

প্রথমে গুগল প্লে স্টোর বিকাশ অ্যাপস লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করুন।

প্রথমবার ইনস্টল পরবর্তী আপনার বিকাশ একাউন্টটি লগইন করতে হবে।

সফলভাবে বিকাশ একাউন্টে লগইন করলে বিকাশ অ্যাপস বোর্ডের উপরে ট্যাপ টু ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনার বিকাশের বর্তমান ব্যালেন্স প্রদর্শিত হবে।

কিভাবে ব্যালেন্স চেক করবো? বিকাশে টাকা চেক কোড কত?

বিকাশে টাকা চেক করার জন্য আপনাকে ইউএসএসডি কোড ডায়াল করতে হবে অথবা বিকাশ মোবাইল অ্যাপস ব্যবহার করতে হবে। বিকাশ করা নম্বর থেকে *২৪৭# কোড ডায়াল করে বিকাশে টাকা দেখতে বিকাশ মেনু থেকে ৮ নম্বর অপশন “মাই বিকাশ” (8. My Bkash) নির্বাচন করুন, তারপর এক নাম্বার অপশনে ” চেক ব্যালেন্স ” ( 1. Check Balance)নির্বাচন করে আপনার পিন কোড ( Enter Your PIN) দেয়ার মাধ্যমে সহজে বিকাশ একাউন্ট চেক করতে পারেন।

পেজ খোলার নিয়ম

বিকাশে টাকা দেখার নিয়ম কি?

ইতিমধ্যেই আপনারা জেনেছেন একাধিক উপায় বিকাশে টাকা চেক করা যায়। সহজে বিকাশে টাকা চেক করার জন্য বিকাশ অ্যাপস ডাউনলোড ইনস্টল করুন এবং ট্যাপ টু ব্যালেন্স বাটনে ক্লিক করুন।

How to check Bkash account balance?

To check your Bkash account balance dial *247#. After dialing *247#, the Bkash menu will come, select 8. My Bkash, then Select 1. Check Balance, then “Enter your pin”. Your All step is right your bkash balance is displayed on your mobile screen.

বিকাশ অফার ২০২২
বিকাশ অফার ২০২২

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button