FacebookInfo

ক্যাপশন ফর ফেইসবুক বাংলা

ক্যাপশন ফর ফেইসবুক বাংলা

Rate this post

ক্যাপশন ফর ফেইসবুক বাংলা

ক্যাপশন ফর ফেইসবুক বাংলা পৃথিবীতে সব থেকে প্রতারনা মূলক কথা হলো। সেগুলো হলোঃ মজার বা ফানি ক্যাপশন, কষ্টের ছোট ক্যাপশন, এটিচিউট ক্যাপশন আর ভালোবাসার ছোট . আমি তোমাকে ভালোবাসি। Prithibite sob cheye protarona mulok kotha holo, Ami tomake valobasi.

গ্রামের ব্যবসার আইডিয়া

প্রয়োজন ফুরিয়ে গেলে জানিয়ে
দিও – অভিনয় করো না!

Google News 

Proyojon furiye gele janiye
Dio ovinoy koro na.

মন খারাপ করে কি হবে!
দুনিয়া টা তো আর মা নয়
যে সব সময় ভালোবাসবে।

Mon kharap kore ki hobe!
Duniya ta to ar ma noy
Je sob somoy valobasbe.

পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে
প্রাপ্ত করা যায় না।
কেবলমাত্র মায়ের অকৃত্রিম ভালোবাসা ছাড়া ।

না পাওয়ার ক্ষতটাকে আমি রাখি সযত্নে
লুকিয়ে কারণ সেই স্থানে কেউ আঘাত
করলে সত্যি মুষড়ে পড়ব লোপ পাবে সহ্যশক্তি।

না পাওয়ার কষ্ট যার সহ্য হয়ে গেছে,
সে আর পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে না।

Na payar kosto jar sojjo hoye geche,
Se ar payar jonno utola hoye uthe na.

কাউকে ভালোবাসতে কয়েক মুহূর্ত লাগে মাত্র!
আর ভালো রাখতে গেলে গোটা জীবনটাও কম পড়ে যায়!

অন্যকে সাহায্য করা এক মহৎ কাজ
তবে কখনোই তা নিজেকে বঞ্চিত করে নয় !

পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে,
সাফল্যের পরে সেই নারী স্ত্রী
হওয়ার যোগ্যতা রাখে।

জীবনে যদি কিছু না পাওয়া থাকে
তা নিয়ে দুঃখ না করে,
তাকে নিজের শক্তি বানিয়ে নাও।
কে বলতে পারে ?
হয়তো তার চেয়ে অনেক ভালো কিছুই
তোমার জন্য অপেক্ষা করছে !

Jibone Jodi kichu na paoyar thake
Ta niye dukkho na kore,
Take nijer shokti baniye nao.
ke bolte pare
Hoyto tar cheye onek valo kisui
Tomar jonno opekkha korche.

সুন্দরী মেয়ে বিয়ে করতে সম্পদ লাগে
আর দ্বীনদার মেয়ে বিয়ে করতে ভাগ্য লাগে।

যাকেই চেয়েছি আমি গিয়েছে সে দূরে সরে
না পাওয়ার বেদনায় আজ আমি অভ্যস্ত ,
কান্না ভরে আছে পুরো অন্তরজুড়ে !

কবরস্থান এর
দিকে তাকালেই মনে হয়।
পৃথিবীর সব আয়োজন বৃথা !

তোমাকে না পাওয়ার বেদনা ভুলবো না কখনো;
তুমি আজ চোখের আড়ালে ,
তোমার প্রতিধ্বনি অন্তরে বাজে এখনো।

প্রিয়জনকে সরাসরি বলতে না
পারা কথাগুলোই..
ফেসবুকের Status পরিণত হয়।

মিথ্যে আবেগের
মায়া মেঘ কেটে গেলে জানি,
বৃষ্টি নামবেই – ঐ দু’চোখে।

প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন!
❤️ আল্লাহ ❤️

মেয়েদের ব্যবসার আইডিয়া

যে ভুলে গেছে সে ভুলেই থাক
অযথা লাভ কী বুকে – যন্ত্রণা পুষে?

” নিঃশ্বাস টা থেমে গেলেই,
জীবনের গল্পটা শেষ”

কষ্ট গুলো লুকানোর জন্যে সামান্য মিথ্যে হাসি আর,
ভালই আছি বলাটাই যথেষ্ট।

গরিব হয়ে জন্মানো কখনই দোষের নয়,
কিন্তু গরিব হয়ে মারা যাওয়া হল দোষের।

কোন কিছুতেই এখন আর কষ্ট হয় না,
কারণ কষ্ট পাওয়াটাই যেন আভ্যাস হয়ে গেছে।

কোন কিছুতেই এখন আর কষ্ট হয় না,
কারণ কষ্ট পাওয়াটাই যেন আভ্যাস হয়ে গেছে।

বাংলা শর্ট ক্যাপশন
অধিকার ছাড়িয়া দিয়া
অধিকার রাখিতে যাইবার মত
এমন বিড়ম্বনা আর না।

মরিতে না হইলে ,
বাচিয়া থাকিবার কোনাে মর্যাদাই থাকিত না ।

“সর্বোপরি, আমরা যখন পৃথিবীতে এসেছি
তখন আমরা আমাদের সাথে কিছুই আনি নি,
এবং যখন আমরা এটি ছেড়ে যাই
আমাদের সাথে কিছুই নিতে পারি না।”

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে
তবু প্রাণ নিত্যধারা,হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ।

“বিবাহ এবং মৃত্যু-এই দুই বিশেষ দিনে
লতা পাতা আত্মীয়দের দেখা যায়।
সামাজিক মেলা মেশা হয়।
আন্তরিক আলাপ হয়।”

৪ বছরের রিলেশন নষ্ট হওয়ায় ছেলেটি আত্মহত্যা করলো!
ছেলের লাশ দেখে মা ছেলেকে প্রশ্ন করলো… ?
আমার ২৬ বছরের ভালোবাসা কি মিথ্যে ছিল… ?

তুমি আল্লাহর উপর ভরসা রাখো..!!
নিশ্চয়ই আল্লাহ তোমাকে নিরাশ করবে নাহ..!!

ইসলাম ধর্ম আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর.!

— আলহামদুলিল্লাহ

 

“শেষটা সুন্দর হওয়ার জন্যে
প্রচুর অপেক্ষার প্রয়োজন.!

…………………………..

নামাজ পড়েই দেখুন.!
অশান্তি নামক শব্দটি হারিয়ে যাবে.
ইনশাআল্লাহ.!

সৌন্দর্য শরীরে নয়’
প্রতিটি মানুষের চরিত্র
এবং ব্যবহারে থাকা উচিত!

…………………………………….

বিশ্বাস করো
যারা দুঃখ সহ্য করতে পারেনা।
তাদের কপালেই দুঃখ বেশি থাকে।

………………………….

যার প্রতি ভালোবাসা বেশি!
তার উপর অভিমানটাও কাজ করে বেশি!!

………………………….

যতই আপন হও না কেন…?
একবার মন থেকে উঠে গেলে…!!
সে কিন্তু আর আপন থাকে না….!

………………………………

অবশ্যই তুমি পাবে।
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু,
– হযরত মুহাম্মদ (সাঃ)

………………………………..

স্বপ্নের শহরে সবাই সুখি।
কিন্তু বাস্তবতা তার বিপরীত মুখী!

…………………………….

Fb Caption Bangla
বাহিরটা হাঁসলেও ভেতরটা ক্ষয়,,
গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নয়,,

………………….

সময় ধন্যবাদ তোমাকে।
কিছু পরিচিত মানুষের অপরিচিত
চেহারা চেনানোর
জন্যে।

………………….

যা পেয়েছি কিংবা পাইনি,
সবকিছুর জন্য উপরওয়ালা কাছে শুকরিয়া!
আলহামদুলিল্লাহ

……………………………………..

মানসিক শান্তি’ই বড় শান্তি.!
আর সেই মানসিক শান্তি
শুধুমাত্র “নামাজের”
মাধ্যমেই পাওয়া যায়.!

…………………………………………….

আমাদের এই জীবন দান করেছেন স্বয়ং আল্লাহ।
তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন।
আবার তিনিই আমাদের পুনরুত্থিত করবেন।

………………………………………

সে-ই প্রকৃত মানুষ যে ভয় পায়
তার অন্তরের মৃত্যুকে ,
শরীরের মৃত্যুকে নয়।

………………………………………….

তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,

……………………………

আসবি তুই কবে ?
পাগলি তুই ফিরে।
যদি কখনো আসিস ফিরে,
রাখব তোকে অনেক সুখে।
তুই সুখে থাকবি,
আর আমায় ভালোবাসবি।
পাগলিতুই ফিরে_আয়।

……………………………………

সুখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো
হয়ে গেছে এলোমেলো।

………………………………………..

তুমি যখন কারো কাছ থেকে
বিদায় নিয়ে যাত্রা শুরু করবে,
তখন পেছনে ফিরে তাকাবে না ।
পেছনে ফিরে তাকানোর অর্থহলোঃ
মায়া নামক ভ্রান্তি কে প্রশ্রয় দেয়া ।

……………………………………………………

চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,,
কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও এ
কমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট।

………………………………………………….

জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত
আত্বহত্যা যদি যর্মে নিষেধ না থাকতো।

……………………….

গল্পের শুরুটা যতটুকু আনন্দ দেয়
শেষ টা তার চেয়াও অধিক কাদায় ।

……………………………….

আঘাতের পরিমাণটা যখন
খুব বেশি হয়ে যায়!
তখন ভিতরের ক্ষত গুলো
ক্যানসা.রে পরিনত হয়!

কষ্ট কে অনেক বড় মনে হয়,
সকল সুখের চেয়ে।
কিন্তু ১টি সাফল্যকে অনেক বড় মনে হয়,
১০০০ টা ব্যর্থতার চেয়ে …………………..

……………

অন্যের কষ্ট দেখতে গেলেও কষ্ট লাগে।

……………………………………..

কষ্ট দুর্বলতা এর চিহ্ন নয়
ইহা সর্বদাই থাকে এবং
কখনো শেষ হয় না।

……………………………….

কষ্ট হলো সমুদ্রের মতো
এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে,
কখনো এটা আসে শান্ত পানির মতো
আবার কখনো সাইক্লোন এর মতো ঝড় নিয়ে।

কানাডা যেতে কত টাকা লাগে ২০২২

……………………………………..

কষ্টের সবচেয়ে বড় ঔষধ
এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা।

 

কষ্ট আর কিছুই না
ভুল মানুষকে ভালোবাসার মূল্য।

………………………………….

আপনার হৃদয় কত করুণভাবে ব্যথিত হয়েছে
তা কখনো এই পৃথিবী দেখবে না।
আপনার কষ্টের জন্যও
কখনো তা থেমে থাকবে না।

…………………………………………

সার্থপর ব্যক্তিরা কখনোই
অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না।

………………………

কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়
তবে তা তোমার কাছে থেকে অনেক কিছুই নিয়ে যায়।

………………………………..

অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়
বরং তা হলো কোমল হৃদয়ের পরিচায়ক।

……………………………………….

রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয়
তেমনিভাবে দুঃখ যত বেশি হয়
স্রষ্টা ততই নিকটে চলে আসেন।

……………………………

কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়,
তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।

………………………………..

নিজের বোকামি বুঝতে পারার পর
কারো দুঃখ হয়, কারো হাসি পায়।

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!

………………………………………

প্রিয় মা
৭০০ কোটি মানুষের মাঝে তুমার হাসি টা বেস্ট।
Happy Mothers Day

……………………………….

জীবনের চাহিদা কে যতো সীমিতো রাখবে…!
পরিস্থিতি ততো-টাই শান্তিময় হবে…

…………………………..

Bangla facebook caption
নেশা শুধু নিকোটিনেই থাকে না,
কারাে কারাে মায়া ভরা হাসিতেও থাকে।

………………………..
দিন শেষে সবাই আসক্ত,
কেউ ধােকায় কেউ মায়ায়।

……………………
– স্বপ্নগুলাে আকাশ ছােয়াঁ,
– ইচ্ছা গুলাে দামী।🥰

মনটাকে বলি কাঁদিস না রে
মধ্যবিত্ত আমি।

বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন।
আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন।

– কারো অবহেলা মানেই জীবন শেষ নয়।
– একজনের কাছে মূল্যহীন হতে পারো,
কিন্তু, সবার কাছে নয়।

আসলে কেউ কাউকে ভুলে যায় না…
শুধু প্রয়োজন শেষ হলে কথা বলা
বন্ধ হয়ে যায়….

ছোট্ট বেলার দিন গুলি আজ
হারিয়ে গেছে ওই কূলে …
মনটা তাই হারিয়ে যায়
বন্ধুত্বের স্মৃতির আড়ালে …

– প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর মতো সুখ।
বোধহয় পৃথীবিতে আর কিছুতেই নেই।

ভবিষ্যৎ নিয়ে ভাবি না,
– আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না।
– ইনশাআল্লাহ❤️

প্রিয় মা❤️
তুমি ছাড়া কেউ বুঝে না।
কোনটা আমার রাগ আর কোনটা আমার
অভিমান!’

“আমি খুব শীঘ্রই বিদায় নিচ্ছি,
তোমাদের ঈমান ও আমলের যত্ন নিও”
-মাহে রমজান

 

জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই,
কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই.!

 

টাইম পাস করার জন্য উত্তম
“পদ্ধতি হলো
কোরআন তেলাওয়াত করা

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়
কিন্তু বিচার করতে গেলে,
ভিতরে প্রবেশ করতে হয়।

 

কষ্ট কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।

কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে,
যদি সেখানে ভালোবাসাই না থাকে ।

 

জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে ।
সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।

 

মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না.!
কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো,
কাঁদায় তার সব সবচেয়ে কাছের মানুষ,
কাঁদায় তার প্রিয়জন।

 

একা বাঁচতে প্রিয়,শেখাে দেখবে কষ্ট কমে গেছে।
মুখােশধারী ভদ্র হওয়ার চেয়ে,
স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালাে।।

কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে
তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে
কিন্তু যেই তাদের কাজ ফুরিয়ে যাবে,
তাদেরকে তুমি আর তোমার ত্রি-সীমানায়ও দেখবে না ।

 

মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা
যার মধ্যে ভালোবাসা নেই তার কোন দুর্বলতা ও নেই ।
ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে,
আর সেই ভালোবাসাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় ।

খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,
কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের
বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন –

খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,
কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের
বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন

হৃদপিণ্ড আকারে ছোট্ট হলেও
– অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে।

সকলে বরং রঙিন দেখুক,
হৃদয়ে থাকে না ক্ষত।
আগুন দিলেই পুড়বো নাহয়,
রঙ মশালের মত।

ততটা ভালো থেকো,
যতটা ভালো থাকলে আমাকে
আর মনে পড়বে না।

জীবনে আঘাত আসা part of life;
আর সেগুলো হাসিমুখে কাটানোই হল
art of life.

এ কোনও বন্ধন নয়। বাধ্য হয়ে থাকা কাছাকাছি…
অরণ্য ভেবেছ তুমি। আসলে আলাদা সব গাছই।

এ কোনও বন্ধন নয়। বাধ্য হয়ে থাকা কাছাকাছি…
অরণ্য ভেবেছ তুমি। আসলে আলাদা সব গাছই।

সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ
এই তো জীবন ।

বিচ্ছেদ না হলে,
ভালোবাসতে শিখতাম না!

বাংলা রোমান্টিক ক্যাপশন

মানুষ তখনি স্থির হয়ে যায় ;
যখন সে বুজতে পারে
সে যা চেয়েছে তা সে কখনোই পাবে না!

বেলাশেষে তুমিও কাঁদবে,
অন্যকারো অবহেলায়!

মানুষ আসলে কখনই কথা বলার বন্ধু খোঁজে না!
মানুষের অভাব চিরকালের জন্য একজন নিরবতার সঙ্গীর।

 

নিদিষ্ট কিছু অভিমান,
কিছু অভিযোগ
আর কিছু দীর্ঘশ্বাস
একত্রিত হয়ে যাওয়ার পর
নিজেকে হারিয়ে ফেলে মানুষ।

 

আপনাকে ঘিরে আমার একটা অব্যক্তিগত জীবন ছিলো।
সে জীবনটাকে আজকাল আর খুঁজে পাই না।

যদি আপনার ego আমার সাথে কথা বলে,
তবে আমার attitude আপনাকে উত্তর দেবে
ভিটামিন She এর অভাবে মরে গেলেও
কাউকে propose করবো না ।

সবাই সব কিছু পারে না,
যেমন সকাল বেলা আমার ঘুম থেকে ওঠা ।

 

বাবার পেশা কি সেটা ইম্পরট্যান্ট না?
তিনি একজন বাবা সেটাই বড় ব্যাপার।

নিজেকে নিজের কাছে প্রমান করো
অন্য কারো কাছে নয় ।

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২২

আমি অলস নই, just নিজেকে সময় দিচ্ছি
যারা মানুষকে রূপ দেখে বিচার করে,
তাদের মাকাল ফলের কথা মনে রাখা উচিৎ ।

 

আপনি যা নন, তার জন্য নিজেকে ঘৃণা করবেন না.

নিজের জন্য নিজে ভালোবাসুন। ”

 

” মানুষ তার জীবনের ভুল গুলি তখন,
বুঝতে পারে যখন একটি ভুলের জন্য ,
জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।”

 

“আমার চিন্তা বন্ধ করুন,
মানশিক ভাবে সুস্থ থাকুন।”

 

“আমার জিবনের মূল মন্ত্র,
“আপনি কি ভাবলেন তাতে আমার বাল ছেঁড়া গেছে”।”

 

“আমার সবচেয়ে ভালো বন্ধু হল আয়না।
কারন আমি যখন কান্দি সে তখন হাঁসে না।”

চাঁদ খুঁজতে গিয়ে আমি আঁধার খুঁজে পাই
সবার জন্য জ্যোৎস্না আছে আমার জন্য নাই।

 

মনের কথা মন-ই জানুক
নাই বা এলো ঠোঁটের কোণে
ইচ্ছে-আবদার-নালিশ
যত ছুঁয়ে থাক সব সঙ্গোপনে

 

এরা সুখের লাগি চাহে প্রেম
পরেম মেলে না
শধু সুখ চলে যায়
এমনই মায়ার ছলনা

প্রেমে পড়ে গেলে পাশে থাকুন মনে জায়গা নেই ।

 

আমি তোমারি বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।
Caption দেখার দরকার নেই DP দেখো

 

আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে!

“কাউকে আপন করে পাওয়া
প্রেম নয়, প্রেম হল আপন
জনের মনে জায়গা করে নেওয়া।”

“চলো, আমরা জীবনের পথটা
এক সাথে হেঁটে পার করি।
চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে
আমরা ভাগাভাগি করে নিব।”

বেস্ট ক্যাপশন বাংলা মনোভাব

“ভালোবাসা দিয়ে পরকে আপন
করা যায় আর সম্পর্ককে করে
তোলা যায় আরও অনেক গভীর”

“দুনিয়ার জন্য তুমি একটা
সাধারণ মানুষ, কিন্তু একটি
সাধারণ মানুষের কাছে তুমি
তার সম্পূর্ণ দুনিয়া।”

“জীবনের যুদ্ধ…
ঘৃণার মাধ্যমে নয়,
ভালোবাসা দিয়ে জিততে হয়।”

“একটি ছোট্ট আশা ভালোবাসার
জন্ম দেওয়ার জন্য যথেষ্ট।”

“সূর্যালোক ছাড়া ফুল
যেমন ফোটে না, ঠিক তেমন
ভালোবাসা ছাড়া জীবন কাটে না।”

রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের
আলো তুমি। মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি। আকাশ নয়
মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবে মিশে থাকবো তুমি আর আমি।

তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙ-এর ছবি,
তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসা শিউলি বকুল ফুল।

স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মতো থাকবো আমি শুধু তার
পাশে, যদি বলে সে আমায় ভালোবাসে।

লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিবো দেখা;
মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে
করব আলাপ। কষ্ট যখন মন
আকাশে তাঁরা হয়ে জ্বলবো পাশে।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।

জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি।
জানতাম না কাকে ভালোবাসা বলে,
শুধু শিখিয়েছ তুমি।

তুমি তোমার ইচ্ছামত আমাকে কাঁদাও,
তুমি তোমার ইচ্ছামত আমাকে কষ্ট দাও।
তুমি তোমার ইচ্ছামত আমাকে দূরে রাখো,
তবে আমাকে আমার ইচ্ছা মতো
শুধু তোমাকে ভালোবাসতে দিও।

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি

ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা দিয়ে যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।

একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য।
একটা ফুল ভ্রমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।

জমিদার হওয়ার জন্য কোন টাকা পয়সা লাগে না,
ঘুম থেকে একটু দেরী করে উঠলেই হয় ।

যদি গালি আবিষ্কার না হত,
অর্ধেক বাঙ্গালী হাই প্রেসারে মারা যেত ।

আমার আনন্দ গুলা হয়ত Made in china.
তাই বেশীদিন টিকে না ।

দুনিয়া থেকে বিশ্বাস তো সেদিনই উঠে গেছে,
যেদিন দেখি- মশা মারার কয়েলের উপর মসা বসে আছে ।

ক্যাপশন ফর ফেইসবুক বাংলা
ক্যাপশন ফর ফেইসবুক বাংলা

প্রেম কি ?
প্রেম হলো একটা পরীক্ষা
যেখানে পাশের চেয়ে বাঁশের হার বেশী ।

 

বাবাঃ তোর ফোনের লক টা খুলে দে তো !
আমিঃ ফিঙ্গার প্রিন্ট টা ভুলে গেছি ।

আমরা বাঙ্গালী,
কিন্তু ফোনের সেটিং বাংলায় করলে
কিছুই বুঝতে পারি না ।

 

জুতার দোকানে লিখা আছেঃ জুতা খুলে প্রবেশ করুন,
তাই আমি আর কাপড়ের দোকানে যাই নাই ।

বেস্ট ক্যাপশন বাংলা,

বাংলা শর্ট ক্যাপশন বন্ধু,

বাংলা শর্ট ক্যাপশন ২০২২,

বাংলা ক্যাপশন,

বাংলা শর্ট ক্যাপশন happy,

বাংলা শর্ট ক্যাপশন ফানি,

বাংলা শর্ট ক্যাপশন প্রকৃতি,

বাংলা শর্ট ক্যাপশন attitude,

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button