টেকনো মোবাইলের দাম কত

Rate this post

টেকনো মোবাইলের দাম কত

আসসালামু অলাইকুম বন্ধুরা আজকের আলোচনা হবে টেকনো মোবাইলের দাম নিয়ে । বর্তমানে বাংলাদেশে টেকনো ব্র্যান্ডটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর প্রধান কারন কম বাজেটের মধ্যে ভাল কনফিগার এর ফোন তৈরি করা । ২০১৭ সালের দিকে প্রথম বাংলাদেশের বাজারে আসে টেকনো । টেকনো এর প্রথম ফোন গুলোর দাম ছিল ৬০০০ থেকে ১৯০০০টাকার মধ্যে । পরবর্তীতে ব্র্যান্ডটি একটি বেশি দামে ফোন নিয়ে আসে বাংলাদেশের বাজারে । ২০২০-২১ সালেও বাংলাদেশের বাজারে টেকনো এর ভাল জনপ্রিয়তা ছিল ।

টেকনো মোবাইলের দাম বাংলাদেশে

২০২২ সালে বাজারে আসা নতুন কিছু টেকনো ফোনের মডেল নিয়ে কথা বলবো । বেশ কয়েকটি নতুন মডেল বাংলাদেশে লঞ্চ করেছে যেমন টেকনো পপ ৫ লাইট, টেকনো স্পার্ক ৮ আই, টেকনো কেমন ১৭ পি ইত্যাদি আরো রয়েছে যেগুলো নিয়ে নিচে আলোচনা করবো ।

Tecno Spark 8C । টেকনো মোবাইলের দাম ২০২২

এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচ ডি প্লাস আই পি এস এল সি ডি ডিসপ্লে । ওয়াটার ড্রপ নোচ ডিজাইন করা হয়েছে ডিসপ্লে তে । পিছনে ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেল এর এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল এর সাথে ডুয়াল এল ই ডি ফ্ল্যাশ রয়েছে । এই ফোনে আরো রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি র্যায়ম ।

টেকনো স্পার্ক ৮ সি ফোনের দাম

বাজারমূল্যঃ ১১৯৯০ টাকা

টেকনো স্পার্ক ৮ সি ফুল স্পেসিফিকেশন

ডিসপ্লে সাইজঃ ৬.৬ ইঞ্চি

ডিসপ্লে রেজুলেসনঃ ১২০০*১০৮০

রিয়ার ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল

র্যামঃ ৪ জিবি

স্টোরেজঃ ৬৪ জিবি

নেটওয়ার্কঃ ৪ জি

ব্যাটারিঃ ৫০০০ মিলি এম্পিয়ার

Tecno Pop 5 LTE । ২০২২ সালে টেকনো ফোনের দাম

টেকনো পপ ৫ লাইট এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি এর এল সি ডি নোচ ডিসপ্লে । পিছনের ক্যামেরা তে রয়েছে ৮ মেগাপিক্সেল সেন্সর এবং সামনে রাখা হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা । এই ফোনে চিপসেট ব্যবহার করা হয়েছে Unisoc SC9863A (28nm) । এই ফোনে র্যা ম রয়েছে ৩ জিবি এবং স্টোরেজ রয়েছে ৩২ জিবি । এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এ চলবে এই ফোনটি । ব্যাটারি রাখা হয়েছে ৫০০০ মিলই এম্পিয়ার এর সাথে ফাস্ট চারজার ।

টেকনো পপ ৫ লাইট ফোনের দাম

বাজারমুল্যঃ ৮৯৯৯ টাকা

টেকনো পপ ৫ লাইট ফুল স্পেসিফিকেশন

ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল

র্যামঃ ৩ জিবি এবং ২ জিবি

স্টোরেজঃ ৩২ জিবি

ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি

নেটওয়ার্কঃ ৪ জি

অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১

ব্যাটারিঃ ৫০০০ মিলি এম্পিয়ার

 

Tecno Spark Go । টেকনো মোবাইলের দাম ২০২২ বাংলাদেশে

টেকনো স্পার্ক গো ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে ২০২১ সালের ডিসেম্বার মাসের দিকে । তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে Turquoise Cyan, Atlantic Blue । এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি এইচ ডি প্লাস ডিস্প্লে । র্যা ম রয়েছে ২ জিবি এবং ৩২ জিবি স্টোরেজ রয়েছে । পিছুনের ক্যামেরা তে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল এবং এ আই লেন্স জাতে ছবি আরো সুন্দরভাবে ধরতে পারে ।

টেকনো স্পার্ক ৮ প্রো ফোনের দাম

বাজার মুল্যঃ ১৫,৪৯০ টাকা

টেকনো স্পার্ক ৮ প্রো ফুল স্পেসিফিকেশন

ডিসপ্লে সাইজঃ ৬.৮ ইঞ্চি

ফোনের রঙঃ Komodo Island and Interstellar Black

নেটওয়ার্কঃ ৪ জি

প্রসেসরঃ Mediatek Helio G85 (12nm)

সিপিইউঃ 2.0 GHz octa-core

গ্রাফিক্স প্রসেসরঃ Mali G52 GPU

র্যামঃ ৪/৬ জিবি

স্টোরেজঃ ৬৪ জিবি

অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১

পিছনের ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল

সামনের ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল

ব্যাটারিঃ ৫০০০ মিলি এম্পিয়ার

টেকনো মোবাইলের দাম কত
টেকনো মোবাইলের দাম কত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *