Technology

টেকনো মোবাইলের দাম

Rate this post

টেকনো মোবাইলের দাম

সুলভ মূল্যে দারুণ স্পেসিফিকেশন অফার করে টেকনো স্মার্টফোন সমানে সমানে প্রতিযোগিতা করছে শাওমি ও রিয়েলমি ফোনগুলোর সাথে। আমাদের দেশে টেকনো মোবাইলের দাম বাজেট রেঞ্জের মধ্যে হওয়ায় এগুলো দিন দিন ভাল জনপ্রিয়তা অর্জন করছে।  টেকনো মোবাইল ব্র্যান্ড বাংলাদেশের বাজারের চাহিদা ধরতে পেরেছে।

বাংলাদেশে পাওয়া যাচ্ছে টেকনোর স্পার্ক সিরিজ ও ক্যামেরা ফোকাসড ক্যামন সিরিজের ফোনগুলো। বাজারের সাথে তাল মেলাতে টেকনো বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এসব ডিভাইসের। আর এরই সাথে সাথে দেশের ক্রেতাদের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলছে ব্র্যান্ডটি। চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব টেকনো ফোনের দাম।

টেকনো স্পার্ক গো ২০২২ – Tecno Spark Go 2022

টেকনো স্পার্ক গো ২০২২ ফোনটির টেকনোর আরেকটি অসাধারণ বাজেট ফোন। দামে ১০হাজার টাকার কম হলেও ফোনটিতে কোনো ফিচারের কমতি রাখেনি টেকনো। একটি বাজেট ফোনে যে কয়টি ফিচার থাকা প্রয়োজন, তার সবগুলোই টেকনো স্পার্ক গো ২০২২ ফোনটিতে রয়েছে।

টেকনো স্পার্ক গো ২০২২ এর স্পেসিফিকেশন

ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
র‍্যামঃ ২জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

১০ টাকায় ৪০ মিনিট রবি

টেকনো স্পার্ক ৬ গো  এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্
  • টেকনো স্পার্ক ৮ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • টেকনো স্পার্ক ৮ প্রো এর দামঃ

  •  

    ৪জিবি ৬৪জিবি ১৪,৯৯০টাকা

৬জিবি ৬৪জিবি ১৫,৯৯০টাকা

টেকনো মোবাইলের দাম
টেকনো মোবাইলের দাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button