Technology

টেকনো মোবাইল দাম ৪ ৬৪

2/5 - (2 votes)

টেকনো মোবাইল দাম ৪/৬৪

টেকনো ব্র‍্যান্ড এর প্যুভয়র সিরিজটি হচ্ছে একটি জনপ্রিয় সিরিজ। আর এই সিরিজের কেবল একটি ফোনই পাওয়া যায় বাংলাদেশের বাজারে। ফোনটি হচ্ছে টেকনো প্যুভয়র ৪।

মাত্র 12 হাজার টাকা বাজেটের এই ফোনটিকে বলতে পারেন মাল্টিমডিয়া মনস্টার। কারন এটিতে ব্যাবহার করা হয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। তার সাথে ৭ ইঞ্চির বিশাল ডিসপ্লে।

বিশাল ডিসপ্লের এই ফোনটিকে রান করছে হেলিও পি২২ প্রসেসর। যা অবশ্যই কোনো শক্তিশালী প্রসেসর না। কিন্তু ফোনটিতে থাকা ৩ জিবি র‍্যাম এর সঠিক অপটিমাইজেশন, আপনার নিত্যদিনের যেকোনো কাজে যথেষ্ট ভাল পারফরম্যান্স করবে।

Tecno Pouvoir 4 এর স্পেসিফিকেশনঃ

টেকনো মোবাইলের দাম

ডিসপ্লেঃ ৭ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি২২
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
র‍্যামঃ ৩জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
টেকনো প্যুভয়র ৪ মোবাইলের দাম – ১১৯৯০টাকা
৯০০০ টাকার মধ্যে টেকনো মোবাইল – Tecno Spark 6 Go

Tecno Spark 6 Go । টেকনো মোবাইলের দাম ও ছবি

এটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২০ চিপসেট। তাছাড়া ফোনটির আকর্ষনীয় দিক হচ্ছে এর ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। এই ব্যাটারির জন্য চার্জ নিয়ে থাকতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্ত।

টেকনো স্পার্ক ৬ গো তে ক্যামেরা হিসেবে রয়েছে ১৩মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা।

আপনার বাজেট যদি হয় ১০ হাজার টাকা আর আপনি যদি হয়ে থাকেন একজন সাধারন ইউজার তাহলে আপনাকে বলবো এই ফোনটি বিবেচনায় রাখতে।

টেকনো মোবাইলের দাম কত

Tecno Spark 6 Go এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২০
ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
র‍্যামঃ ২জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো স্পার্ক ৬ গো মোবাইল এর দাম – ৮৯৯০টাকা

প্রতিটি ব্যান্ডেরই সবচেয়ে জনপ্রিয় একটি ফোন থাকে। একইভাবে টেকনোর ও একটি ফোন রয়েছে যেটি সবচেয়ে জনপ্রিয়। আর সেটি হচ্ছে টেকনো স্পার্ক ৬।
ফোনটির দাম প্রথম প্রথম ছিলো 15000 টাকার কাছাকাছি। পরে তা কমিয়ে 12 হাজারের কাছাকাছি আনে টেকনো। এর ফলে সবচেয়ে কম দামে বেশি স্টোরেজের ফোন হিসেবে পরিচিতি পায় ফোনটি।

আপনার বাজেট যদি হয় 12000 টাকার কাছাকাছি আর আপনি যদি খুঁজে থাকেন সবচেয়ে বেশি স্টোরেজের স্মার্টফোন তাহলে টেকনো স্পার্ক ৬ আপনার জন্য বেস্ট চয়েজ হতে পারে।

ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৮০। এজন্যই ফোনটি যেমন সামলাতে সক্ষম আপনার নিত্যদিনের কাজ, তেমনি সামলাতে সক্ষম ছোটখাটো গেমিং।

এজন্যই আপনার যদি পছন্দ থাকে টেকনো ব্র‍্যান্ড আর আপনি যদি খুঁজে থাকেন কম দামে ভালো গেমিং ফোন তাহলে আপনাকে বলবো ফোনটি একবার দেখে নিতে।

টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৫০০০মেগাপিক্সেল
টেকনো স্পার্ক ৬ মোবাইল দাম – ১২,৪৯০টাকা
টেকনো কোন দেশের কোম্পানি?
টেকনো মূলত চীনা কোম্পানি। চীনের শেনঝেন কর্তৃক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই হচ্ছে টেকনো। তবে এর মেইন কোম্পানি ট্রানজিশন হোল্ডিংস নামে পরিচিত। টেকনো সর্বপ্রথম প্রতিষ্টিত হয় ২০০৬ সালে৷ প্রতিষ্টিত হওয়ার পর থেকেই টেকনোর ফোনগুলো আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও ল্যাটিন আমেরিকাতে অনেক জনপ্রিয়।টেকনো ব্র‍্যান্ড নিজেই তৈরি করেছে এন্ড্রয়েড এর কাস্টম স্কিন, হাই ওএস (HiOS)। হাই ওএস মূলত কাস্টম এন্ড্রয়েড রম। আর টেকনো মোবাইলগুলো অপারেটিং সিস্টেমে এটিই ব্যবহার করে থাকে।

টেকনো মোবাইল দাম ৪ ৬৪
টেকনো মোবাইল দাম ৪ ৬৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button