নগদ ইসলামিক একাউন্ট কি
নগদ ইসলামিক একাউন্ট কি
নগদ ইসালামীক একাউন্ট একটি ইসলামিক সংস্করন বা ইসলামিক থিম । আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে হলে নগদ স্মার্টফোনের অ্যাপস এর মাধ্যমে তা করতে পারবেন । আর এই ইসলামিক অপশন চালু করলে আপনার একাউন্টে থাকা টাকার কোনো প্রকার লাভ পাবেন না । নগদ অ্যাপের ইসলামিক অপশনটি আপনি ছয় মাসের মধ্যে মোট পাঁচ বার চালু এবং বন্ধ করতে পারবেন।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের মানুষের ইসলামিক জীবনধারার সঙ্গে সংগতি রেখে গত তিন বছর ধরে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট, যা ডিজিটাল পদ্ধতিতে ইসলামিক অর্থব্যবস্থার নিশ্চয়তা দিয়ে আসছে।
নগদ ইসলামিক কি?
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর এ ইসলামিক অ্যাকাউন্টটি সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। “নগদ ইসলামিক” মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারবেন, যা তাঁদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করবে।
রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা
নগদ ইসলামিক একাউন্টের সেবাটি নিতে আগ্রহী গ্রাহকেরা খুব সহজেই তাঁদের নিয়মিত ‘নগদ’ অ্যাপকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন। সে ক্ষেত্রে নগদ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে ক্লিক করে, অ্যাকাউন্টের ধরন হিসেবে ‘নগদ ইসলামিক’ অপশনে ক্লিক করলেই চলমান অ্যাপটি ইসলামি অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।
নগদ ইসলামিক অ্যাপ
‘নগদ’ অ্যাপের রং সবুজ হলেই একজন গ্রাহক বুঝতে পারবেন, তাঁর অ্যাকাউন্টটি সফলভাবে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে। ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডেই বিনা মূল্যে অ্যাকাউন্টটির পরিবর্তন করে সব সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই “নগদ ইসলামিক” অ্যাকাউন্টের গ্রাহকেরা নিজের কষ্টার্জিত অর্থ এখানে সঞ্চয় করতে পারছেন। গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাঁদের যাকাত ও সব দান প্রদান করতে পারবেন। এ ছাড়া খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারবেন।
এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, “আমাদের দেশে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ব্যাপক চাহিদা রয়েছে। সেটি বিবেচনায় রেখেই তিন বছর আগে আমরা নগদ ইসলামিক অ্যাকাউন্ট চালু করি, যা ব্যাপক সাড়া পেয়েছে। এ সেবার প্রসারে আমরা আরও সচেষ্ট থাকব।”
নগদ এর ইসলামিক একাউন্ট /নগদ ইসলামিক অ্যাপ। আমাদের দেশে অধিকাংশ মানুষ মুসলিম এবং ধর্মভিরু । সুদকে ইসলামে হারাম করা হয়েছে । আমাদের সকলেরই উচিৎ মুসলিম হিসেবে ইসলামিক বিধি-নিষেধ মেনে চলা ।
বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ এই কথা মাথায় রেখেই নগদ কতৃপক্ষ প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা একাউন্ট চালু করেছে । নগদের ইসলামিক একাউন্ট নিয়ে আজকের আলোচনা ।
Realme V20 5G ডুয়েল ক্যামেরা
নগদ ইসলামিক একাউন্ট কি?
সবাইকে নগদ-এর ইসলামিক একাউন্ট/অ্যাপে স্বাগতম । আমাদের মাঝে অনেক মুসলমান ভাই-বোন আছেন, যারা তাদের জীবন-আচরণে ইসলামের বিধি-নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে চান । আর সে কারনে এই মুসলমান ভাই-বোনদের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করেই বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ” নিয়ে এসেছে নগদ ইসলামিক অ্যাপ বা নগদ ইসলামিক একাউন্ট ।
ইসলামিক দৃষ্টিকোণ বিবেচনা করে সুদবিহীন লেনদেনের জন্য ডাক বিভাগের মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা নগদ দিচ্ছে সুদ বিহীন ইসলামিক অর্থ ব্যবস্থা ।
একজন গ্রাহক নগদ একাউন্ট খোলার সময় ইসলামিক ক্যাটাগরিতে নগদ একাউন্ট খুলতে পারবেন । তাছাড়া নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে সাধারন নগদ একাউন্ট থেকে ইসলামিক নগদ একাউন্টে আপনার নগদ একাউন্টটি স্থানান্তর করতে পারবেন। উল্লেখ্য মোবাইল ব্যাংকি সেবাগুলোর মধ্যে একমাত্র “নগদ” এই সুবিধা দিচ্ছে । ইসলামী চিন্তাবিদদের মতে, নগদই একমাত্র ইসলামিক শরিয়াভিত্তিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ।
নগদ ইসলামিক একাউন্টের সুবিধা ও অসুবিধা
নগদ ইসলামিক একাউন্টে নরমাল একাউন্টের মতোই টাকা সঞ্চয় রাখা যায় শুধু মুনাফা লাভ করা যায় না । এ ছাড়া বাকি সকল সুযোগ-সুবিধা একই রকম থাকবে ।
যারা অর্থ সঞ্চয়ে মুনাফা নিতে আগ্রহী নন তাদের জন্য নগদ ইসলামিক একাউন্ট একটি খুবই সুবিধাজনক । আর যারা মুনাফা নিতে আগ্রহী তাদের জন্য শুধু নগদ একাউন্ট সুবিধা
নগদ ইসালামীক একাউন্ট একটি ইসলামিক সংস্করন বা ইসলামিক থিম । এখানে ইসলামিক শরিয়াহ ভিত্তিক লেনদেন পরিচালিত হয়।
আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টি ইসলামিক নগদ একাউন্টে পরিবর্তন করতে পারেন। আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক পরিবর্তন করতে হলে নগদ স্মার্টফোনের অ্যাপস এর মাধ্যমে করতে হবে।
নগদ অ্যাপের ইসলামিক অপশনটি আপনি ছয় মাসের মধ্যে মোট পাঁচ বার চালু এবং বন্ধ করতে পারবেন । অর্থাৎ আপনি ইচ্ছা করলে একাউন্টি শুধু নগদ একাউন্টে রাখতে পারবেন বা চাইলে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন।
নগদ ইসলামিক অ্যাপের যাবতীয় সুবিধা পেতে হলে ইসলামিক একাউন্ট চালু রাখতে হবে । নগদ গ্রাহকগণের বিদ্যমান একাউন্টের মর্যাদা, লেনদেনের সময়সীমা, প্রযোজ্য ফি নিয়মিত সাধারন একাউন্টের মতোই উপভোগ করতে পারবেন ।
নগদের হট লাইন নাম্বার
নগদ ইসলামিক একাউন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনারা নিজেরা নিচের হটলাইন নাম্বার এ যোগাযোগ করতে পারেন।নগদের পক্ষ থেকে গ্রাহককে শুধুমাত্র এর হটলাইন নাম্বার ১৬১৬৭ বা ০৯৬-০৯৬-১৬১৬৭ থেকেই যোগাযোগ করবে । গ্রাহক অফার সংক্রান্ত যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধাজনিত কারণে নিশ্চিত হবার জন্য নগদের হট লাইন নাম্বার ১৬১৬৭ কিংবা ০৯৬-০৯৬-১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন ।
আপনার চলমান ইসলামিক জীবনধারাকে আরো গতিশীল করতে এবং আর্থিক লেনদেনকে ইসলামিক নিয়মে পরিণত করার জন্য বর্তমান সময়ের একটি যুগ উপযোগী মোবাইল ব্যাংকিং একাউন্ট ” নগদ ইসলামিক একাউন্ট” ।