নগদ একাউন্ট দেখার নিয়ম কোড

Rate this post

Table of Contents

নগদ একাউন্ট দেখার নিয়ম কোড

তবে, নগদ একাউন্ট খোলাই তো শেষ কথা নয়। একাউন্ট তৈরির পর নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদ একাউন্ট দেখার কোড কত তা জানার পাশাপাশি নগদ ব্যালেন্স দেখা, লেনদেন করার উপায়, টাকা পাঠানো, বিল পেমেন্ট, রিচার্জ, ব্যাংক থেকে টাকা নিয়ে আসা থেকে শুরু করে নগদ একাউন্ট পিন ভুলে গেলে করনীয় কিংবা কাস্টমার সার্ভিস নেওয়ার পদ্ধতি সম্পর্কেও তো জানা জরুরী!

আপনি যখন প্রতিবর্তন পাঠক, তখন চিন্তার কোনো কারণ নেই। আপনার দুঃশ্চিন্তা লাঘব করতে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি আরো প্রাসঙ্গিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ইন-শা-আল্লাহ।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখা বলতে আমরা সাধারণ অর্থে একাউন্টের ব্যালেন্স জানাকেই বুঝি। বিকাশ এবং রকেটের আধিপত্য ভেঙ্গে কম খরচে নানা রকম নতুন সুবিধা নিয়ে আসায় নগদ এর উপর আস্থা বাড়ছে। Nagad ব্যবসা বৃদ্ধি ও নতুন গ্রাহক ধরতে আরো নতুন নতুন সেবা নিয়ে আসছে।

নগদে যেহেতু অনেক সার্ভিস পাওয়া যাচ্ছে, তাই nagad account দেখার নিয়ম বলতে শুধুমাত্র নগদে কত টাকা আছে অর্থাৎ, নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নয়।

নগদ একাউন্ট দেখার ২ টি নিয়ম

প্রথমত, USSD সিস্টেম: অর্থাৎ নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করে।
দ্বিতীয়ত, নগদ অ্যাপ দিয়ে একাউন্টে প্রবেশ করে।
বিস্তারিত (স্টেপ বাই স্টেপ) জানার আগে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক!

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্টও দুইভাবে খুলতে পারবেন। প্রথমত *167# ডায়াল করে, দ্বিতীয়ত, নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে।

১। NID বা ন্যাশনাল আইডি কার্ড ছাড়াই নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদের ডায়াল কোড *167# লিখে ডায়াল করুন (যে নাম্বারে নগদ একাউন্ট রয়েছে সেই সিম থেকে)
আপনার একাউন্ট নিরাপত্তার জন্য ৪ ডিজিটের পিন সেট করুন (সংখ্যায় যেমন, 3412)
পুনরায় একই পিন লিখে send অপশনে ক্লিক করুন।
এবার আপনার সামনে দুইটা অপশন আসবে
যদি একাউন্টে থাকা টাকা থেকে লাভ নিতে চান, তবে 1 লিখুন
লাভ নিতে না চাইলে 2 লিখে Send করুন
এবার আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ আসবে। ব্যাস, হয়ে গেল আপনার নগদ একাউন্ট!

২। নগদ অ্যাপ দিয়ে একাউন্ট খোলার পদ্ধতি

প্রথমে Nagad App ইনস্টল করে নিন
অ্যাপ ওপেন করলে নাম্বার দেওয়ার অপশান আসবে, আপনার মোবাইল নাম্বার লিখুন
এবার পিন দেওয়ার অপশন দেখতে পাবেন। চার ডিজিটের (সংখ্যা) পিন দিন
এবার আপনার কাছে একটি OTP আসবে, যা লিখে দিতে হবে
এনআইডি কার্ড এর দুইপাশের ছবি তুলুন
আপনার নিজের সেলফি তুলে জমা দিন
ব্যাস! হয়ে গেল আপনার নগদ একাউন্ট।
আপনি যদি প্রফিট নিতে না চান, তবে একাউন্টে লগইন করে My Nagad এ চাপ দিন, এবার Account type সিলেক্ট করে Islamic কর দিন।

বিকাশ ব্যালেন্স চেক করার নিয়ম 2022

নগদ একাউন্ট কোড *167#

বাংলাদেশের সকল নগদ একাউন্ট ব্যবহারকারীর নিশ্চয়ই স্মার্টফোন নেই। তাছাড়া নগদ অ্যাপ ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশান প্রয়োজন হয়। সেক্ষেত্রে ডাটা ব্যালেন্স না থাকলে ম্যানুয়ালি নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করে নগদ একাউন্টের ব্যালেন্স বা কত টাকা আছে তা দেখা থেকে শুরু করে নগদের সকল সার্ভিস নিতে পারবেন।

*167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করুন।
ডায়াল করার পর নিচের ছবির মতো একটি পেজ আসবে, যেখানে ৮টি অপশন রয়েছে।

নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম হলো *167# ডায়াল করা। অর্থাৎ, আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য নগদ কোড *167# ডায়াল করুন।
এরপর 7 লিখে Send অপশনে চাপ দিন।
নতুন অপশন আসার পর 1 লিখে Send বাটনে ক্লিক করুন।
Enter Pin অপশনে আপনার ৪ ডিজিটের পিন ইংরেজি অক্ষরে লিখে Send করুন।
ব্যাস, এবার আপনার নগদ একাউন্টে কত টাকা আছে তা সামনে চলে আসবে।

Nagad App দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট ম্যানুয়ালি (USSD) তে খুলে ফেলার পর কিংবা অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার পর যেকোনো সময় অ্যাপে লগইন করে নগদ একাউন্টের যাবতীয় তথ্য দেখা ও লেনদেন করতে পারবেন।

নগদে উপবৃত্তি টাকা দেখার নিয়ম

নগদ একাউন্টে আপনার কোন উপবৃত্তির টাকা ডিপোজিট হলে আপনার একাউন্ট নাম্বারে একটি মেসেজ আসবে। এরপর আপনার নগদ অ্যাপ অথবা নগদ ডায়াল কোড *167# ডায়াল করে উপরে উল্লিখত নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম অনুসরণ করে এখন কত টাকা আছে, তা জানতে পারবেন।

উপবৃত্তি হিসেবে আপনাকে কত টাকা নগদে পাঠানো হয়েছে তা দেখার জন্য নগদের লেনদেন হিসাব বা স্টেটমেন্ট দেখতে হবে।

*167# ডায়াল করে নগদ স্টেটমেন্ট দেখার নিয়ম

নগদ কোড *167# লিখে ডায়াল করুন
My Nagad অপশনের জন্য লিখে 7 সেন্ড করুন, এবং পরবর্তীতে
Mini Statement এর জন্য 2 লিখুন
এবার আপনার একাউন্ট পিন লিখলেই নগদ স্টেটমেন্ট দেখতে পারবেন।
নগদ অ্যাপ দিয়ে স্টেটমেন্ট দেখার নিয়ম
নগদ অ্যাপে লগইন করলে নিচের দিকে ৪ টি মেন্যু দেখতে পারবেন। যার মাঝে দ্বিতীয়টাতে রয়েছে ট্রাঞ্জেকশান (চিত্র ৩ দ্রষ্টব্য)। এই মেন্যুতে ক্লিক করলে কত টাকা নগদে এসেছে, এবং নগদ একাউন্ট থেকে কত টাকা কিভাবে খরচ হয়েছে বা কাকে কত টাকা সেন্ড করেছেন, সবকিছু দেখতে পারবেন।

কিভাবে নগদ একাউন্ট টাইপ চেঞ্জ (ইসলামিক) করবো?

নগদ ( ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ) অন্যান্য  করেছে একাউন্টের ধরনে।

এখানে সাধারণ এবং ইসলামিক দুই ধরনের একাউন্ট সেট করা যায়।

ইসলামিক একাউন্টে বেশ কিছু সেবা (যেগুলো ইসলামে নিষিদ্ধ যেমন: টাকা জমা রাখার বিনিময়ে সুদ) বন্ধ করে দেয়।

রকেট একাউন্ট খোলার পদ্ধতি

আপনিও যদি ইসলামে সত্যিকার অর্থে প্রবেশ করতে চান, তবে অবশ্যই একাউন্ট ধরন ইসলামিক করে নিন।

এজন্য ডানপাশের My Nagad মেন্যু সিলেক্ট করে Account type এ ক্লিক করে ইসলামিক করে দিন।

নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করবেন?

নগদ একাউন্টের পিন বা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার মোবাইল নাম্বার থেকে *167*8# ডায়াল করে ১নং অপশন (Forgot Pin) সিলেক্ট করুন।এরপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বার লিখে সেন্ড করুন।

অথবা, নগদ হেল্পলাইন নাম্বার ১৬১৬৭ নাম্বারে কল (যে নাম্বারে একাউন্ট আছে) করে কাস্টমার সাপোর্ট অফিসারের সাথে কথা বলুন।

তিনি আপনার নাম এবং ভোটার আইডি কার্ড নাম্বার জানতে চাইবেন। এরপর আপনার মোবাইলে একবার ব্যবহারযোগ্য পিন পাঠাবেন।

এবার *167*8# ডায়াল করে 2 নাম্বার অপশন (change pin) সিলেক্ট করে পাঠানো পিন দিয়ে send করুন। এবার আপনি নিজের পিন দিয়ে নগদ একাউন্ট পাসওয়ার্ড পুনরূদ্ধার করতে পারবেন।

নগদ পিন কিভাবে পরিবর্তন করবো?

*167*8# ডায়াল করে 2 নাম্বার অপশন (change pin) এ ক্লিক করে আপনার পুরাতন পিন দিয়ে send করুন, এবার নতুন পিন লিখে কনফার্ম করলেই পিন পরিবর্তন হয়ে যাবে।

নগদ লেনদেন সীমা বা একাউন্ট লিমিট

প্রতিদিন সর্বোচ্চ ৫ বার ক্যাশ ইন করা যাবে, টোটাল ৩০,০০০ টাকা।
একদিনে ৫০ বার Send Money করতে পারবেন, টোটাল ২৫,০০০ টাকা।
প্রতিদিন ৫০ বার মোবাইল রিচার্জ করা যাবে, সর্বমোট ১০,০০০ টাকা।
একদিনে ৫ বার ক্যাশ আউট করা যাবে, টোটাল ২৫,০০০ টাকা।

নগদ ক্যাশ আউট করার নিয়ম
নগদ ক্যাশ আউট করার নিয়ম

নগদ একাউন্ট কোড, নগদ একাউন্ট কোড ভুলে গেলে, রকেট একাউন্ট দেখার নিয়ম, নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম, নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস, নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম, নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম, নগদ মোবাইল একাউন্ট খোলার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *