Info

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

Rate this post

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু। নিজেদের অর্থায়নে নির্মিত এই সেতু নিয়ে রয়েছে সবার নানা কৌতূহল। এই সেতু থেকে বর্তমানে ভার্সিটি ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। তাই আজকে আলোচনা করব পদ্মা সেতু সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান নিয়ে। চলুন তবে দেখে নেওয়া যাক বেশ কিছু পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ এখান থেকেই।

তথ্য কাকে বলে – তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য

Google News Flow Now

১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫০ কিলোমিটার।

২.পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ৭২ ফুট।

৩.পদ্মা সেতুর নির্মাণ বাজেট কত?
উত্তরঃ ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা।

৪.পদ্মা সেতুর সড়কটি কত লেইন বিশিষ্ট?
উত্তরঃ ৪ লেইন।

৫. পদ্মা সেতু কয় স্তর বিশিষ্ট?
উত্তরঃ ২ স্তর বিশিষ্ট।

৬.পদ্মা সেতের দুই স্তরে কি কি রয়েছে?
উত্তরঃ উপরে ৪লেইন বিশিষ্ট সড়ক পথ ও নিচে রয়েছে রেল।

৭.পদ্মা সেতু কোন অঞ্চল কে সংযুক্ত করবে?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে।

৮. কয়টি জেলা কে সংযুক্ত করবে?
উত্তরঃ ২১ টি জেলা।

৯. পদ্মা সেতু কোন কোন এলাকাকে সংযুক্ত করবে?
উত্তরঃ মুন্সিগঞ্জ-শরিয়তপুর-মাদারীপুর ও লৌহজং।

১০.কোন কোন নদীর সংযোগ পয়েন্টে নির্মিত হয়েছে?
উত্তরঃ পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা-মেঘনা।

১১.পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?
উত্তরঃ ৪১টি

১২.পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তরঃ ৪২ টি।

১৩. পদ্মা সেতুর ২য় স্তরে কি আছে?
উত্তরঃ রেল লাইন।

১৪. পদ্মা,সেতুর ভায়াডাক্ট কত?
উত্তরঃ ৩.১৮ কিলোমিটার।

১৫. পদ্মাসেতু নির্মাণে কত কিলোমিটার নদী শাসন প্রয়োজন হয়েছে?
উত্তরঃ দুই পাড় মিলিয়ে প্রায় ১২ কি.মি।

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা

১৬. পদ্মা সেতুর ব্যয় কত?
উত্তরঃ ৩০হাজার ১৯৩.৩৯ কোটি টাকা।

১৭.পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?
উত্তরঃ ৮১টি।

১৮. পানি হতে সেতুর উচ্চতা কত?
উত্তরঃ ৬০ ফুট।

১৯.পদ্মা সেতু নির্মাণে কতজন প্রকৌশলি কাজ করেন?
উত্তরঃ ২৭ জন।

২০. কত জন শ্রমিক কাজ করেন?
উত্তরঃ ১৩ হাজার।

২১. পদ্মা সেতু নির্মাণে কোন কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়?
উত্তরঃ চায়না রেলওয়ে কোম্পানি।

২২.কাদের সাথে চুক্তি করা হয় কত সালে?
উত্তরঃ চীনের সাথে ২০১৪ সালে।

২৩. পদ্মা সেতু নির্মাণে কারা চুক্তি করে তা ভঙ্গ করে?
উত্তরঃ বিশ্বব্যাংক।

২৪. কত সালে চুক্তি করে?
উত্তরঃ ২০০৯ সালে।

২৫. চুক্তি ভঙ্গ করে কত সালে?
উত্তরঃ ২০১২ সালে।

২৬. কখন পদ্মা সেতু উদ্ভোদন করা হবে?
উত্তরঃ ২০২২ সালের ২৫ জুন।

২৭. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ ৩৮২ ফুট।

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু , পদ্মা সেতু a to z

২৮. প্রতিটি পিলারের জন্যে কয়টি পাইলিং করতে হয়েছে?
উত্তরঃ ৬টি।

২৯. মোট কয়টি পাইলিং রয়েছে?
উত্তরঃ ২৬৪ টি।

৩০. পদ্মা সেতুতে কি কি থাকবে?
উত্তরঃ গ্যাস,বিদ্যুৎ এবং অপটিক্যাল ফাইবার লাইন।

৩১. নির্মাণের ধরণ কি?
উত্তরঃ দ্বি-স্তর বিশিষ্ট। সংক্রিট ও স্টিল দ্বারা নির্মিত।

৩২. পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

৩৩.পদ্মা সেতুর নকশা,কে করেন?
উত্তরঃ ICOM এর নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের দল গঠন করা হয়েছিল তারাই করেন।

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা

৩৪. পদ্মা সেতু প্যানেলের সভাপতি কে?
উত্তরঃ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

৩৫. পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দলের সদস্য কত জন?
উত্তরঃ ১১ জন।

৩৬.কে পদ্মা সেতু উদ্ভোদন করবেন?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button