বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট
বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট
বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইটবর্তমান সময়ে এদেশের তরুণ-তরুণীদের কাছে সবথেকে আলোচিত বিষয়টি হচ্ছে ফ্রিল্যান্সিং । দক্ষিণ এশিয়া তথা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে একটি প্রত্যাশিত নাম ফ্রিল্যান্সিং । আমাদের দেশে ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তাভাবনা খুব বেশিদিনের নয় ।
কিন্তু এরই মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন । ফ্রিল্যান্সিং এর ব্যাপারে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক উৎসাহমূলক লেখালিখিও হয়েছে এবং হচ্ছে ।
ফ্রিল্যান্সিং বাংলাদেশ
লেখাপড়া শেষে বা লেখা পড়ার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যতের ক্যারিয়ার । ফ্রিল্যান্সিং এমনই একটি বিষয় যেটা বিশ্ববাজারের প্রায় বিলিয়ন ডলারের একটি বিশাল বাজার । উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে ।
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান সেই সুযোগটি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে । ফ্রিল্যান্সিংয়ে আমাদের দেশও খুব বেশি পিছিয়ে নেই । ফ্রিল্যান্সিংয়ের বিশাল বাজারের আমরাও কিছুটা হলেও অংশীদার ।
ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং হচ্ছে গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতাকেই ফ্রিল্যান্সিং বলে । ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই একজন ফ্রিল্যান্সার হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন ।
এখানে রয়েছে আপনার যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের কাজ বাছাই করার স্বাধীনতা । আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যান্সিং এ রয়েছে অভাবনীয় সম্ভাবনা । অনলাইনে প্রতিমুহূর্তে নতুন নতুন কাজ আসছে আর উন্মুক্ত হচ্ছে সম্ভাবনাময় আয়ের বিশাল দুয়ার ।
10000 টাকার ভিতরে ভালো ফোন
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ
ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন রকমের কাজ রয়েছে । এক বা একাধিক কাজের ক্ষেত্রে আপনি সফলভাবে নিজেকে একজন সেরা ফ্রিল্যান্সার হিসাবে তৈরী করে নিতে পারেন । তবে প্রথম দিকে আপনাকে একটু ধৈর্য ধারণ ও কাজ করে নিজেকে সফলভাবে ফ্রিল্যান্সিং জগতে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি নিতে হবে ।
নিম্নে ফ্রিল্যান্সিং এর কাজের ধরন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম……
- গ্রাফিক্স ডিজাইনিং
- ওয়েব ডেভেলপমেন্ট
- প্রোগ্রামিং
- ভিডিও গেম
- থ্রিডি এনিমেশন
- অ্যাপস ডেভেলপমেন্ট
- প্রজেক্ট ম্যানেজমেন্ট
- সফটওয়্যার বাগটেস্টিং
- একাউন্টিং, হিউম্যান রিসোর্স, লিগাল
- ইঞ্জিনিয়ারিং
- ফটোগ্রাফি
- ইন্টার্নেট মার্কেটিং/ডিজিটাল মার্কেটিং
- আর্টিকেল রাইটিং/কনটেন্ট রাইটিং
- ডাটা এন্ট্রি
- এডমিন সাপোর্ট
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- কাস্টমার সাপোর্ট
- কনসালটেন্সি ইত্যাদি
কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব
ইন্টারনেট থেকে কাজ করার চাহিদা দিন দিন বেড়েই চলেছে । নতুন প্রজন্মের অনেকেই ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে চান । কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব? এটি একটি কমন প্রশ্ন । তাই নতুনেরা প্রায়শই এই প্রশ্নটি করে থাকেন । এর উত্তর হচ্ছে অনলাইনে আয় করার জন্য যে মার্কেট প্লেসগুলো রয়েছে, যেমন – আপওয়ার্ক ডট কম, ফাইবার ডট কম, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ডট কম, গুরু ডট কম ইত্যাদি ।
এই সাইটগুলোতে প্রফাইল একাউন্ট খোলার বিশেষ পদ্ধতি রয়েছে । এই বিষয়ে জানতে চাইলে গুগল বা ইউটিউবের সাহায্য নিতে পারেন । একাউন্ট খোলা থেকে শুরু করে কাজ পাওয়ার আগ পর্যন্ত সব কিছু খুব সহজে জানতে পারবেন ।
বর্তমান জেনারেশনের মানুষরা নিজের বাসায় বসে ফ্রিল্যান্সিং এর কাজ করে স্বাবলম্বী হচ্ছে । বিশেষ করে তরুন প্রজন্ম চাকরির চিন্তা না করে freelancing এর মাধ্যমে unlimited income করছে । আপওয়ার্ক ডট কম, ফাইবার ডট কম, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ডট কম, গুরু ডট কম ইত্যাদি সাইটগুলোতে একটি একাউন্ট তৈরী করে সহজেই আয় করতে পারবেন ।
ফ্রিল্যান্সিং শেখার বই
বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং শেখার বিভিন্ন বই রয়েছে । এই বই সমূহ পড়ে আপনি ফ্রিল্যান্সিং-এর প্রথমিক ধারনা সহ যাবতীয় জানতে পারবেন । আপনাদের সুবিধার জন্য নিম্নে কিছু বয়ের তালিকা উল্লেখ করলাম । নিচের বইগুলো কিনে পড়তে পারেন বা অনলাইন থেকে PDF Download করেও পড়তে পারেন । বইগুলো হচ্ছে —–
ফ্রিল্যান্সিং ও ইন্টারনেট আয়
- ফ্রিল্যান্স গাইডলাইন – আল আমিন কবির
- ফ্রিল্যান্সিং গুরু – মোঃ ইকরাম
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা
- ইন্টারনেট থেকে আয় – ফ্রিল্যান্সার নাসিম
- অনলাইন আর্নিং – আইটি বাড়ি ডট কম
- হাবলুদের ফ্রিল্যান্সিং – জয়িতা ব্যানার্জী
- ফ্রিল্যান্সার ডট কম – মাহবুবুর রহমান
- ইল্যান্স গাইডলাইন – আল আমিন কবির
বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা কত
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) ২০২০ সালের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, বাংলাদেশে অন্তত ৬ লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই পেশার সঙ্গে জড়িত আছে । তবে তারা জানিয়েছে ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে অনলাইন লেবার সাপ্লাই কমেছে । আসলে বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা কত-এর সঠিক তথ্য কারও কাছে পাওয়া যায়নি ।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা
উপরোল্লিখিত কাজগুলো বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এর মাধ্যমে অর্থের বিনিময়ে করানো হয়ে থাকে । এই কাজগুলো যেখানে করানো হয় সেগুলোকে সাধারণত মার্কেটপ্লেস বলা হয় । নিম্নে পাঁচটি জনপ্রিয় মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করা হলো ।
আপওয়ার্ক ডট কম
ওডেক্স ছিল আপওয়ার্কের পুরাতন নাম । ওডেক্স ১৯৯৮ সালে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এর আইডিয়া নিয়ে অনলাইন মার্কেটে আসে । এরপর ২০০৩ সালে ওডেক্স প্রতিষ্ঠিত হয় । ওডেক্স প্রতিষ্ঠার পরপরই বিপুল জনপ্রিয়তা পায় । সারা বিশ্বের বহু ফ্রিল্যান্সার এখানে কাজ করা শুরু করে ।
২০১৫ সালে ওডেক্স এর নাম পরিবর্তন করে রাখা হয় আপওয়ার্ক । বর্তমান আপওয়ার্ক হলো ফ্রিল্যান্সিং কাজের জগতে একটি অন্যতম মার্কেটপ্লেস । আপওয়ার্ক মার্কেটপ্লেসে প্রায় ১৯ মিলিয়ন (১.৯ কোটি) ফ্রিল্যান্সার রয়েছে । পাশাপাশি ৫ মিলিয়ন (৫০ লক্ষ) ক্লায়েন্ট রয়েছে ।
আপওয়ার্ক এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । উপরোল্লেখিত কাজগুলো করার সুযোগ এখানে রয়েছে । আপওয়ার্কে সাধারণত ফিক্সড বা ঘন্টা চুক্তি রেটে কাজ করা যায় । আপওয়ার্ক এর পেমেন্ট আপনি পেওনিয়ার, পেপাল এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন ।
ভিভো মোবাইল কেমন
বিবু মোবাইল দাম কত
ফাইবার ডট কম
অনলাইন জগতে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার ডট কম । ফাইবার ২০১০ সালে তাদের যাত্রা শুরু করে । বলা চলে প্রতিদিনই এই মার্কেটপ্লেসের চাহিদা বেড়েই চলেছে । অনলাইনে ফাইবার মার্কেটপ্লেস এর কাজের সংখ্যা এতই বেশি যে, ফ্রিল্যান্সার কর্তৃক প্রতি ৫ মিনিটে একটি করে নতুন গিগ প্রকাশিত হয় । গিগ হল ফ্রিল্যান্সারদের কাজের দক্ষতার পরিচিতি ।
এই মার্কেটপ্লেসে আপনি সর্বনিম্ন ৫ ডলার এবং সর্বোচ্চ ১০ হাজার ডলারের কাজ পেতে পারেন । তবে এখানে আপওয়ার্ক এর মত ঘন্টা ভিত্তিক কাজের সুযোগ নেই । এখানে গিগ এর মাধ্যমে আপনি ক্লায়েন্টের অর্ডার নিয়ে কাজ করতে পারেন । ফাইবারে উপরোল্লেখিত কাজসহ বিভিন্ন কাজ করার সুযোগ রয়েছে । কাজ করার পর পেমেন্ট এর জন্য এখানে আপনি পেওনিয়ার, পেপাল অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন ।
পিপল পার আওয়ার
অনলাইন জগতে যতগুলো ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে তাদের মধ্যে পিপল পার আওয়ার অন্যতম । অনলাইন মার্কেটপ্লেস গুলোর সাথে পাল্লা দিয়ে পিপল পাওয়ার মার্কেটপ্লেসও এগিয়ে চলেছে । ফ্রিল্যান্সিং সাইট পিপল পার আওয়ার এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে । বর্তমানে এখানে প্রায় ১৬ লক্ষ এর অধিক ফ্রিল্যান্সার কাজ করছে । এই সাইটে সাধারণত ঘন্টা ভিত্তিক হিসাবে কাজ করানো হয় । ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা
তবে পিপল পার আওয়ারে কাজ পাওয়া বেশ কঠিন ব্যাপার । পিপল পার আওয়ার মার্কেটপ্লেসে আপনি যদি কাজ করতে চান প্রথমদিকে আপনাকে বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হবে । তবে আপনি মার্কেট এনালাইসিস করে যদি সঠিক প্রাইস এবং সার্ভিস দিতে পারেন তাহলে কাজ পাওয়াটা আপনার জন্য খুব বেশী কঠিন হবে না । অন্যান্য মার্কেটপ্লেস গুলোর মত এখানেও আপনি পেওনিয়ার, পেপাল অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন ।
ফ্রিল্যান্সার ডট কম
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকাফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে অন্যতম আরেকটি সাইট । ফ্রিল্যান্সারদের কাছে এই সাইটটি বেশ জনপ্রিয় । আপনি অন্যান্য মার্কেটপ্লেস গুলোর মতো এখানেও উপরোল্লিখিত কাজগুলো করতে পারবেন । ফ্রিল্যান্সার ডট কম ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করে ২০০৯ সালে । এই মার্কেটপ্লেসে বর্তমানে প্রায় ৩.৩ কোটি ফ্রিল্যান্সার রয়েছে । পাশাপাশি ক্লায়েন্টের সংখ্যাও অনেক বেশি ।
আপনি যদি ফ্রিল্যান্সিং সাইটে আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে ফ্রিল্যান্সার ডট কম মার্কেটপ্লেসকে বেছে নিতে পারেন । এই মার্কেটপ্লেস থেকেও আপনি পেওনিয়ার, পেপাল অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন
গুরু ডট কম
গুরু ডটকম মূলত একটি ইউএসএ/আমেরিকা ভিত্তিক ফ্রিল্যান্সিং সাইট । গুরু ডট কম এর যাত্রা শুরু হয় ২০০১ সালে । অন্যান্য মার্কেটপ্লেস গুলোর মত এটিও ফ্রিল্যান্সারদের কাছে বেশ জনপ্রিয় । এই মার্কেটপ্লেসে মূলত ভারতের ফ্রিল্যান্সাররা বেশি কাজ করে । ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা
বর্তমানে গুরু ডট কমে প্রায় ১৫ লক্ষের অধিক ফ্রিল্যান্সার কাজ করে থাকে । এই মার্কেটপ্লেসে আপওয়ার্ক এর মত ঘন্টা ভিত্তিক হিসেবে কাজ করা যায় । কাজ করার পর আপনি পেওনিয়ার, পেপাল এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ।
বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট, ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ, ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস