GSMARENAMobile BDTechnology

বাংলাদেশে vivo y12s এর দাম – Vivo Y12s (2021) ফোনের দাম

বাংলাদেশে vivo y12s এর দাম

5/5 - (1 vote)

বাংলাদেশে vivo y12s এর দাম

বাংলাদেশে vivo y12s এর দাম – Vivo Y12s (2021) ফোনের দাম এই সময় ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় চিনা স্মার্টফোন-মেকার Vivo আবারও একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানির সেই নতুন মডেলের নাম Vivo Y12s (2021)। এই ফোনের সবথেকে আকর্ষণীয় ফিচার্স হল, Qualcomm Snapdragon 439 প্রসেসর। 2020 সালেও এই একই ফোনের আর একটি মডেল লঞ্চ করা হয়েছিল, যাতে MediaTek Helio P35 প্রসেসর দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ভারতে Vivo Y12s (2020) ফোনটি সবথেকে বেশি বিক্রি হওয়া ফোনগুলির একটি। বাংলাদেশে vivo y12s এর দাম

উপায় মোবাইল ব্যাংকিং কোড – Upay Mobile Banking Code

Vivo Y12s (2021) ফোনের দাম

Vivo Y12s (2021) ফোনটি ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে 3,290,000 VND বা ভারতীয় মূল্যে প্রায় 10,500 টাকায়। এই দাম ধার্য করা হয়েছে ফোনটির 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের জন্য। এই ফোনের মোট দুটি কালার ভ্যারিয়্যান্টস রয়েছে। সেই দুটি হল আইস ব্লু এবং মিস্টিরিয়াস ব্ল্যাক। মনে করা হচ্ছে, এই ফোনের বিশেষ 2021 ভ্যারিয়্যান্টস খুব শিগগিরই ভারতে লঞ্চ করা হবে। তবে Vivo Y12s (2020) মডেলটি এখনও ভারতে খুবই জনপ্রিয় এবং দাম মাত্র 9,999 টাকা। এই মডেলটি লঞ্চ করা হয়েছিল মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। সেগুলি হল – 3GB RAM + 32GB, 4GB RAM + 32GB এবং 4GB RAM + 128 GB স্টোরেজ।

বাংলাদেশে ভিভো y20 মূল্য

Vivo Y12s (2021) ফিচার্স ও স্পেসিফিকেশনস – (Vivo Y12s 2021 Features And Specifications)

এই ফোনে একটি 6.51 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে HD+ রেজোলিউশন থাকছে। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি Android 11 বেসড FunTouch OS 11 দ্বারা চালিত। ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হয়েছে। বাংলাদেশে vivo y12s এর দাম

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon 439 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 3GB RAM-এর সঙ্গে। 32GB বিল্ট-ইন স্টোরেজ রয়েছে এই স্মার্টফোন। অত্যন্ত শক্তিশালী এবং বেশ বড় 5,000mAh ব্যাটারি এই ফোনের পাওয়ারের দিকটি নিশ্চিত করছে।

ফোটোগ্রাফি ডিপার্টমেন্টের দিক থেকে Vivo Y12s (2021) মডেলে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 13MP সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি। বাংলাদেশে vivo y12s এর দাম

পেডরোলো ওয়াটার পাম্প প্রাইস ইন বাংলাদেশ

ব্যাটারি অনেক ভালো পাশাপাশি ক্যামেরা মোটামুটি বলার মতো ভালো পাবেন। আপনার বাজেটের মধ্যে এই দামে Vivo Y12s এর চেয়ে ভালো ফোন আর নাও পেতে পারেন। প্রসেসর মোটামুটি এই বাজেটে চলার মতো। ফাস্ট চার্জার আছে যা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই বললেই চলে। নয়েস কনসোলেশন থাকবে। তারমানে আপনার সামনে কোলাহল বা হৈচৈ থাকলেও অপরপ্রান্তে শুনতে সমস্যা হবেনা। এই বাজেটে Vivo Y12s চেয়ে ভালো ফোন পাবেন না। তাই চাইলে কিনে ফেলতে পারেন। ফোনটি আপনার বাজেটের মধ্যে দূর্দান্ত একটি ফোন হবে। ব্যাটারি বেকাপ নিয়ে কোন চিন্তাই করতে হবেনা। বর্তমান বাজারের ফোনগুলা আগের ফোনের তুলনার ব্যাটারি সেকশনে অনেক আপগ্রেডেশন করা হয়েছে। তাই আপনি অনায়াসে ২-৩দিন চালাতে পারবেন যদিনা আপনি কোনপ্রকার গেইম না খেলেন। আর গেমিং করলেও ১-২দিন চালানো যাবে। সেটা কোন গেইম খেলছেন সেটার উপর নির্ভর করবে। বাংলাদেশে vivo y12s এর দাম

বাংলাদেশে vivo y12s এর দাম

ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন বর্তমানে এই ফোনে সকল প্রকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Vivo Y12s স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। দীর্ঘক্ষন পাবজি বা ফ্রি ফায়ার গেইমস খেললেও তেমন একটা হিটিং হওয়ার সম্ভাবনা নেই। কারন এই ফোনটিতে রয়েছে বর্তমান বাজারের আপগ্রেডেশন প্রসেসর। বাংলাদেশে vivo y12s এর দাম

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Vivo Y12s মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।

ভিভো y12 দাম কত
ভিভো y12 দাম কত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button