বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা

Rate this post

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা আমাদের সব ছেলেদের একটা টেনশন যে আমাদের বন্ধুরা বা বান্ধবীর জন্মদিনে শুভেচ্ছা এলে তাকে কি লিখে শুভেচ্ছা জানাবো। টেনশন করার কিছু নেই আমাদের বেঙ্গালি মাস্তি তরফ থেকে তোমাদের জন্য বন্ধুরা বা বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সুন্দর সুন্দর এসএমএস আর উক্তি শেয়ার করলাম। যদি তোমাদের কোন শুভেচ্ছা ভালো লাগে কপি করে তোমাদের প্রিয় বান্ধবীকে শুভ জন্মদিন এ কামনা করতে পারেন।

র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

১. শুভ জন্মদিন প্রিয় বান্ধবি। জন্ম দিনের শুভেচ্ছাও শুভকামনা রইল তোমার জন্য। আজ একটি আনন্দের দিন। বরাবরের মতই তোমার জীবন আনন্দ, খুশি ও সফলকার পরিপূর্ণ হয়ে যাক। তোমার মত বন্ধু পেয়ে সত্যি খুব ভালো লাগে। জীবনে চলার পথে এমন করেই যেন চিরকাল আমাদের এই বন্ধুত্ব অটুট থাকে। জন্ম দিন সুন্দর ভাবে পালন করো সেই প্রত্যাশা রইল।

Google News Flow Now

২. প্রিয় বান্ধবি জন্ম দিনে৷ অনেক অনেক শুভেচ্ছা নিও। তোমার জন্ম দিন মানে তো আমার কাছের মানুষেরই জন্ম দিন। তাই অনেক ভালো লাগছে। তোমার জী্নে এই সুন্দর দিনটি শতবার ফিরে আসুক নানা রকম আনন্দ ও উদ্দীপনা নিয়ে। পরিবার পরিজন ও প্রিয় মানুষদের দিন সুন্দর সময় কাটাও। অনেক আনন্দ ও উৎসব করো। তোমার সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। অনেক সুখী হও জীবনে।

৩. প্রিয় বান্ধবি, জন্ম দিনে হাজার ফুলের শুভেচ্ছা ও আমার প্রাণঢালা ভলবাসা নাও। তুমি শুধু আমার বান্ধবি না আমার আরেকটি বোন। আমার পরিবারেরই একজন সদস্যের মত। জন্ম দিন খুব সুন্দর ও আনন্দময় হোক। তোমার মত বন্ধু পেলে সত্যি জীবন সুন্দর হয়ে যায়। আমার দেখা ভাল মানুষদের মধ্যে তুমি একজন। দোয়া করি সবসময় তুমি এমন হয়েই থেকো আমার পাশে। হ্যাপি বার্থডে টু ইউ আমার প্রিয় বান্ধবি।

৪. হ্যাপি বার্থডে টু ইউ বান্ধবি। আজ নাকি তোমার পৃথিবীতে আগমনের দিন। সত্যি এই সুন্দর মুহূর্তটি অনেক ভাললাগা ও আনন্দের। আজ তোমার জন্ম না হলে তোমার মত এত ভালো একটা সাথী পেতাম না।আমার সমস্ত সুখ ও দুঃখের সাথী তুমি। আমার বোনেরই মত। আমি চাই সারাজীবন তুমি এমন করেই আমার পাশে থেকে আমার ভাল মন্দের সঙ্গী হয়ে থাকবে। জন্ম দিনের অনেক অনেক শুভকামনা রইল।

৫. প্রাণ প্রিয় বান্ধবি জন্ম দিনের শুভেচ্ছা নাও। দিনের বেশির ভাগ সময় তোর সাথে কাটাই। তোর ভাল মন্দ সবকিছুর সাথে আমি জরিয়ে থাকি। এমনি করেই চাই সবসময় থাকতে। তুই আমার অনেক কাছের মানুষ। সবসময় আমার পাশেই থাকিস। আজ এই শুভ জন্মদিনে তোর জন্য প্রার্থনা করি জীবনে একজন ভালো জীবন সঙ্গী পাও আর সবসময় সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করো। অনেক অনেক শুভকামনা রইল।…..

quran র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

আমি কিন্তু জানি!
তোর ID Card এর মধ্যে বয়স কম দেয়া আছে।
সবাইকে বলে দিবো নাকি তোর আসল বয়স?
থাক, গোপন থাক,
সময় মতো কাজে লাগাবো।
শুভ জন্মদিন দোস্তো।…..

শুভ জন্মদিন বন্ধু।
দোয়া করি তুমি যেনো জল্লাদের মতো একটা সুন্দর বউ পাও।

আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না,
তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো।
কিন্তু পার্টি শেষ বিল টা তুই দিয়ে দিলেই হবে।
শুভ জন্মদিন বন্ধু।
আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।

তুমি তো অনেক চালাক!
আজকে যখন দেখা হয়েছিলো তখন তো বলোনি
যে আজকের তোমার জন্মদিন!
তাহলে তো আজকের খাবারের বিল
তোমার থেকেই আদায় করতাম।
এটা জমা থাকলো।
শুভ জন্মদিন বন্ধু, জমা থাকলো কিন্তু!

দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন!
সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো?
তুই কি sure যে আজকের তোর জন্মদিন!
ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!

দোস্ত, আমি কিন্তু তোর আসল বয়স জানি।
চিন্তা করিস না, কাউকে বলব না। শুভ জন্মদিন দোস্ত।

শুভ জন্মদিন বন্ধু!
আজকে বিরিয়ানি খাওয়া!
তরে দিমু আমি দোয়া,
তর বউ হইবো ভালা।
যদি কস পকেট ফাঁকা,
তাইলে করমু আমি দোয়া,
তোর বউ হইবো ঝাল।

দোস্ত! তোর গোপন তথ্য ফাঁস!
আজকে নাকি তুই জন্মদিনের
পার্টি দিতাছস! আমি সবাইরে খবর দিতাছি।

তুই আমার জানের জান,
প্রাণের প্রাণ, কলিজার টুকরা।
চিন্তা করিস না, propose করবো না,
জন্মদিনের wish করবো। শুভ জন্মদিন।

তুই একদিকে আমার বন্ধু আর
আন্যদিকে আমার ভাই।
তাই তো তোকে double অভিনন্দন,
জন্মদিনের double শুভেচ্ছা।

ইসলামী ব্যাংক একাউন্ট করার নিয়ম

বন্ধু তুই থাকলে আমার পাশে,
কঠিন রাস্তাটাও সহজে হয়ে যাবে।
সব সময় আমি থাকবো তোর পাশে,
ভুলেও কখনো তুই ছেড়ে যাস না আমাকে।
কামনা করে তোর সুন্দর জীবন,
জানাই তোকে জন্মদিনের অভিনন্দন।

আজকের এই বিশেষ দিনে,
এসেছিলে এই দুনিয়াতে।
জানাচ্ছি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা,
সুন্দর হোক তোমার জন্মদিন।

ফেসবুক তো আমাকে তোমার জন্মদিনের notication দয় নাই!
তাই তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেরি করে ফেললাম। শুভ জন্মদিন।

“শুভ জন্মদিন দোস্ত। ৫০০ টাকা ধার দিতে পারবি? তোরে জন্মদিনের উপহার দিবো।“

Kauke sara jibon kace pete chao Tahole prem diye nay ,
bondhutto diye Agle rakho,
karon prem akdin hariye jabe Kintu
bondhutto kono din o harabe na… happy birthday friend !!

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা

শুভ জন্মদিন তোমার।
দু’চোখ খুলে চেয়ে দেখো
আসছি আমি,গাইছি গান……………
তোমার জন্মদিনে।
নীল আকাশের সব নীল
লাল গোলাপের সব লাল ;
বেলী ফুলের শুভ্র সাদা
রংধনু’র রঙের ছটা।
চারিদিকে শান্তির গান
পাবে তুমি দীর্ঘ-জীবন।
এই দিনের আমার জমিনের
সব ফুল, সব ফল ;
দিলাম তোমায়, সব-ই দিলাম
দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, লক্ষ-কোটি গান……..।।।

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা বন্ধু,

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজি,

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক,

প্রিয় বান্ধবীর জন্মদিনের স্ট্যাটাস,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *