বিপিএল ২০২৩ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
বিপিএল ২০২৩ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অন্যতম দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, চিটাগাং কিংস এবং চিটাগাং ভাইকিংস নামে এর আগে বিপিএলের ৪টি আসরে অংশগ্রহণ করেছিলো বন্দর নগরীর এই দলটি |
আখতার গ্রুপের মালিকানাধীন চিটাগাং কিংস বিপিএলের দ্বিতীয় আসরের রানার্স আপ হয়েছিল। বিপিএলের এবারের অষ্টম আসরে শিরোপা জয়ের প্রত্যাশায় শক্তিশালী দল গঠন করেছে চট্টগ্রাম বিভাগের এই দলটি |
টেকনো পোভা ৪ দাম কত বাংলাদেশে – টেকনো পোভা ৪ বাংলাদেশে দাম কত ।
BPL 2023 Chattogram Challengers Squad
প্রসংত – আগামী ২১ শে জানুয়ারি থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অষ্টম আসরের, যেখানে প্লেয়ার্স ড্রাফট থেকে ইতিমধ্যে দেশী – বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জর্স সহ সবগুলো ফ্রাঞ্চাইজি শক্তিশালী দল গঠন করেছে,
BPL চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড বিপিএল 2023
হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে না সামনে 2023 সালে BPL বিপিএল খেলা আসতেছে আসলে আমরা কি জানি কোন দলে কোন প্লেয়ার আছে? আমরা খেলোয়াড়দের নাম আমরা অনেকেই জানি না। তাই আমি আজকে আমী নিয়ে এসেছি BPL বিপিএল BPL চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড বিপিএল 2023 প্লেয়ারদের নাম।
বিপিএল 2023 চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্ত: নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি: শরীফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মুকিদুল ইসলাম, রেজাউর রহমান, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।