GSMARENAMobile BDTechnology

ভিভো 4 64 দাম কত – vivo Y21 Price in Bangladesh

ভিভো 4 64 দাম কত

4.1/5 - (11 votes)

ভিভো 4 64 দাম কত

ভিভো 4 64 দাম কত ভিভো ওয়াই২১ ফোনটির পেছনে আছে Dual ক্যামেরা সেটআপ: ১৩ মেগাপিক্সেল, f/২.২, (মেইন), PDAF + ২ মেগাপিক্সেল, f/২.৪, (ম্যাক্রো) এছাড়াও ফোনটির সামনের দিকে থাকছে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল, f/২.০, (মেইন) ক্যামেরা। এই ফোনটি যথাক্রমে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ and User Interpress (UI) Funtouch ১১.১ এ চালিত। এ স্মার্টফোনটিতে Helio P৩৫ চিপসেট ও অক্টা-কোর (৪x২.৩৫ গিগাহার্জ Cortex-A৫৩ & ৪x১.৮ গিগাহার্জ Cortex-A৫৩) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ভিভো ওয়াই২১ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫১” ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন ৭২০ x ১৬০০ পিক্সেল, ২০:৯ রেটিও (~২৭০ প্রতি ইঞ্চিতে পিক্সেলের ঘনত্ব)। এ স্মাটর্ফোনে সংযুক্ত থাকছে ফিঙ্গারপ্রিন্ট (side-mounted), accelerometer, gyro, proximity, compass সেন্সরসমূহ। ভিভো ওয়াই২১ মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে Li-Po ৫০০০ এমএএইচ ব্যাটারি আর থাকছে ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা। এ ফোনটি বাজারে পাওয়া যাবে Diamond Glow, Midnight Blue রঙে। এছাড়াও থাকছে আর কিছু অন্যান্য ফিউচার যেমন ইউএসবি টাইপ-সি ২.০, ওটিজি ইত্যাদি। ভিভো 4 64 দাম কত

জাপানের এক টাকা বাংলাদেশের কত টাকা

মে মাসে লঞ্চ হয়েছিল Vivo Y3। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB + 128GB স্টোরেজ। এবার 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল এই ফোন। আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Vivo Y3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর MediaTek প্রসেসর। Vivo Y3 ফোনে থাকছে বিশেষ গেম কিউব মোড, আর ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।

Vivo Y3 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Vivo Y3 এর দাম 999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে Vivo Y3 এর দাম 1,498 ইউয়ান (প্রায় 15,200 টাকা)। একাধিক রঙে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Vivo Y3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 9.0 স্কিন। Vivo Y3 ফোনে থাকবে একটি 6.35 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek P35 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo Y3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Vivo Y3 ফোনের ভিতরে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Y3 ফোনের ওজন 190.5 গ্রাম।

Vivo V23 Pro 5G Launch Date:

বছর শুরুর সপ্তাহেই থাকছে চমক। ভারতে আগামী ৫ জানুয়ারি লঞ্চ হবে Vivo V23 5G সিরিজ। কোম্পানির দুই স্মার্টফোনের মধ্যে থাকছে Vivo V23 5G ছাড়াও Vivo V23 Pro 5G।

Vivo V23 Pro 5G Launch:

কোম্পানির তরফে দাবি করা হয়েছে, দেশে সবথেকে পাতলা 3D কার্ভ ডিসপ্লে স্মার্টফোন (7.36mm)হবে এই ডিভাইস। ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে ফোনের অফিশিয়াল টিজার। একটি ম্যাচ চলাকালীন Vivo V23 5G সিরিজের অফিশিয়াল টিজার ভিডিওটি দেখা যায়। যেখানে Coming Soon দিয়ে শেষ হয়েছে ভিডিয়ো। ভিভো 4 64 দাম কত

Vivo V23 5G Camera

অটো সাইটগুলোর মতে, V23 সিরিজ ভারতের ‘প্রথম 50MP আই অটোফোকাস ডুয়াল সেলফি ক্যামেরা’ সহ আসছে। যাতে একটি 8MP শ্যুটারও থাকবে। পাশাপাশি Vivo V23-তে পেতে পারেন 64 মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছাড়াও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ।

Vivo V23 5G Pro Colour :

Vivo এখনও হ্যান্ডসেট প্রকাশ্যে আনেনি। তবে বিভিন্ন সাইটে ঘুরে বেড়াচ্ছে Vivo V23 5G সিরিজের নানা রঙের ফোন। অফিশিয়াল প্রোমো অনুসারে, V23 ও V23 Pro সানশাইন গোল্ড ও স্টারডাস্ট ব্ল্যাক রঙের অপশনে পাওয়া যাবে।

পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

Vivo V23 5G Specs:

রিপোর্ট অনুযায়ী, Vivo V23 5G-তে MediaTek Dimensity 920 প্রসেসর পাওয়া যাবে। এছাড়াও ফোনে থাকবে 12 জিবি র‍্যামের সাথে 256 জিবি ইন্টারনাল মেমরি । ফোনে থাকবে একটি 6.44-ইঞ্চি ফুল HD ডিসপ্লে।

Vivo V23 Pro 5G Specs:

Vivo V23 Pro 5G-তে থাকছে MediaTek Dimensity 1200 চিপসেট। যাতে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল মেমরির অপশন পাবেন। এই হ্যান্ডসেটটি একটি 3D কার্ভড স্ক্রিন সহ আসতে পারে। যাতে দেওয়া হতে পারে 6.56-ইঞ্চি AMOLED ডিসপ্লে ।

Vivo V23 5G Price:

রিপোর্ট বলছে, Vivo V23 5G-র দাম 26 থেকে 29 হাজার টাকার মধ্যে হতে পারে। পাশাপাশি Vivo V23 5G Pro-র ফোনের দাম হতে পারে 37-40 হাজার টাকার মধ্যে। ভিভো 4 64 দাম কত

ভিভো 4 64 দাম কত
ভিভো 4 64 দাম কত

Vivo y20 বাংলাদেশে দাম কত 2022

ভিভো y20 এর দাম কত

ভিভো ওয়াই 20 দাম বাংলায় 2021 অফিসিয়াল 4-64

ভিভো y20 মূল্য 2022

ভিভো y12 দাম কত

Vivo Y21 দাম কত

ভিভো Y21 বাংলাদেশ প্রাইস কত

বাংলাদেশে vivo y21tএর দাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button