মন খারাপের বন্ধুত্বের কষ্টের sms
মন খারাপের বন্ধুত্বের কষ্টের sms
মন খারাপের বন্ধুত্বের কষ্টের sms পারলে কি করে এতো ব্যাথা দিতে আমাকে ফিরিয়ে দিলে নিসশ হাতে অচেনা মানুষ ভেবে এভাবে হারিয়ে যাবে একথা ভেবেয় কাঁদছি বৃষ্টি ভেজা সন্ধায় তোমার কথাই ভাবছি।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
** কান্নার জল সবাই দেখেহৃদয়ের কষ্ট কেও দেখেনা,পাওয়ার আনন্দ কিছুদিন থাকে.কিন্তূনা পাওয়ার বেদনা সারাজীবনএ ও ভুলা যায়না !
Google News Flow Now
** তোমার চলে যাওয়ারকথা ছিলোতুমি চলে গেছোআমার হারানোর কথা ছিলোআমি হারিয়েছিকিন্তু পার্থক্য শুধু এইটুকুআমাকে ভালোবেসে তুমি একটু সময় হারিয়েছোআর এই অল্প সময়েআমি আমারপুরা জীবনটাকে হারিয়ে ফেলে
** ঘুম থেকে উঠে প্রীয় মানুষ গুলোর কাছ থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা । বাট আমার মত হতভাগার জীবনে সেটা হল না ।
** আজ আমি বৃস্টিতে ভিজেছি আর মন খুলে কেদেছি___কেউ বুজতেই পারেনি যে আমার চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জল নাকি চোখের জল__তাই তো বৃস্টি এলেই আমি নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে___
** তোমাকে বলছি______আমার দেওয়া ভালোবাসা ফেরত দাও___তোমার দেওয়া কস্ট গুলো ফেরত নাও___তোমার দেওয়া সৃতি গুলো মুছে দিয়ে যাও___আমি মুক্তি চাই______
** আমি চাইলেই তোমার জীবনকে দুখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম____শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা পারিনি____কিন্তু তুমি পেরেছো কারণ তুমিতো আমাকে কখনো ভালোবাসনি____
** তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার জীবন থমকে দাড়িয়েছে____এমন তো কথা ছিলো নাতবে কেনো তুমি আমার সাথে এমন করলে?জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না____তবু ও বলবো ভালো থেকো____
** ভালোবাসি বলে দুচোখের জলে হারানো তোমাকে খুজিকস্টের মিছিলে_____তুমি চলে গেছোঅনেক দুরেএ মনের সীমানা ছেরে____
** জীবন থেকে যদিফেলে আসা দিন গুলোমুছে ফেলা যেতোতাহলে তোমার জন্যেআর কস্ট পেতে হতো না___আমি তোমাকে ছারাই সুখীহতে পারতাম___
** এখন আর আমিএকা নই____তুমি চলে গেছোতাতে কি হয়েছে?তোমার দেও য়া কস্টগুলো এখন আমারঘুম হীন রাতের সঙ্গী___
** আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না____জটিলতা ছিলো তোমার মনের ভিতরে____ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি____তুমি আমাকে ছেরে চলে গেছো____
** জীবন থেকে যদি,ফেলে আসা দিন গুলোমুছে ফেলা যেতো ..তাহলে তোমার জন্যেআর কস্ট পেতে হতো না ..আমি তোমাকে ছাড়াইসুখী হতে পারতাম …
** যদি মনের আকাশে মেঘ জমে তবে অসরু হয়ে ঝড়ে পরে,যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে……?
** তোমাকে হারানোর ভয়ছিলোএখন আমার আর সেইভয় নেই____কারন তুমি তো এখনআমার নওতুমি হারিয়ে গেছো আমারজীবন থেকে____এখন আরআমি তোমাকে হারানোভয় করি না____
** জীবনে প্রথম একজনআমাকে খুব ভালবেসে ফেলেছে ..সে নাকি আমাকে ছেড়ে যাবে না ..আমি ছাড়া সে নাকি মূল্যহীন ..আমাকে ছাড়া সে অর্থহীন ..আর সে হল”কষ্ট”
** এখন আর আমিএকা নই__তুমি চলে গেছোতাতে কি হয়েছে?তোমার দেও য়া কস্টগুলো এখন আমারঘুম হীন রাতের সঙ্গী___
** চোখ্ কাঁদলে বেরহয় লোনা পানি,হৃদয় কাঁদলে হয়রক্তক্ষরন।ভাগ্যিস এইরক্তক্ষরন টাকেউ দেখতে পায়না।তাই তো নীরবেরক্তক্ষরন সয়েযাচ্ছি .গভীর কষ্টেরকোনো শেষ নাই , নাইকোনো সীমানা ,আছে শুধু কষ্টের তীব্রতায় ধুঁকেধুঁকে নিস্বহয়ে যাওয়া।
** প্রতিটি মানুষ স্বপ্ন দেখে, কারো স্বপ্ন সত্য হয়, কারোটা হয়না । কিন্তু যখন এটা এমনি এমনি ভেঙ্গে যায়, তখন বেশী কষ্ট হয় না, কিন্তু যখন খুব কাছের মানুষ স্বপ্ন ভেঙ্গে দেয়, তখন নিজেকে সান্তনা দেওয়ার ভাষা খুজে পাওয়া যায় না
** পৃথিবীর অন্যতম দুর্লভ জিনিস হলো ভালোবাসা … আর যাই হোক, ওটা অত সহজে পাওয়া যায় না … হাজার হাজার মানুষের ভীড়েও তোমাকে কেউ একজন ভালোবাসে, ব্যাপারটা মোটেও সস্তা না … কিন্তু সেই মানুষটার প্রতি তোমার কোন অনুভূতি কাজ না করলে, নিশ্চিতভাবেই তার ভালোবাসাকে তোমার কাছে মূল্যহীন মনে হবে !! একমুখী ভালোবাসা বড্ড নিষ্ঠুর … একটা মানুষ দিনের পর দিন্ রাতের পর রাত কাঁদতে থাকে, কিন্তু সেই চোখের পানি অন্য মানুষটাকে একদমই স্পর্শ করে না … একটা মানুষ প্রতিদিন দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে যায় অন্য মানুষটার জন্য, অন্য মানুষটার কাছে সেই অপেক্ষার কোনই মূল্য থাকে না !! পরিণতি জেনেও কেউ কেউ ভুলতে পারে না, সরতে পারে না, আশা ছাড়তে পারে না … বুকের ভেতর জন্ম নেয়া ভালোবাসাটা একটা নিষ্পাপ শিশুর মত … যত যাই হোক, একবার জন্মে গেলে, তাকে কিছুতেই ফেলে দেয়া যায় না … ফেরত যেতে হবে জেনেও সে তাই বারবার ভালোবাসার মানুষটার দুয়ারে কড়া নাড়তে থাকে !! বড্ড স্বার্থপর মানুষ … সে অন্যের ভালোবাসা ফিরিয়ে দিতে ভালোবাসে … কিন্তু নিজে ভালোবাসা নিয়ে ফেরত যেতে একদমই ভালোবাসে না !!
র দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম
** মিতু ,,চলে তো গেলে !! যাওয়ার সময় একটুও ভাবলে না আমার কি হবে ? কিছুই বলিনি তোমাকে । আমায় তুমি শুধু ভুল ই বুঝেছো । তাতে আমার কোন দুঃখ নেই । আমি আজ পর্যন্ত কাউকেই সুখি করতে পারিনি । তোমাকেও পারিনি । কিন্তু তোমাকে অনেকটা ভালোবেসেছি ,অনেকটা । এতটুকু ভালোবাসার বিনিময়ে এই প্রতিদানটা কখনো আশা করিনি ।
** মিতু ,, মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমায় জান বলে ডাকতে..!!.. খুব ইচ্ছে হয়,, তোমায় জড়িয়ে ধরে বলি কেন তুমি আমাকে কষ্ট দাও …. খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে কাঁদতে… তোমায় অনেক ভালবাসি যদি কষ্ট ই দিবে তবে কেন মিথ্যে স্বপ্ন দেখাও আমায়??? কেন প্রতি রাতে তোমায় ভেবে আমায় কাঁদতে হবে আমার অপরাধ কি ছিল তোমায় সত্যিই অনেক ভালবাসি এটাই কি আমার অপরাধ..
** যদি হারিয়ে যাই তোমার অজান্তে, ভুল বুঝনা আমাকে … কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে … জানতে চেওনা কেন গেলাম দূরে ?? শুধু বলবো আসবনা আর ফিরে !!
** আজ যে মাটি আপনার পায়ের নিছে আছে. কাল হয়ত সেই মাটি আপনার উপরে থাকবে. একটু ভাবুন তো আমরা কী নিয়ে এত গর্ব করি. মানুষ কেন এত অহংকারী হয়..!!
** ভুল যেমনি মানুষকে সিখায়।তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।।
** কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজে ও কষ্ট পায়
** তুই তোর মত করে ভালবাসিস অন্য কাউকে, আজ আমি আমার থেকে মুক্তি দিলাম, স্বপ্ন নিয়ে যাস. অন্য আকাশে উড়ে দেখিস, সুখটা কাকে বলে? ক্লান্ত হলে ফিরে আসিস, আমার চেনা ঘরে. কখনো যদি চখের পাতা, ভিজে যায় জ্বলে, বুজতে পারবি পাঁজর ভাঙ্গার, কষ্ট কাকে বলে..!!
** কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন.. তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি,, আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।
** পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়।
** পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়।
** প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে, আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে- তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুয়ে যায়।
** আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না____জটিলতা ছিলো তোমার মনের ভিতরে____ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি____তুমি আমাকে ছেরে চলে গেছো____
** আকাশ ভরা দুঃখ আমার,, সাগর ভরা ঢেউ.. এত কষ্ট আমার বুকে,, দেখে নাতো কেউ.. দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,, কষ্ট দিয়ে আকি.. স্বপ্ন আমার ভেঙ্গে যায়,, আমি চেয়ে থাকি..!!
** পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয় , আকাশ ততোটা কাছে নয়. ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন মনে হয় , আসলে সে কখনো ততোটা আপন নয়.???
** “শূন্য_জীবন”
** অভিমানি এই জীবন কেন থামে না, কান্না ভরা এই মন কিছু জানেনা, কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা, আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা।
** বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনি যাবে হারিয়ে? কি করে বলো রবো একলা? ফিরে দেখো আছি দাঁড়িয়ে। কেন হঠাৎ তুমি এলে? কেন নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়ে ও হারানো যায় না মানা, বাঁচার মানে টা রয়ে যায় অজানা।
** অভিমানি এই জীবন কেন থামে না,কান্না ভরা এই মন কিছু জানেনা,কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা,আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা.
** বাগানের সব কলি হয় না তো ফুল , ক’জন বুঝতে পারে জীবনের ভূল, ভালবাসার সুখ নিয়ে কেউ সুখী হয়,সবাই যে সুখী হবে এমন তো নয়.
** একটি গাছে 2টি পাখি বেধে ছিল বাসা ” সে বাসাতে থাকবে বলে কৱে ছিল আসা ” হঠাত্ এক দিন ঝৱ এসে ভেঙগে দিল বাসা ” ” সে দিন থেকে ভেঙগে গেল আমাৱ ভালোবাসা”
** সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না । কিছু কথা কাউকে বলা যায়না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়…
** মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিসঅনেক দূরে, ভালোবাসি এই কথাটি,বলবো না আর তোরে…সুখে যদি থাকিস তুই, আসিস না আর ফিরে…
** স্বপ্নহীন মানুষেরকোন বর্ণ থাকে নাকিছু করার থাকে না,কিছু চাওয়ারথাকে না, কোথাওযাবার থাকে না,কিছু দেবারথাকে না, পাওয়ারথাকে না, কোন কষ্টথাকে না, কোন স্বপ্নথাকে না ।
** দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান, বেথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রান, মন যদি নৌকা হয় মাঝি হবে কে? সবাই যদি পর ভাবে আপন হবে কে?
** এক সময় তুমি আমারজীবনে ফুল ফুটানো ফাল্গুনছিলে। জোত্স্না ছড়ানো চাঁদছিলে। স্বপ্ন দেখানো রাতছিলে। কিন্তু এখন অশ্রুঝরানো বৃষ্টি হলে কেন???
** প্রিয়তমা….. নাহিদাকেমন আছো? হইতো আমাকে সেরে ভালোই আছো! কিন্তু আমি তোমাকে সেরে একদমি ভাল নেই । তোমার স্রিত্রি গুলো আমাকে প্রতিনিওতো কাঁদায় । ২০ টাকার একটি কার্ড কিনছিলাম তোমার সাথে কথা বলার জন্য সেই কার্ড টা ডয়ারের ভিতর এখোনো আছে ! তুমি আর কথা বললেনা তাই জত্ন করে রেখে দিসি ইতি তোমার…
** কখনোই বুঝলে না তুমি,আমার এই মনের কষ্ট গুলো ।তাতে বিন্দু মাত্র কষ্ট নেই আমার,সত্যি বলছি জমে থাকা কষ্ট গুলো খুব কাদাঁয় আমাকে ।একটাই আফসোস,কখনো দেখাতে পারবো না তোমাকে,কতো টা ভালোবেসেছি, ভালোবাসি, আর ভালোবাসবো চিরদিন ।
** তোমাকে হারানোর ভয়ছিলোএখন আমার আর সেইভয় নেই____কারন তুমি তো এখনআমার নওতুমি হারিয়ে গেছো আমারজীবন থেকে____এখন আরআমি তোমাকে হারানোভয় করি না____
** •• বেশীরভাগ মানুষইনিজেকে দুঃখী ভাবতে পছন্দকরে।•• যা কিছু মানুষকে কষ্ট দেয়,মানুষ তার পিছনেই ছুটে।•• যে তাকে ভালোবাসে মানুষতাকেইএড়িয়ে চলেএবং যে তাকে এড়িয়ে চলে মানুষতাকেই কাছে পেতে চায় কারণমানুষ কষ্ট পেতে ভালোবাসে…!!!
** বলেছিলে পিথিবীর সবকিছু বদলে গেলেও বদলাবেনা তুমি বোকার মতো সেই কথাটা bissash।করে ছিলাম আমি ।আজ পিথিবীর সব ঠিক আছে শুধু বদলে গেলে তুমি ।কেনো ।
অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড
** আমাকে ছাড়া যদি সুখি হতে পারো, তাহলে আর ফিরে এসো না।কিন্তু..,আমি হীনা তুমি যদি কষ্টে থাক,তবে ফিরে এসো আগের মতোই ভালোবাসবো তোমাই কথা দিলাম।
** ¤পৃথিবীতে কেউ কেউ এতোভাগ্যবান যে,মানুষকে অনেক কষ্ট দিয়ে ওনিজে ভালোবাসা পায় ।¤আর কেউ কেউ এতো হতো ভাগা যে,অনেক বেশি ভালোবেসে ওবিনিময় শুধু কষ্ট পেতে হয়।
** জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি।আর,সে জন্য তুমি আজ অনেক দূরে।কিন্তু, সে দিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে,যে দিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না।
** হাসি মুখে কথা বলি,সবার সাথে মিশে চলি,দুঃখ পেলে গোপন রাখি,সবায় ভাবে আমি সুখি,আসলে সুখি আমি নয়,আমার জীবন টা সুখেরঅভিনয় . .
** “মানুষ তখন কাঁদে,যখনমনের সাথে যুদ্ধ করেহেরে যায়।আপন পরহয়,স্বপ্ন ভেঙ্গেযায়,তখন বুকের চাপাকষ্ট গুলি চোখ্দিয়ে অস্রুহয়ে জ্বরে~~~~
** কাউকে এমনকথা বলো না ,পরে Sorry বলতে হয় ….এমন ভাবেদুরে সরিয়ে দিও না ,পরে miss করতে হয় ….এমন কস্ট দিও না পরে চোখের জলফেলতে হয়
** পৃথিবীর সবচেয়ে নির্লজ্জবস্তু হলো কষ্ট !যতই তুমি তাকে দূরে রাখনা কেনো , সে বার বারতোমার কাছে ফিরে আসবে !সুখের কথা আর কী বলব !সেতো বড়ই স্বার্থপর…….
** ভালবাসা হলো এমন একটি মায়া তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে,যত ভূলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে
** চাইলে তুমি হারিয়ে যাও রাজা হীন কোন রাজ্যে-জনশ্যূন কোন রাজ্যে..!
** রাজ্য হীন রাজা আমি,ঢেউ হীন নদী,তাই তো একা বসে নীরবে আমি কাঁদি।পথ হীন পথিক আমি,নৌকা হীন মাঝি,কষ্টের পাহাড় বুকে নিয়ে সব সময় হাসি।
** হয়তো সারা জীবন তোমাকে না দেখে,তোমার সাথে কথানা বলা থাকতে পারবোকিন্তুতোমার কথাচিন্তা করি না এমন কোনো মুহূর্ত নাই…
** হাতে একটা কাচেরগ্লাস নাও ।-নিয়েছি ।কাচেরগ্লাসটি মাটিতে ছুড়ে মারো ।-হ্যাঁ মেরেছি ।গ্লাসটি কি ভেংগেছে ?-হ্যাঁ ভেঙেছে ।ভাঙা গ্লাসটি কে বলতুমি দুঃখিত ।-হ্যা বলেছি ।গ্লাসটি কি আবারআগের অবস্থায়ফিরে গেছে ?-না কিছুকি বুঝতে পেরেছেন ?মানুষের মনে কষ্টদিয়ে সরি বললেইকষ্ট চলে যায় না ।
** একলা আমি…বড় একলা সময়…আধার যেনো এই মনের শহরবৃষ্টি ঝরে এই হৃদয় জুরে…সারা রাত-সারা দিন আর প্রতিটি প্রহর…
** ”বন্ধুত্বের পরিমাপ এর একক হলো ” বিশ্বাস ” …. একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের বন্ধুত্বের পাল্লা তত ভারী হবে. মোহাম্মদ ইসমাঈল হোসাইন।
** কেউ চায় না কাউকে ভুলতেকিন্তু সময় ভুলিয়ে দেয়কেউ চায় না কাউকে হারাতেকিন্তু সময় ভাগ্যতাকে ছিনিয়ে নেয়এই হল বাস্তবপৃথিবীতে যা চাইতা পেতে পেতে হারাই
** সুখ বলে দুঃখ রে তুই কান্দিস কেন বল?কার কারণে তোর চোখেতে আসে শুধু জল।দুঃখ বলে যারে নিয়ে বেধেঁছি আমি ঘর।তোমায় পেয়ে সে আমায় করে দিল পর…
** ভালোবাসা এক অদ্ভুদ অনুভূতি,যখন ছেলেটি বুঝে তখন মেয়েটি বুঝে না*যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না* যখন দুজনেই বুঝে তখন পৃথিবী বুঝে না ।
** আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম? বৃষ্টিতে ভিজে গেলো,আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেলো,নদীর পাড়ে লিখলাম?নদীর পানি ভাসিয়ে নিয়ে গেল,কিন্তূ যখনই হ্নদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে ।””হাবিব হাওলাদার তুসার””
** জীবনের প্রথম সম্পর্ক, অনেকআনন্দের। জীবনের প্রথম চাওয়াটা, অনেক দামি।জীবনের প্রথম ভালবাসা,অনেক সুন্দর। আর জীবনেরপ্রথম দুঃখ খুব কষ্টের।
** জগতে তারাই খুব বেশীকষ্ট পায়, যারা মানুষকেসরল মনে ভালোবাসে।বিনিময়ে তারা পায়, অনাদর,অবহেলা ও ঘৃণা। তাইজগতে কাউকে সরল মনেভালবাসতে নেই। এখানেসরলতা মানে, চরম দুর্বলতা।
** তুমি যদি না বুঝ।বুঝবে আমায় কে?তুমি যদি পর ভাব,আপন ভাববে কে?তুমি যদি কস্ট দাও,সুখ দিবে কে?তুমি যদি ভুলে যাও।মনে রাখবে কে?
** পথহারা পাখি কেঁদে ফিরি একা| আমার জীবন শুধু আধারে লেখা| বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে| আশ্রয় চাহি হায় বলো কাহার কাছে?
** নরম কাঁদা একবার পুরে যদি ইট হয়ে যায়,,এরপর যতই পানি ঢালা হোক না কেন,, তা আর গলেনা বরং ভারি ও শক্তিশালী হয়।মানুষের মনও ঠিক এ রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না….!!
** আকাশে ভাসে মেঘ, মেঘে ভাসে বৃষ্টি. আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি। আকাশ পেতেছে বুক শুন্য যে তার দেহ, মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ ।
** জীবনের প্রথম প্রেমের স্ম্ তি ,srite,কোনদিন ভোলা যায় না.দুঃখ পেলে মন ভেঙে গেলে কখনো জোরা লাগে না.যে ভালবাসে সে জানে তার মনের কি ব্য থা.প্র লয়ংকারী ঝড়ে ভাঙে তার দেওয়া কথা.তার দিকে নীরবতা কেন নেমে আসে,সুখ দুরে গিয়ে কেন,দুঃখকে কেছে টানে. মোঃ আঃ রহিম শেখ
** কষ্ট নিয়ে জীবন শুরু কষ্ট নিয়ে শেষ, কষ্ট কে ভালোবেসে কষ্টে আছি বেশ। কষ্ট নিয়ে সুখি আমি কষ্ট নিয়ে দুঃখি, কষ্ট গুলো বুকের মাঝে জমা করে রাখি।
** লোহার মত ; মনেও যদি একবার মরিচা এসে যায় তাহলে তা আর দূর করা যায় না ….বাড়ির ভিতর থেকে যেমন লোহা বের করা ঠিক করা যায় না তেমনি মনকেও আর স্থির করা যায় না ….
** কেন এসেছিলে মনের আঙিনায়? কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়? কেনই বা ভালবেসে ছিলে আমায়? আর আজ কেনই বা হারিয়ে গেলে, আমায় ফেলে দুর অজানায়….!
** কষ্ট দিচ্ছ, দিয়ে যাও। ঘৃণা করছো, করে যাও। কিন্তু , মনে রেখো, জীবন টা ছোট নয়। যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছো, তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দিবে।
** আমার কেন তোমায় শুধুদেখতে ইচ্ছা হয়,মনের চোখের জলশুকাইয়া কান্না চাপতে হয়,জলে আগুন পরবাসি বুকের ভিটায়,চোখেরদেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,তবু কেন তোমারতরে লাগে যে মায়া।মনে ভাসে সারা লগন তোমারই ছবি,তোমার লাগি বিবেক পুড়ি ছাই হলসবইজলে আগুন পরবা
** বৃষ্টি রে তুই আসবি কবে…? আমায় একটু বল…! তোর জন্য রেখেছিধরে আমার চোখের জল…! কাঁদবো আমি তখন,, তুই আসবি যখন…! খুঁজবে না কেউ আর আমার কান্নার কারন…!!
** তোমার চলে যাবার খুব বেশি কি তাড়া ছিল?এতো তাড়াতাড়ি তবে কেন গেলে?খুব বেশি কি তাড়া ছিল চলে যাবার,খুব বেশি কি তাড়া ছিল ভুলে যাবার?
** খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব,ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব_______ লাভার বল বন্ধু বল কেউ আপন নয়,ক্ষণীকের মেলামেশা সব ই অভিনয়____
** ♣ এখন আর স্বপ্ন আঁকি না দুচোখের কোণে………নেই কোন আশা আজ আমার পোড়া মনে……♣ এখন আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে………যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে…………♣ আজ তার সবটুকুই যে মুছে গেছে……তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে………♣ কষ্টের মায়া জালে হৃদয়টা হয়
** ভালোবাসার হাত বারালাম চেড়ে দিওনা.আপন ভেবে মন দিলাম আগাত করোনা”চোখের পাতায় স্বপ্ন বুনলাম আর স্বপ্নের মাঝে তোমায় রাখলাম ভুলে যেওনা.?
** এমন কাও কে ভালবাসবে না, যে ”ভালবাসা” কি এটাই জানে না। এমন কাও কে আপন করবে না, যে তোমাকে আপন করবে না। বন্ধু বানাও তাকে, যে তোমাকে গুরুত্ত দিতে জানে। ভালবাসার মানুষ/বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দুরে রাখা ভাল। ..…
** ভুলবোনা কোনদিন আমি তোমাকে,যত দুরে যাও তুমি ছেড়ে আমাকে,সারা জীবন ধরে তোমায় করব আমি স্মরন,তোমায় ভোলার আগে যেন হয় আমার মরন.
** কেন আমি মনে কষ্ট পাব কেনই বা, কাদবো,কারন আমি হারিয়েছি তাকেই যে আমাকে ভালবাসে না..কিন্তু সে হারালো এমন এক জন কে যে তাকে তার জীবনের চেয়েও বেশি ভালবাসে.আমাকে তুমি ভালবাস নি তাতে আমার কোন দুঃখ নেই.আমার দুঃখ শুধু এতটুকই যে তুমি আমাকে বুঝলে না
** দুই পাখির দুই মন”যদি হয় এক মন”দুই মনের একটি আশা”এর নাম ভালবাসা”ফুল ফুটে বাগানে”প্রেম হয় গোপনে”বাড়ির পাশে প্রেম করলে সুখ নেই কার জীবনে.
** ও”চাঁদ” তোমার মতো আমি ও একা। তোমার চার পাছে যেমন “মেঘ” আছে,তেমনি করে আমার চার পাছে আছে অজানা সব “কস্ট”, আমি বুজিনা জীবনটা কেন এমন?
** পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল ! যার ১% পানি এবং ৯৯% অনুভুতি !! হৃদয়হীন কার জন্য চোখের জল নষ্ট কর না কারণ সবাই এর মূল্য দিতে পারে না !!
** তুমি যখন কারো কাছথেকে বিদায় নিয়ে যাত্রা শুরুকরবে,তখন পেছনে ফিরে তাকাবে না ।পেছনে ফিরে তাকানোর অর্থহলোঃ মায়া নামক ভ্রান্তি কে প্রশ্রয় দেয়া ।___হুমায়ূন আহমেদ ।_
** কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল,, জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল? জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়,, কি করে সইবো বল এত কষ্টের ভীড়??
** হাসি সব সময় সুখের পরিমান বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন।
** মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দুরে,, ভালবাসি এই কথাটি বলবো না আর তোরে.. সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে,, না পাওয়া সুখ খুঁজে নিব কষ্টের ভিড়ে!!
** তোমার জন্য আমি আর কাঁদি না কাঁদলেও চোখের পানি ঝরে না, চোখের পানি ঝরলেও কষ্ট হয়না কষ্ট হলেও আমি আর তোমাকে ভালবাসিনা ।। ভালবাসলেও তোমাকে বলবো না জানি, বললেও তুমি শুনবেনা, শুনলেও, তোমার কিছুই আসে যায় না কারণ আমি আজ নিঃস্ব…বড়ই নিঃস্ব ।।
** আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে —! আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে —! আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে –! ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে —!
** কাউকে বেশি miss করো না”প্রেমে পড়ে যাবে —!কাউকে কষ্ট দিয়ো না”পরে নিজেই কষ্ট পাবে—-!কাউকে ভালোবেস না”হারিয়ে যাবে —!কাউকে পেয়ে ভুলে যেয়ো না”তা হলে সারাজীবন কষ্ট পাবে —
** চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,, কারন কি জানেন?? পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট…!!
** ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক,, এদের দুঃখ কেউ বুঝেনা..!!
** বুকের কষ্ট গুলো বুকে লুকিয়েই চলেযাব অনেক দূরে আর ফিরবোনা আম
** একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলাপথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;নিস্তব্ধ দ্রোহের মায়াজালেশূন্যতার প্রতিশ্রুতি তুমিঅন্ধকার, চারিদিকে অন্ধকার।
** কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নাই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥