রকেট একাউন্ট খোলার পদ্ধতি
রকেট একাউন্ট খোলার পদ্ধতি এই প্রশ্নের উত্তরে আসে, রকেট একাউন্ট হচ্ছে ডাচ্ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং শাখা । রকেট একাউন্ট খোলার পদ্ধতি মোবাইল ব্যাংকিং মানে হচ্ছে মোবাইলে ক্ষুদ্র পরিসরে ব্যাংকিং সুবিধা পাচ্ছেন খুব সহজে এবং ইচ্ছেমত ব্যবহার করতে পারছেন বা কন্ট্রোল করতে পারতেছেন ব্যাংকে না গিয়েই, শুধুমাত্র আপনার মোবাইল ফোনের সাহায্যেই!
রকেট একাউন্ট হচ্ছে ডাচ্ বাংলার একটি মোবাইল শাখা যেমনটা বিকাশের ব্রাকব্যাংক এবং উপায় এর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ।
কি কি সেবা পাবেন এই রকেট একাউন্ট?
এখন চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে এই রকেট একাউন্টে অর্থাৎ কি কি সেবা আপনি রকেট একাউন্টের মাধ্যমে পাবেন। রকেট একাউন্টের সুবিধাবলী:-
স্মার্ট কার্ড চেক – স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম এই লিংকে
- ক্যাশ ইন এবং ক্যাশ আউট সুবিধা:
ক্যাশ ইন এর মাধ্যমে আপনি এই সুবিধাটির দ্বারা খুবই নিরাপদের সাথে টাকা জমা রাখতে পারবেন । মূলত প্রসেসটা হচ্ছে টাকা ডিপোজিট করা। আর একইভাবে এই জমানো টাকা আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারবেন যেকোন রকেট এজেন্ট পয়েন্টের কাছে ক্যাশ আউট মাধ্যমে । - এটিএম বুথের মাধ্যমে উইথড্র:
আপনি চাইলে বা আপনার হাতের কাছে এটিএম বুথ থাকলে আরো সহজে এবং আরো কম খরচেই টাকা উইথড্র করতে পারবেন।রকেট একাউন্ট নাম্বার - মোবাইল রিচার্জ:
যেকোন সময় এবং যেকোন অবস্থায় আপনার নাম্বারে বা যে কারো নাম্বারে মোবাইলে টপ আপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন আপনার ইচ্ছায়! - সেন্ড মানি:
সেন্ড মানি করার মাধ্যমে আপনি আরেক রকেট ইউজারের কাছে টাকা পাঠাতে পারবেন নিরাপদভাবে খুব সহজেই! - বিল পেমেন্ট ও মার্চেন্ট পেমেন্ট:
আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের বিল যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি বিল পে করতে পারবেন খুব সহজেই। তাছাড়া বিভিন্ন মার্চেন্ট পয়েন্ট থেকে শপিং করে টাকা পে করতে পারবেন এই রকেট একাউন্টের মাধ্যমে! - ব্যাংক টু রকেট মানি ট্রান্সফার:
আপনি ব্যাংক থেকেও টাকা রকেট নিয়ে এসে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছেমত!
এসব গেলো রকেটের প্রধান সুবিধাবলী। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সঠিক পদ্ধতিতে একটি রকেট একাউন্ট খোলার মাধ্যমে আপনি উপরোক্ত সুবিধাগুলো নিতে পারেন।
জন্ম নিবন্ধন যাচাই ও আনলাইন কপি ডাউনলোড করার নিয়ম এই লিংকে দেখুন
একটি রকেট একাউন্টে রেজিস্ট্রশন করার জন্য কি কি লাগে?
রকেট একাউন্ট খুলতে খুলতে আপনার যা যা লাগবে তা হলো:
১. আপনার NID কার্ড বা স্মার্ট কার্ড
২. একটি ইন্টারনেট কানেশনযুক্ত স্মার্টফোন
এবং একটি একটিভ ফোন নাম্বার
রকেট একাউন্ট খোলার পদ্ধতিসমূহ:
বিভিন্ন উপায়ে নতুন রকেট একাউন্ট রেজিট্রেশন করা যায় । আপনি চাইলে রকেট অ্যাপ ব্যাবহার করে অথবা রকেট মোবাইল ব্যাংকিং মেনু থেকেও রকেট একাউন্ট খুলতে পারেন । আপনার লোকেশনের কাছাকাছি রকেট এজেন্ট পয়েন্ট বা রকেট গ্রাহক সার্ভিস পয়েন্টে গিয়েও রকেট একাউন্ট খুলতে পারবেন। অথবা *৩২২# ডায়াল করেও আপনি রকেট একাউন্ট খুলতে পারেন।
চলুন জেনে নেয়া যাক কিভাবে রকেট একাউন্ট খুলবেন।
- আপনি খুব সহজে *৩২২# ডায়াল করে রকেট অ্যাকাউন্ট খুলতে পারেন
তার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে সর্বপ্রথম *322 # ডায়াল করুন।