GSMARENAMobile BDTechnology

রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা

রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা

Rate this post

রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা

বাংলাদেশের বাজেট ফোনের বাজারে প্রতিযোগিতামূলক প্রাইসিং ও অসাধারণ স্পেসিফিকেশন অফার করে নিজেদের ফোনগুলোকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে রিয়েলমি। বিশেষ করে রিয়েলমির এন্ট্রি লেভেলের স্মার্টফোন বেশ অনবদ্য। এই পোস্টে রিয়েলমির সবচেয়ে কম দাম কয়েকটি ফোন সম্পর্কে জানবেন। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যেহেতু রিয়েলমি বাংলাদেশের বাজারে কিছুটা নতুন একটি ব্র্যান্ড, তাই অন্যান্য ম্যানুফ্যাকচারারদের মত রিয়েলমির আগের মডেলের ফোনগুলো বাজারে কম দামে পাওয়া যায়না। চলুন জেনে নেওয়া যাক বাজারে পাওয়া যাচ্ছে রিয়েলমির এমন কম দামি কয়েকটি ফোন সম্পর্কে।

রিয়েলমি সি৩ – Realme C3

দেশের বাজারে আসার পর কম দাম ও অসাধারণ পারফরম্যান্স এর মাধ্যমে বাজেট গেমারদেরকে রীতিমত পটিয়ে ফেলেছিলো রিয়েলমি সি৩। ফোনটি বর্তমান সময়েও কাছাকাছি কিছু কিছু ফোনের চেয়ে প্রতিযোগিতায় বেশ এগিয়ে থাকবে। রিয়েলমি সি৩ এর দাম প্রায় ১১হাজার টাকা, তবে বাজারে আরো কম দামেও ফোনটি পেয়ে যেতে পারেন।

Realme V20 5G ডুয়েল ক্যামেরা

রিয়েলমি সি৩ ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। এখন পর্যন্ত এই দামে অন্য কোনো ফোন হেলিও জি৭০ প্রসেসর প্রদান করতে পারেনি। তাই ১১হাজার টাকার মধ্যে রিয়েলমি সি৩ এর চেয়ে অধিক পারফরম্যান্স এর কোনো ফোন বাজারে নেই বললেই চলে।

৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজের রিয়েলমি সি৩ ফোনটিতে ৬.৫ইঞ্চির ডিসপ্লে থাকছে। ফোনটি মূলত গেমারদের জন্য তৈরী, আর দাম বিবেচনায় ফোনটির ক্যামেরা থেকে আহামরি কিছু আশা করা বোকামি হবে। রিয়েলমি সি৩ ফোনটিতে ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার পাশাপাশি ৫মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ফোনটিতে যা থেকে গেমিং বা সাধারণ ব্যবহারে বেশ ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব।

রিয়েলমি সি১১ – Realme C11

এবার কথা রিয়েলমির আরেক বাজেট কিং ফোন, রিয়েলমি সি১১ সম্পর্কে। উল্লেখ্য যে এখানে আমরা রিয়েলমি সি১১ মডেলের কথা বলছি। রিয়েলমি এর সি১১ ২০২১ নামে আরেকটি মডেল রয়েছে, আমরা এখানে উক্ত ডিভাইসের কথা বলছি না। ফেরা যাক রিয়েলমি সি১১ এর আলাপে।

রিয়েলমি সি১১ ডিভাইসটির স্পেসিফিকেশন ও দাম বিবেচনায় আবারো বাজারের অন্যান্য ফোনকে হারিয়ে দিয়েছে। ৬.৫ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে ফোনটিতে যা এই দামে অকল্পনীয় বলা চলে।

রিয়েলমি সি১১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি১১ এর দাম ৮,৯৯০টাকা

নগদ একাউন্টে 200 টাকা বোনাস নিন (যত খুশি তত বার)

রিয়েলমি সি২০এ – রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন

রিয়েলমি সি১১ এর একই দামে পাওয়া যাবে আরেকটি রিয়েলমি ফোন, রিয়েলমি সি২০এ। এই ফোনটির দাম একই হলেও ক্যামেরা ফিচারে কিছুটা পরিবর্তন রয়েছে। রিয়েলমি সি১১ এর ডুয়াল ব্যাক ক্যামেরার পরিবর্তে এখানে ৮মেগাপিক্সেল এর ক্যামেরা থাকছে। আবার ৫মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা একই থাকছে।

রিয়েলমি সি২০এ ফোনটিতে রিয়েলমি সি১১ এর ন্যায় হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। এমনকি ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এর ব্যাপারটিও দুইটি ফোনে একই থাকছে। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে রিয়েলমি সি২০এ তে। আবার দেখতেও রিয়েলমি সি১১ ও রিয়েলমি সি২০এ প্রায় একই। অর্থাৎ আপনি যদি রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন এর খোঁজে থাকেন, তবে আপনার জন্য উত্তর হবে রিয়েলমি সি১১ ও রিয়েলমি সি২০এ।

বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি বেশ জনপ্রিয়। সাশ্রয়ী দামে অসাধারণ সব স্মার্টফোন বাজারে ছাড়ার মাধ্যমে শাওমির সাথে বেশ ভালোই প্রতিযোগিতায় রয়েছে রিয়েলমি। বাংলাদেশের বাজারে প্রায় প্রতিটি প্রাইস রেঞ্জেই অফিসিয়ালি রিয়েলমির কোনো না কোনো ফোন পাওয়া যাচ্ছে। রিয়েলমি ফোনের দাম তাই একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন।

চলুন জেনে নেওয়া যাক ২০২২ সালে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব রিয়েলমি মোবাইল ফোনের দাম সম্পর্কে বিস্তারিত। এই তালিকায় রিয়েলমির সি লাইন-আপ, রিয়েলমি লাইন-আপ ও নারজো লাইন-আপের সকল অফিসিয়াল ফোন দামসহ দেওয়া রয়েছে।

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি সি২০এ

ফিচারস এর দিক দিয়ে রিয়েলমি সি১২ এর মতো একই ফোন হলেও রিয়েলমি সি২১ অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে এর ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের কারণে। সবচেয়ে কম দামে বেশি র‍্যাম ও স্টোরেজ অফার করায় ফোনটি অনেকের ভালো লাগতে পারে। আপনি যদি সাশ্রয়ী রিয়েলমি মোবাইল দাম জানতে চান তাহলে এটা একটা ভাল পছন্দ হতে পারে।

রিয়েলমি সি২১ ফোনের দাম

৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১০,৯৯০টাকা
৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১১,৯৯০টাকা

রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা
রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button