রিয়েলমি c3 দাম কত
রিয়েলমি c3 দাম কত
রিয়েলমি c3 দাম কত Realme C3 -তে নতুন ‘সাইরাইজ ডিজাইন’ ব্যবহার করেছে Realme। Realme 5i এর পিছনেও একই ডিজাইন ব্যবহার হয়েছিল। নীল ও লাল রঙে পাওয়া যাবে এই এন্ট্রি লেভেল স্মার্টফোন। এই ফোনের পিছনে একটি বিশেষ টেক্সচার ব্যবহার হয়েছে।
শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশে দাম
Realme C3 -তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ডিউ-ড্রপ নচ। এক হাতে এই ফোন ব্যবহারে সমস্যা হবে না। ফোনের পিছনে রয়েছে প্লাস্টিক ফিনিশ। ডান দিকে পাওয়ার বাটন ও বাঁ দিকে ভলিউম বাটন থাকছে। এই ফোনে একসঙ্গে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের নীচে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, স্পিকার গ্রিল আর মাইক্রো ইউএসবি পোর্ট।
Realme C3 স্পেসিফিকেশন
Realme C3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নতুন Realme UI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটারড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G70 চিপসেট 4GB পর্যন্ত RAM ও 64GB পর্যন্ত স্টোরেজ।
Realme C3 -র পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
Realme C3-র ভিতরে 5,000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে এক চার্জে 43.9 ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। নতুন এই এন্ট্রি লেভেল ফোনের ওজন 195 গ্রাম। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 2.4GHz Wi-Fi, USB OTG, Micro USB port, VoLTE, Bluetooth 5, GPS/Beidou/ Galileo/Glonass/A-GPS। রিয়েলমি c3 দাম কত
শাওমি রেডমি ৭ বাংলাদেশে দাম
Realme C3 পারফর্মেন্স ও ব্যাটারি লাইফ
লঞ্চের সময় Realme C3-এর দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। কম দামের এই ফোনের পারফর্মেন্সে আমাদের খুব বেশি প্রত্যাশা ছিল না। যদিও রোজের ব্যবহারে এই ফোনে কোন সমস্যা হবে না। রিভিউয়ের সময় এই ফোনে মসৃণ স্ক্রোল ও মাল্টিটাস্কিং চোখে পড়েছে।
দ্রুত কাজ করবে এই ফোনের ফেস রিকগনিশন। কম আলোতেও জলদি আনলক হবে। এই ফোনের উজ্জ্বল ডিসপ্লে দিনের আলোতে ব্যবহারেও সমস্যা হবে না।
Realme C3 -তে নতুন MediaTek Helio G70 চিপসেট ব্যবহার হয়েছে। AnTuTu বেঞ্চমার্কিংয়ে 192,187 স্কোর করেছে নতুন ফোনটি। যা Samsung Galaxy A51 ও Oppo F15 -এর থেকে অনেকটা বেশি। Geekbench 5 টেস্টে সিঙ্গেল-কোর টেস্টে 354 ও মাল্টি-কোর টেস্টে 1,260 স্কোর করেছে Realme C3।
উপায় মোবাইল ব্যাংকিং কোড – Upay Mobile Banking Code
এই ফোনে ডিফল্ট মোডে হাই গ্রাফিক্সে PUBG Mobile খেলা যাবে। যদিও এই গেম খেলার সময় নিয়মিত ফ্রেম ড্রপ হচ্ছিল। হাই সেটিংসে 15 মিনিট PUBG Mobile খেলার পর এই ফোন গরম হতে শুরু করে।