Info

শিওর ক্যাশ কোড

Rate this post

শিওর ক্যাশ কোড

শিওর ক্যাশ কোড হল *৪৫৭# । Sure Cash Ussd Code is *457#. এই ডায়াল কোর্টের মাধ্যমে আপনি খুব সহজেই শিওর ক্যাশ এর ব্যালেন্স চেক সহ অন্যান্য সেবা সমূহ রয়েছে সকল সেবা আপনি দেখতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটর থেকে শিওর ক্যাশ এর ডায়াল কোড আপনাকে ভিন্ন ভিন্ন ব্যবহার করতে হবে । তাই আপনাদের সুবিধার্থে আমি নিচে শিওর ক্যাশের ভিন্ন ভিন্ন কোডগুলি নিচে তুলে ধরেছি।

Sure Cash Dial Code Gp –  জিপি সিমে চেক করার কোড – *495# ।

এয়ারটেল সিমে চেক করার কোড – *257# অথবা *270#।

Sure Cash Code Robi –  রবি সিমে চেক করার কোড – *495# ।

Sure Cash Code Banglalink –  বাংলালিংক সিমে চেক করার কোড – *495# ।

টেলিটক সিমে চেক করার কোড – *375# ।

উপরে উল্লেখিত Sure Cash Code গুলি যখন আপনার সিম থেকে ডায়াল করলে তখনই শিওর ক্যাশ মোবাইল মেন্যু দেখতে পারবেন ( যদি আগে থেকে শিওর ক্যাশ একাউন্ট তৈরি করা থাকে) ।

 

শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম

শিওর ক্যাশ একাউন্ট দেখার জন্য আপনারা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন।

১. শিওর ক্যাশ একাউন্ট ইউএসডি কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করতে পারেন।

২. শিওর ক্যাশ মোবাইল অ্যাপস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন।

শিওর ক্যাশ একাউন্ট ইউএসডি কোড ব্যবহার করে ব্যালেন্স চেক

আমরা এখন জানব কিভাবে ইউএসডি কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করতে হয়।

ইউএসডি কোড ব্যবহার করলে বিভিন্ন সিমের জন্য যেমন গ্রামীন, বাংলালিংক, টেলিটক, রবি, এয়ারটেল একেকটি ইউএসডি কোড ব্যবহার করতে হয়। আমি আপনাদের সাথে এখন কোন সিমে কোন ইউএসডি কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করতে হবে সে বিষয়টি তুলে ধরবো।

আপনারা যারা গ্রামীণ / রবি/ টেলিটক গ্রাহক রয়েছেন তারা শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য যে ইউএসডি কোড ব্যবহার করবেন সেটি হল *375#

আপনারা যারা এয়ারটেল গ্রাহক রয়েছেন তারা শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য যে ইউএসডি কোড ব্যবহার করবেন সেটি হল *257#

আপনারা যারা বাংলালিংক গ্রাহক রয়েছেন তারা শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য যে ইউএসডি কোড ব্যবহার করবেন সেটি হল *495#

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

উপরে ইউএসডি কোড ব্যবহার করে কিভাবে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন এবং কোন সিমে কোন ইউএসবি ব্যবহার করে ব্যালেন্স চেক করবেন তা আলোচনা করা হয়েছে। আপনারা যদি পোস্ট মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন।

শিওর ক্যাশ মোবাইল অ্যাপস এর মাধ্যমে ব্যালেন্স চেক

উপরে আপনারা জেনেছেন কিভাবে ইউএসডি কোড ব্যবহার করে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। আপনারা যদি পোস্টটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়েন আশাকরি আপনারা একটু হলেও উপকৃত হবেন।

 

১. অ্যাপস এর মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট এর ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাদের শিওর ক্যাশ এর অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

২. এরপর এই অ্যাপ টি লগইন করতে হবে। অ্যাপটি লগইন করার সময় একটি পিন নাম্বার চাইবে সেই পিন নাম্বার দিলে আপনার অ্যাপসটি লগইন হবে

৩. লগইন করার পর ব্যালেন্স চেক একটি অপশন আসবে। ওই অপশনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন খুব সহজেই।

শিওর ক্যাশ কোড

অ্যাপস এর মাধ্যমে আপনার যদি ব্যালেন্স চেক করেন তাহলে খুব অল্প সময়ে আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন।

উপরে শিওর ক্যাশ কোড | Sure Cash Code আলোচনা করা হয়েছে। আপনারা যদি এই পোস্টটি পুরোপুরি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা যারা শিওর ক্যাশ একাউন্ট ব্যবহার করেন তাদের একটু হলেও উপকার হবে।

শিওর ক্যাশ কোড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button