সফটওয়্যার এর কাজ কি জানুন এখানে বিস্তারিত।

Rate this post

সফটওয়্যার এর কাজ কি

সফটওয়্যার এর কাজ কি সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল। সফটওয়্যার হল মূলতঃ একত্রিত করা কিছু নির্দেশাবলী যা হার্ডওয়ারকে বলে দেয়, কি করতে হবে, কিভাবে করতে হবে। আর সফটওয়্যার এর নির্দেশ অনুযায়ী হার্ডওয়ার প্রয়োজনীয় কাজ করে কম্পিউটারকে efficiently কাজ করতে সাহায্য করে। । মূলতঃ সফটওয়্যার বলতে অনেকগুলো জিনিস কে একসঙ্গে বোঝাই।

কম্পিউটারে বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে। তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা প্রতিদিন প্রয়োজন । যেমনঃ অফিস ট্যুলস অ্যাপলিকেশন, মাইক্রোসফট অফিস ট্যুলস ইত্যাদি। তাছাড়া, সফটওয়্যার এর মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য ভান্ডার , ডাটাবেজ ও প্রেজন্টেশন ইত্যাদি তৈরি করা যায় ।

৩ টাকায় ১০০ sms

সফটওয়্যার এর কাজ কি

সার্বিকভাবে কম্পিউটার পরিচালনার জন্য এক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলিকে বলা হয় অপারেটিং সিস্টেম। যেমনঃ মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস ইত্যাদি। অপারেটিং সিস্টেম সফটওয়্যারগুলি সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে কম্পিউটারকে কার্যক্ষম করে তোলে ।

ভোটার আইডি কার্ড চেক 2022 – ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

সফটওয়্যার এর গুরুত্ব

সফটওয়্যার ছাড়া বেশির ভাগ কম্পিউটারই অচল বা অকেজ। কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর সম্পর্ক অনেকটা মানুষের মস্তিষ্কের সাথে দেহের সম্পর্কের মতো। আমাদের দেহ যেমন মস্তিষ্কের নির্দেশ ছাড়া কিছু করতে পারব না, তেমনি সফটওয়্যার এর নির্দেশনা ছাড়া কম্পিউটার কোন কাজ করতে পারে না। তাই এক কথায় বলা যায় সফটওয়্যার এর গুরুত্ব অপরিহার্য।

সফটওয়্যার কত প্রকার ও কি কি
কম্পিউটার সফটওয়্যার প্রধানত ৩ প্রকার । যথাঃ

১। সিস্টেম সফটওয়্যার
২। এপ্লিকেশন সফটওয়্যার
৩। প্রোগ্রামিং সফটওয়্যার

ওয়ালটন মোবাইল দাম ২০২২

হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক

কম্পিউটার সিস্টেমকে সঠিকভাবে কাজ করার জন্য তার মধ্যে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলিকে একে অপরের সাথে মিলে মিশে কাজ করতে হবে। তা না হলে সেই কম্পিউটারটি কখনই সঠিকভাবে কোন কাজ করতে পারবে না। যদি কোন কম্পিউটারের সফটওয়্যার পরিবর্তন করে দেওয়া হয়া তাহলে কম্পিউটারের সিস্টেমে থাকা হার্ডওয়ার অন্যরকম কাজ করতে সক্ষম হবে।

সফটওয়্যার কি ? (what is software in Bengali)

সফটওয়্যার হল কম্পিউটার পরিচালনা এবং নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কিছু ইনস্ট্রাকশন (instruction), deta বা প্রোগ্রাম (program) । সহজ ভাষায় সফটওয়্যার কম্পিউটারকে বলে দেয় যে কিভাবে কাজ করতে হবে। সফটওয়্যার কে আপনারা চোখে দেখতে পারবেন না এবং স্পর্শ করতে পারবেন না কারণ সফটওয়্যার বিভিন্ন কোড এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ (computer language) দিয়ে তৈরি। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসে চালিত অ্যাপ্লিকেশন (application) স্ক্রিপ্ট (script) বা প্রোগ্রামের জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়।

সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার একেবারে অচল। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে এ ব্যাপারটি বুঝিয়ে দিই ওয়েব ব্রাউজার (web browser) হল একটি এপ্লিকেশন সফটওয়্যার আর এই ওয়েব ব্রাউজার ছড়া কিন্তু আপনারা আমার এই আর্টিকেলটি পড়তে পারতেন না অর্থাৎ সফটওয়্যার ছাড়া আপনি web browser এ কোন কিছু সার্চ করতে , কোন তথ্য পড়তে বা ডাউনলোড করতে পারতেন না। সফটওয়্যার কম্পিউটারের কত গুরুত্বপূর্ণ একটি component আশা করি এটি বুঝতে পারলেন।

সফটওয়্যার কত প্রকার ও কী কী (types of software in Bengali) :

চলুন তাহলে এবার বিস্তারিতভাবে সফটওয়্যার প্রকারভেদ আলোচনা করি । software প্রধানত তিন প্রকার

১. System Software (সিস্টেম সফটওয়্যার কাকে বলে) :
সিস্টেম সফটওয়্যার হল এমন এক ধরনের প্রোগ্রাম ইন্সট্রাকশন যা ব্যবহারকারী এবং হার্ডওয়্যার এর মধ্যে ইন্টারফেস (Interface) করে তোলে। System Software মূলত কম্পিউটার হার্ডওয়্যারের কার্যক্রম পরিচালনা করে। আপনার কম্পিউটারের মনিটর কিবোর্ড মাউস কেমন ভাবে কাজ করবে সব Information সিস্টেম সফটওয়্যার এর মধ্যে দেওয়া রয়েছে।

সফটওয়্যার এর কাজ কি
সফটওয়্যার এর কাজ কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *