সাধারণ জ্ঞান ২০২৩ MCQ – মুখস্থ করে ফেলুন।
সাধারণ জ্ঞান ২০২৩ MCQ – মুখস্থ করে ফেলুন।
১। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। সাধারণ জ্ঞান ২০২৩ MCQ
২। বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
৩।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
৭। সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
৮। বঙ্গবন্ধু ও বঙ্গ বইটি লিখেছেন শাবলু শাহাবউদ্দিন ।
৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।
১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
২২. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
২৫. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
Also read :সাধারণ জ্ঞান (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) প্রশ্ন এবং উত্তর ২০২২
২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়। পরিচালক– রেজওয়ান শাহরিয়ার।
২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
– ২০১৫-১৬
২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
– চীন।
২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.
৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই
২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।
৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
১০। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)।
১২। E-Sim=Embedded Subscriber Identity Module.
১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত।
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।
তাবাস্সুম নামের অর্থ কি
১। প্রশ্নঃ বাংলাদেশের আয়তন কত?
উত্তরঃ আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি:মি
২। প্রশ্নঃ বাংলাদেশে কত তারিখে নাম করন করা হয়?
উত্তরঃ বাংলাদেশ নামকরণ করা হয়: ১৯৬৯ সালের ৫ডিসেম্বর
৩। প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি?
উত্তরঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
৪। প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রীয় ইংরেজি নাম কি?
উত্তরঃ The people’s Republic of Bangladesh.
৫।প্রশ্নঃ বাংলাদেশে বিজয় দিবস কত তারিখে লাভ করে ছিলো?
উত্তরঃ বাংলাদেশে বিজয় দিবস লাভ করেছিলো: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর।
৬।প্রশ্নঃ বাংলাদেশে স্বাধীনতা শুরু হয় করে কত তারিখে?
উত্তরঃ বাংলাদেশে স্বাধীনতা শুরু হয়: ২৬ মার্চ ১৯৭১ সালে।
৭। প্রশ্নঃ বাংলাদেশ কোন দেশের সাথে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানের কাছ থেকে।
৮। প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত তারিখে?
উত্তরঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।
৯। প্রশ্নঃ বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ বাংলাদেশের রাজধানী নাম ঢাকা।
১০। প্রশ্নঃ বাংলাদেশের বানিজ্যিক রাজধানীর নাম কি?
উত্তরঃ বাংলাদেশের বানিজ্যিক রাজধানী নাম চট্টগ্রাম।
১১। প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি?
উত্তরঃ বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম: বাংলা (৯৮শতাংশ)।
১২। প্রশ্নঃ বাংলাদেশের মুসলমান, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও অন্যান্য ধর্মের হার কত?
উত্তরঃ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য (০.১৪%)।
১৩। প্রশ্নঃ বাংলাদেশের সরকার পদ্ধতি কি?
উত্তরঃ সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার।
১৪। প্রশ্নঃ বাংলাদেশের আইন সভা কি?
উত্তরঃ বাংলাদেশের আইন সভা হচ্ছে জাতীয় সংসদ।
১৫। প্রশ্নঃ স্থানীয় সময় কি?
উত্তরঃ স্থানীয় সময় হচ্ছে গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা।
১৬। প্রশ্নঃ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরনে স্থান কত?
উত্তরঃ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণের স্থান ২য়।
১৭। প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি কয়টি?
উত্তরঃ বাংলাদেশে মোট উপজাতি ৪৮ টি।
১৮। প্রশ্নঃ বাংলাদেশে সংসদের মোট আসন কতটি?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
১৯। প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কত বার?
উত্তরঃ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১১ বার।
২০। প্রশ্নঃ বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র কয়টি?
উত্তরঃ বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র ৪টি।
২১। প্রশ্নঃ বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি?
উত্তরঃ বাংলাদেশে আবহাওয়া স্টেশন ৩৫টি।
২২। প্রশ্নঃ এভারেস্ট জয়ী বাংলাদেশ কত তম?
উত্তরঃ এভারেস্ট জয়ী বাংলাদেশ ৬৭ তম।
২৩। প্রশ্নঃ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঔতিহ্য বাংলাদেশের কয়টি ও কি কি?
উত্তরঃ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ৩টি, ১।ষাট গম্বুজ মসজিদ, ২।পাহাড়পুর বৌদ্ধ ৩।বিহার ও সুন্দরবন।
২৪। প্রশ্নঃ বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশের প্রশাসনিক বিভাগ ৮টি। যথাঃ-
১। ঢাকা
২। চট্রগ্রাম
৩। বরিশাল
৪। সিলেট
৫। রংপুর
৬। রাজশাহী
৭। খুলনা
৮। ময়মনসিংহ
২৫। প্রশ্নঃ বাংলাদেশের জেলা কয়টি ও কি কি? (ইংরেজি ও বাংলায়)
কাকে ‘ফুটবলের রাজা’ বলা হয়
উত্তরঃ বাংলাদেশের জেলা ৬৪টি।
- যেমন:
01. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
02. Bandarban (বান্দরবন)
03. Barguna (বরগুনা)
04. Barisal (বরিশাল)
05. Bagerhat (বাগেরহাট)
06. Bhola (ভোলা)
07. Bogra (বগুড়া)
08. Chandpur (চাঁদপুর)
09. Chittagong (চট্টগ্রাম)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox’s Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulvibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Sylhet (সিলেট)
63. Tangail (টাঙ্গাইল)
64. Thakurgaon.(ঠাকুরগাঁও)
বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলদাতা কে
২৬। প্রশ্নঃ বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি?
উত্তরঃ বাংলাদেশে সিটি কর্পোরেশন ১২টি।
২৭। প্রশ্নঃ বাংলাদেশে পৌরসভা কয়টি?
উত্তরঃ বাংলাদেশে মোট পৌরসভা ৩২৮টি।
২৮। প্রশ্নঃ বাংলাদেশে উপজেলা কয়টি?
উত্তরঃ বাংলাদেশের মোট উপজেলা ৪৯২ টি।
২৯। প্রশ্নঃবাংলাদেশের মোট থানা কয়টি?
উত্তরঃ বাংলাদেশের মোট থানা ৬৫০ টি।
৩০। প্রশ্নঃ বাংলাদেশের ইউনিয়ন কয়টি?
উত্তরঃ বাংলাদেশের মোট ইউনিয়ন ৪৫৬২ টি।
৩১। প্রশ্নঃ বাংলাদেশ গ্রাম কতটি?
উত্তরঃ বাংলাদেশে গ্রাম ৮৭১৯১ টি।
৩২। প্রশ্নঃ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান৯৪ তম।
৩৩। প্রশ্নঃ বাংলাদেশের ভূ-কম্পন পর্যাবেক্ষন কেন্দ্র কয়টি?
উত্তরঃ বাংলাদেশের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র ৪ টি।
৩৪। প্রশ্নঃ বাংলাদেশে নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি?
উত্তরঃ বাংলাদেশে নদী বন্দরের জন্য সতর্ক সংকেত ৪টি।
৩৫। প্রশ্নঃ বাংলাদেশে সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি?
উত্তরঃ বাংলাদেশে সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত ১১টি।
৩৬। প্রশ্নঃ বাংলাদেশে উপকূলীয় জেলা কয়টি?
উত্তরঃ বাংলাদেশে উপকূলীয় জেলা ১৯টি।
৩৭। প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি।
৩৮। প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা কয়টি?
উত্তরঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা ৮টি।
৩৯। প্রশ্নঃ বাংলাদেশে জনসংখ্যায় বিশ্বে অবস্থান কত তম?
উত্তরঃ জনসংখ্যায় বিশ্বে অবস্থান ৮ম।
৪০। প্রশ্নঃ বাংলাদেশ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান কত?
উত্তরঃ বাংলাদেশ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান ৫ম।
৪১। প্রশ্নঃ বাংলাদেশ জনসংখ্যায় দক্ষিন এশিয়ার মধ্যে অবস্থান কত তম?
উত্তরঃ বাংলাদেশ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান ৩য়।
৪২। প্রশ্নঃবাংলাদেশ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান কত তম?
উত্তরঃ বাংলাদেশ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪র্থ।
৪৩। প্রশ্নঃবাংলাদেশ সীমান্তবর্তী দেশ কয়টি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশ সীমান্তবর্তী দেশ ২টি।যথাঃ১. ভারত ২.মায়ানমার।
৪৪। প্রশ্নঃ বাংলাদেশে আদমশুমারি হয়েছে কয়বার?
উত্তরঃ বাংলাদেশে আদমশুমারি হয়েছে ৫বার।
৪৫। প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা ছিল কতটি?
উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা ছিল ১১টি।
৪৬। প্রশ্নঃ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
উত্তরঃ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল ৪১টি।
৪৭। প্রশ্নঃ বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উত্তরঃ বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি।
৪৮। প্রশ্নঃ বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কয়টি?
উত্তরঃ বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা ৫৭টি।
৪৯। প্রশ্নঃ বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী কয়টি?
উত্তরঃ বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী ১টি (পদ্মা)
৫০। প্রশ্নঃ বাংলাদেশের সরকারী নোট কয়টি?
উত্তরঃ বাংলাদেশের সরকারি নোট ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
৫১। প্রশ্নঃ বাংলাদেশের ব্যাংক নোট কয়টি?
উত্তরঃ বাংলাদেশের ব্যাংক নোট ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
৫২। প্রশ্নঃ বাংলাদেশে শেয়ার বাজার কয়টি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশে শেয়ার বাজার ২টি ১,DSE ও CSE।
৫৩। প্রশ্নঃ বাংলাদেশের EPZ কয়টি?
উত্তরঃ বাংলাদেশের EPZ ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)।
৫৪। প্রশ্নঃ বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয় কয়বার?
উত্তরঃ বাংলাদেশে গনভোট অনুষ্ঠিত হয় ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
৫৫। বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষিত হয়েছে কয়বার?
উত্তরঃ বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষিত হয়েছে ৫বার।
৫৬। প্রশ্নঃ বাংলাদেশে উপজেলা নির্বাচন হয়েছে মোট কতবার?
উত্তরঃ বাংলাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট ৫বার।
৫৭। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি।
৫৮। প্রশ্নঃ বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর কয়টি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর ৬টি
- সিটিসেল
- গ্রামীণ ফোন
- রবি
- বাংলালিংক
- টেলিটক
- এয়ারটেল।
৫৯। প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কয়টি?
উত্তরঃ বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ ১৫৩টি।
৬০। প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে কত বার ?
উত্তরঃ সংবিধান সংশোধিত হয়েছে ১৭ বার।
৬১। প্রশ্নঃ বাংলাদেশের ব্যাংকের শাখা কয়টি ?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের শাখা ১০টি ।
৬২। প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা কত জন?
উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা ৬৭৭ জন।
৬৩। প্রশ্নঃ বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি?
উত্তরঃ বাংলাদেশের গ্যাস ক্ষেত্র ২৭টি।
৬৪।প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্রবন্দর কতটি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশের সমুদ্রবন্দর ৩টি।
- চট্টগ্রাম
- মংলা
- পায়রা
৬৫। প্রশ্নঃ বাংলাদেশের স্থল বন্দর কয়টি?
উত্তরঃ বাংলাদেশের স্থল বন্দর ২৩টি।
৬৬। প্রশ্নঃ বাংলাদেশের মোট মন্ত্রনালয় কয়টি?
উত্তরঃ বাংলাদেশের মোট মন্ত্রণালয় ৪১টি।
৬৭। প্রশ্নঃ বাংলাদেশের চা বাগান কয়টি?
উত্তরঃ বাংলাদেশের চা বাগান ১৬৬টি।
৬৮। প্রশ্নঃ বাংলাদেশের সরকারি টেলিভিশন কতটি?
উত্তরঃ বাংলাদেশের সরকারি টেলিভিশন ২টি।
৬৯। প্রশ্নঃ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ৪১টি।
৭০। প্রশ্নঃবাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কতটি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি।
এশিয়ান উইমেনস ইউনিভার্সিটি,(চট্টগ্রাম)এবং
ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, (গাজীপুর)
৭১। প্রশ্নঃবাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি?
উত্তরঃ সরকারি মেডিকেল কলেজ ৩১টি।
৭১। প্রশ্নঃবাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ১টি। => বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৭২। প্রশ্নঃবাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি?
উত্তরঃ ক্যাডেট কলেজ ১২টি।
- ছেলেদের জন্য ৯টি
- মেয়েদের জন্য ৩টি।
৭৩। প্রশ্নঃবাংলাদেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র কততম?
উত্তরঃ বাংলাদেশের জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৩৬তম।
৭৪। প্রশ্নঃবাংলাদেশের OIC এর সদস্য রাষ্ট্র কততম?
উত্তরঃ বাংলাদেশের OIC এর সদস্য রাষ্ট্র ৩২তম।
৭৫। প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি।
- ভারতের সাথে ৩০টি
- মায়ানমার সাথে ২টি রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে।
৭৬। প্রশ্নঃ বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তরঃ বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ মার্কিন ডলার বা ৩৫,৯০৪ টাকা।
৭৭। প্রশ্নঃবাংলাদেশের কবে কোন সংস্থা পারমানবিক বিদুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়?
উত্তরঃ বাংলাদেশকে ২৪ জুন ২০০৭ সালে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাপারমানবিক বিদুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়।
৭৮। প্রশ্নঃবাংলাদেশের ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তরঃ বাংলাদেশের ব্যাংকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৭৫ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
৭৯। প্রশ্নঃ বাংলাদেশের কতটি থানাকে মেডেল থানা হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ বাংলাদেশের ২৫ টি থানাকে মেডেল থানা হিসাবে ঘোষণা করা হয়েছে?
৮০। প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় কোনটি?
উত্তরঃ বাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় ময়মনসিংহের ভালুকায়।
৮১। প্রশ্নঃ বাংলাদেশের দ্রুততম মানব ও মানবি কে?
উত্তরঃ বাংলাদেশের দ্রুততম মানব মানবি হলোঃ
- মানব-সামসুদ্দিন
- মানবি-নাজমুন নাহার বিউটি।
৮২। প্রশ্নঃ স্বাধীনতা পুরুষ্কার ২০০৭ এ লাভ করে কে?
উত্তরঃ স্বাধীনতা পুরুষ্কার ২০০৭ এ লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী ও ব্র্যাক।
৮৩। প্রশ্নঃ গনতন্ত্রের পথেয় অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ গনতন্ত্রের পথেয় অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক ডাঃ মোহাম্মদ ফরাসউদ্দিন।
৮৪। প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল কোনটি?
উত্তরঃ বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল রেডিও টুডে।
৮৫। প্রশ্নঃ বাংলাদেশের বর্তমানে মোট ভোটের সংখ্য কত?
উত্তরঃ বাংলাদেশের বর্তমান মোট ভোটের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২হাজার ৪৪৯জন।
৮৬। প্রশ্নঃ বাংলাদেশ থেকে কোন দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয়?
উত্তরঃ বাংলাদেশ থেকে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয়।
৮৭। প্রশ্নঃ বাংলা কবিতায় প্রাণপুরুষ কবি শামসুর রহমান মারা যান কবে?
উত্তরঃ বাংলা কবিতায় প্রাণপুরুষ কবি শামসুর রহমান মারা যান ১৭ আগস্ট ২০০৬ সালে।
৮৮। প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কার্টুন সিরিজ এর নাম কি?
উত্তরঃ বাংলাদেশের প্রথম কাটুন সিরিজের নাম রুকাটু।
৮৯। প্রশ্নঃ বিল গেটস বাংলাদেশ সফরে আসেন কবে?
উত্তরঃ ৫ ডিসেম্বর ২০০৫ সালে।
৯০। প্রশ্নঃ বাংলাদেশ নিযুক্ত ইউনিসেফ এর প্রধান কে?
উত্তরঃ বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রধান লুইস জর্জেস আর্মেনাট।
৯১। প্রশ্নঃ জাতীয় সংসদে কর ন্যইপাল বিল আইন পাশ হয় কবে?
উত্তরঃ জাতীয় সংসদের কর ন্যইপাল বিল আইন পাশ হয় ১০ জুলাই ২০০৫ সালে।
৯২। প্রশ্নঃ বাংলাদেশের বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক কে?
উত্তরঃ বাংলাদেশের বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহ্মেদ খান।
৯৩। প্রশ্নঃ পোশাক শিল্পে G.SP বা MPA সুবিধা শেষ হয়ে কবে?
উত্তরঃ পোশাক শিল্পে G.SP বা MPA সুবিধা শেষ হয় ৩১ ডিসেম্বর ২০০৪ সাল।
৯৪। প্রশ্নঃ জাতীয় সংসদে( সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল -২০০৪ পাশ হয় কবে?
উত্তরঃ জাতীয় সংসদে( সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল -২০০৪ পাশ হয় ২৯ নভেম্বার ২০০৪ সালে।
৯৫। প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হচ্ছে কোথায়?
উত্তরঃ বাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুরে।
৯৬। প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উত্তরঃ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬.০৩ কিলোমিটার।
৯৭। প্রশ্নঃ বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
উত্তরঃ বাংলা ভাষা বিশ্বের পঞ্চাশ তম প্রধান ভাষা।
৯৮। প্রশ্নঃ ঢাকা শহরে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় কবে?
উত্তরঃ ঢাকা শহরে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় ১ জানুয়ারী ২০০২ সালে।
৯৯। প্রশ্নঃ বন্দর নগরী চট্রগ্রাম পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় কবে?
উত্তরঃ বন্দর নগরী চট্রগ্রাম পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় ২১ ফেব্রুয়ারি নেপালি ২০০২ সালে।
১০০। প্রশ্নঃ সারা বাংলাদেশে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় কবে?
উত্তরঃ সারা বাংলাদেশে পলিথিন ব্যগ ব্যবহার নিসিদ্ধ হয় ১ মার্চ ২০০২।
✔নিয়মিত পোস্ট গুলোর ❝নোটিফিকেশন ❞ পেতে গুগল নিউজ ফলো দিয়ে রাখুন ।