১ ভরি কত গ্রাম – দেশীয় হিসাব স্বর্ণ পরিমাপের একক
১ ভরি কত গ্রাম – দেশীয় হিসাব স্বর্ণ পরিমাপের একক
১ ভরি = ১৬ আনা
১ ভরি = ৯৬ রতি
১ আনা = ৬ রতি
১ ভরি কত গ্রাম ভরি গ্রাম কেজি এ সমস্ত যেমন মাপের একক-ঠিক তেমনি ভরি সোনা ২৪ক্যারেট ধরে হিসাব করা হয়। ৯৬ রতিতে হয় ১ ভরি। সে হিসাবে ৯৬ কে ২৪ দিয়ে ভাগ করলে হয় ৪ রতি,আর এই ৪রতি সমান ১ ক্যারেট।
কিন্তু বিদেশে বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কিনতে গেলে ভরি হিসেবে কিনতে কেনা যায় না। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক “কিলোগ্রাম” বা “আউন্স” ব্যবহার করা হয়। কিলোগ্রামের ভগ্নাংশ হচ্ছে “গ্রাম”। স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান, তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনে থাকে।
তাই স্বর্ণের ওজন পরিমাপে গ্রাম বা আউন্স-ই বেশি ব্যবহার হয়। অবশ্য অনেকেই জানেন না, যে কত গ্রাম বা আউন্স -এ কত ভরি হয়। এটা জানা থাকলে দেশ-বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করা যায় একই সঙ্গে দামের পার্থক্যটাও ধরা পড়ে।
আরো জানুন: ১ কুইন্টাল কত কেজি ? – কুইন্টাল কি?
- ৮ আনা = ৫.৮৩২ গ্রাম
- ১৪ আনা = ১০.২০৬ গ্রাম
- ১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম
আবার,
১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম
১ আউন্স = ২.৪৩০৫ ভরি
১ ভরি = ০.৪১১৪৩ আউন্স
স্বর্ণের বিশুদ্ধতা
অনেকে বিয়ে উপলক্ষে স্বর্ণ কেনার কথা ভাবছেন। এছাড়াও নতুন সন্তানের মুখ দেখতে, জন্মদিন ,আকিকা, সুন্নাতে খতনা, মুখে ভাত সহ বিবিধ উপলক্ষে স্বর্ণালংকারের চাহিদা থাকে বছরের সব সময়ই। অতি মূল্যবান ধাতু এই স্বর্ণের গহনা কেনার সময় এর বিশুদ্ধতা যাচাই করাও আবশ্যক। এতে করে ক্রেতা জানতে পারবেন যে তিনি কষ্টার্জিত অর্থ খরচ করে কতটুকু খাঁটি স্বর্ণ পেয়েছেন আর কতটুকু খাঁদ খাঁদ বা ভেজাল।
সোনার পরিশুদ্ধতা (ক্যারেট) পরিমাপের গাণিতিক সুত্রঃ
X=24/ (Mg/Mm)
যেখানে, X হল সোনার ক্যারেট হিসাব,
Mg হল অলংকারে খাঁটি সোনার ভর,
Mm হল অলংকার এর মোট ভর।
এছাড়াও রয়েছে দ্য ট্রয় সিস্টেম (The Troy system) যা মূল্যবান ধাতু এবং পাথর বা রত্নের পরিশুদ্ধতা যাচাইয়ে ব্যবহৃত হয়।
1 troy ounce = 480 grains
1 grain = 64.798 91 milligram
1 troy ounce = 31.1034768 grams
24 grains = 1 pennyweight
20 pennyweight = 1 troy oz
12 troy oz = 1 troy lb
The Metric system is also used
1 Troy Ounce = 31.103 Grams
1 Pennyweight =1.555 Grams
15.432 Grains =1 Gram
1 Grain = .0648 Grams
Abbreviations:
Gr = Grains
Gm = Grams
Oz = Ounce
ozt = Troy Ounces
dwt = Pennyweight
Kgm = Kilogram (1000 grams)
স্বর্ণালংকার কেনার সময় জানতে হবে ক্রেতা কত ক্যারেটের স্বর্ণ কিনবেন। স্বর্ণ সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যরেটেরও স্বর্ণ আছে। ২৪ ক্যারেট সোনা হচ্ছে খাঁটি সোনা। যা কেবল বার হিসাবে পাওয়া যায়।
তৈরি গহনার মধ্যে ২২ক্যারেট সবচেয়ে ভালো। ক্যারেট হিসাবে তাতে ২ ক্যারেট বাদ গেলে ১ আনা ২ রতি খাঁদ বা ভেজাল থাকবে। আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা।
ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতার আন্তর্জাতিক তালিকা
ক্যারেট বিশুদ্ধতার পরিমাণ
২৪ ক্যারেট ৯৯.৯৯ % পিউর
২২ ক্যারেট ৯১.৬০ % পিউর
২১ ক্যারেট ৮৭.৫০% পিউর
১৮ ক্যারেট ৭৫.০০ % পিউর
১৪ ক্যারেট ৫৮.৫ % পিউর
১০ ক্যারেট ৪১.৭ % পিউর
যখনই স্বর্ণালংকার ক্রয় করা হবে অবশ্যই অর্ণামেন্টেস-এর গায়ে খোদাই করা ক্যারেট লেখা দেখে নেয়া উচিত। অর্ণামেন্টেস-এর গায়ে অথবা চেনের হুকে খোদাই করা লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট।
ভরির সাথে এককের সম্পর্ক । এক ভরি সমান কত গ্রাম?
১ ভরি = ০.০২৫৭ পাউন্ড
১ ভরি = ০.০১২৫ সের
১ ভরি = ০.০০১৮ পাথর
১ ভরি = ১১৬৬৩৮০৩.৮ মাইক্রোগ্রাম
১ ভরি = ১১৬৬৩.৮০৩৮ মিলিগ্রামর
১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম
১ ভরি = ০.০৫০২ পোয়া
১ ভরি = ০.০১১৭ কেজি
১ ভরি = ০.০১১৭ কিলোগ্রাম
১ ভরি = ১ তোলা
১ ভরি = ০.২ ছটাক
১ ভরি = ১৬ আনা
১ ভরি = ৯৬ রতি
১ ভরি = ১১.৬৬৩৮ মিলিলিটার
১ ভরি = ০.০১১৭ লিটার
১ ভরি = ০.০০২৬ গ্যালন
এক ভরি সমান কত গ্রাম?
আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ১ ভরি সমান ১১.৬৬৩৮০৩৬ গ্রাম। গ্রাম = ভরি × ১১.৬৬৩৮০৩৮ । কত গ্রামে এক ভরি?১১.৬৬৩৮ গ্রামে ১ ভরি। ২৬ ভরি সমান কত গ্রাম? উত্তর: আমরা জানি, ১ ভরি = ১১.৬৬৩৮০৩৮ সুতরাং, ২৬ ভরি = (২৬ × ১১.৬৬৩৮০৩৮) গ্রাম = ৩০৩.২৫৮৮৯৯ গ্রাম।