ভিভো নতুন মডেল – ভিভো নতুন মডেল মোবাইল ২০২৩

4.5/5 - (2 votes)

ভিভো নতুন মডেল – ভিভো নতুন মডেল মোবাইল ২০২৩

বাজেট কম হোক কিংবা অনেক বেশি, ভিভো নতুন মডেল – ভিভো নতুন মডেল মোবাইল ২০২৩, আপনার বাজেটে ভিভোর ফোন আপনি পাবেনই। ফোনের ক্ষেত্রে স্পেসিফিকেশনে ফোকাস না দিয়ে ব্যবহারের উপযোগিতা ও আকর্ষণীয়তার দিকে বেশি গুরুত্ব দেয় ভিভো। ভিভোর ফোনগুলো মূলত অনলাইন অফলাইন সব মার্কেটের ক্রেতাদের জন্যই তৈরি।

Google News

ভিভো ওয়াই২২ – Vivo Y22

৬.৫ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটিতে পাবেন ওয়াটারড্রপ নচ। ফোনটি মূলত ভালো পারফর্মেন্সের দিকে নজর রেখেছে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেট যা দৈনন্দিন বিভিন্ন কাজ ছাড়াও আপনাকে কিছুটা গেমিং করতেও সাহায্য করবে। ২০ হাজার টাকা বাজেটের মধ্যে এটি বেশ শক্তিশালী একটি প্রসেসর। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। ফোন থেকে বেশ ভালো সব ছবি পেয়ে যাবেন।

ভিভো ওয়াই২২ – Vivo Y22

ভিভো ওয়াই২২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যাম: ৪ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • ভিভো ওয়াই২২ এর দামঃ ১৯,৯৯৯ টাকা

ভিভো ওয়াই০২এ – Vivo Y02A

এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও পি৩৫ প্রসেসর। আছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সুবিধা। ফোনটির পিছনে একটি মাত্রই ক্যামেরা দেয়া হয়েছে যা ৮ মেগাপিক্সেলের। সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দৈনন্দিন চলনসই ছবি তুলে ফেলতে পারবেন এই ফোন থেকে। পারফর্মেন্সের দিক থেকে দাম অনুযায়ী এটি বেশ ভালো। দৈনন্দিন কাজগুলো সাবলীলভাবেই সামলাতে পারে ফোনটি। দেয়া হয়েছে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি যা সারাদিন ধরে ব্যাকাপ দিতে পারে। ফোনটিতে ফাস্ট চার্জ সুবিধা নেই। আন্ড্রয়েড গো এডিশনের অপারেটিং সিস্টেম থাকায় বেশ দ্রুতগতিতে সবকিছু সামলাতে পারে এই ফোন।

ভিভো ওয়াই০২এ – Vivo Y02A

ভিভো ওয়াই০২এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যাম: ৩ জিবি
  • স্টোরেজ: ৩২ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • ভিভো ওয়াই০২এ এর দামঃ ১১,৯৯৯ টাকা

ভিভো ওয়াই০২ – Vivo Y02

ফোনটি ১০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সুন্দর একটি ফোন। এতে অক্টা কোরের একটি প্রসেসর দেয়া হয়েছে এবং র‍্যাম কমিয়ে দেয়া হয়েছে ২ জিবি। তবে এই ফোনেও পাচ্ছেন ৩২ জিবি স্টোরেজ সুবিধা। ভালো ও দ্রুতগতির পারফর্মেন্স দিতে ব্যবহার করা হয়ে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন। ফলে দৈনন্দিন সাধারণ কাজগুলো বেশ ভালোভাবেই সামলাতে পারে ফোনটি। এছাড়া আগের মতোই আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জ সুবিধা। পিছনে ও সামনের ক্যামেরাতেও কোন পরিবর্তন আনা হয়নি। পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। কম বাজেটে সুন্দর ও ভালো ফোনের মধ্যে এই ফোনটি বেশ এগিয়ে থাকবে।

ভিভো ওয়াই০২ – Vivo Y02

ভিভো ওয়াই০২ এর স্পেসিফিকেশনঃ

 আরো মডেল প্রতিদিন দেওয়া হবে......

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *