12 হাজার টাকার ভিতরে ভিভো ফোন
12 হাজার টাকার ভিতরে ভিভো ফোন
তথ্য প্রযুক্তির উন্নতির ছোঁয়া ও অন্যান্য মোবাইল কোম্পানিগুলো একে অন্যের সাথে প্রতিযোগিতামূলক বাজার দখল করার লক্ষ্যে এখন বর্তমানে স্বল্প বাজেটে ভালোমানের স্মার্টফোন পাওয়া সম্ভব। 2010 সালের শুরুর দিকে দেশের বাজারে যখন স্মার্টফোন প্রবেশ করে তখন স্মার্টফোনের দাম আকাশচুম্বী ছিল।
- ৫০০০ টাকার মধ্যে ভাল মোবাইল 4G বাংলাদেশ
- কম দামে ভালো গেমিং মোবাইল
- youtube channel khulbo
- কোরবানি কত তারিখ
কিন্তু বর্তমানে বাজারের অবস্থা পুরোটাই পাল্টে গিয়েছে সাধ্যের মধ্যে সবটুকু সুখ পাওয়ার লক্ষ্যে এখন মোবাইল কোম্পানিগুলো স্বল্প বাজেটে দারুন সব ফিচারের ফোন বাজারে একের পর এক প্রকাশ করে চলেছে। আপনারা যারা Mid রেঞ্জে 12 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান তাদের জন্য বলতে চাই যে আমরা এখানে বেশ কিছু মডেলের ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। শাওমি রিয়েল মি নকিয়া স্যামসাং সহ অন্যান্য সকল জনপ্রিয় মোবাইল কোম্পানির আপনি এবার হাজার টাকা বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন।
12000 টাকার মধ্যে ভালো ফোন 2022
ভালো ফোন সাধারণত নির্ভর করে মোবাইল ব্র্যান্ড এর ওপর আপনার ফোন কেনারক্ষেত্রে জরিপ বাজেট স্বল্প হয়ে থাকে। অর্থাৎ 12 হাজার টাকার মধ্যে যদি আপনি কোন ধরনের স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই চাইবেন বাজারের সেরা ফোনটি কিনতে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে 12000 টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের দারুন সব ফিচারের মোবাইল ফোন রয়েছে।
তবে এর মধ্যে থেকে বাছাই করা বেশ কয়েকটি ভালো মানের মোবাইল আমরা আপনার সামনে উপস্থিত আলোচনা করেছি। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভালো ফোন বলতে কী বোঝায়। ভালো মোবাইল বলতে আমরা ঐ সকল ফোনকে বোঝাই যে ফোনগুলো সাধারণত ভালো প্রসেসর র্যাম ও ইন্টার্নাল মেমোরি অনেক ভালমানের হয়ে থাকে। পাশাপাশি ফোনের ক্যামেরা গুলো যথা উপযোগী এ ধরনের ফোনকে আমরা ভালোমানের ফোন বলে থাকি।
2022 সালের শুরু থেকে শেষ পর্যন্ত 12 হাজার টাকার মধ্যে যে সকল মোবাইল ফোন বাজারে প্রকাশ পেয়েছে তার একটি সংক্ষিপ্ত তালিকা ও স্পেসিফিকেশন দামসহ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দেশের বাজারে প্রকাশ পেয়েছে রিয়েল মি ব্র্যান্ড এর নতুন একটি ফোন Realme narzo 50i সম্প্রতি বাজারে প্রকাশ পেয়েছে এবং তা স্বল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে শুধুমাত্র এই ফোনটির দামের বিবেচনায় কেননা মাত্র 12 হাজার টাকার মধ্যে আপনি এই ফোনটি পেয়ে যাচ্ছেন ফোনটি দেখতে যত বেশি সুন্দর তারচেয়েও ফোনটির ফিচার ও অন্যান্য ফোনেতে অসম্ভব পরিবর্তন আনা হয়েছে।
১২ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২২
আপনি যদি এই গেমের জন্য মোবাইল ফোন কিনে থাকেন আর আপনার ১২,০০০টাকা যদি বাজেট হয়ে থাকে । তাহলে নিচের এই ফলগুলি দেখতে পারেন শুধু গেমিং নয় গেমিং এর পাশাপাশি অবশ্যই মাল্টিমিডিয়া এবং ইন্টারনেট এবং ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা ভালো এমনই মোবাইল ফোন নিচে তুলে ধরা হল তারপরও কেনার পূর্বে আপনি অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন।
আর মোবাইল ফোনের দাম কমে বাড়ে তাই অবশ্যই যখন আপনি ফোন কিনবেন তখন আপনি ইন্টারনেটে আবার সার্চ দিয়ে দেখবেন । যে দাম কত রয়েছে আমি এখানে যে দাম বর্তমানে রয়েছে সেই দামে তুলে ধরছে কেনার পূর্বে যাচাই করে নিবেন।
সৌদি আরবের ঈদ কবে ২০২২
vivo y12s price in Bangladesh ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন
প্রথমেই আপনাদের সামনে ১২,০০০ হাজার টাকার ভিতরে আইফোন টি তুলে ধরেছি সেটি হল vivo y12s ।
লাইট গেম খেলার পাশাপাশি আপনি অন্যান্য গেম গুলো খুব খেলতে পারবেন। আর এর ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা ভাল পাবেন চাইলে এই ফোনটি আপনি দেখতে পারেন।
Price: ৳11,990 3/32 GB
Screen: 6.51 inches,720 x 1600 pixels
Processor: Octa-core -Mediatek Helio P35
OS: Android 10
RAM: 3 GB
Storage: 32 GB
Battery: 5000 mAh
Camera: Dual 13+2 Megapixel
Selfie: 8 Megapixel