৫০টি গুরুত্ত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তার

Rate this post

৫০টি গুরুত্ত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তার :

……………………………………………………… ৫০টি গুরুত্ত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তার
১. প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে
জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৭ মার্চ ১৯২০।
২. প্রশ্ন : বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায়
অবস্থিত?
উত্তর : ফেনী।
৩. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৬৪ সালে।
৪. প্রশ্ন : বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন
সংস্থা নিয়ন্ত্রণ করে?
উত্তর : সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।
৫. প্রশ্ন : বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তর : নাফ নদী।
৬. প্রশ্ন : Who is known as the ‘Lady of the Lamp’?
উত্তর : Florence Nightingale.
৭. প্রশ্ন : For which of the following disciplines
Nobel Prize is awarded?
উত্তর : All of the above.
৮. প্রশ্ন : EURO is the currency of-
উত্তর : Europe.

See More: চাকরির সাধারণ জ্ঞান ২০২৩ – General Knowledge of Jobs 2023

৯. প্রশ্ন : জামাল নজরুল ইসলাম কে?

উত্তর : বৈজ্ঞানিক।
১০. প্রশ্ন : তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তর : কায়রো।

১১. প্রশ্ন : আরব বসন্ত বলতে কী বোঝায়?

উত্তর : আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
১২. প্রশ্ন : আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর : ভ্যাটিকান।
১৩. প্রশ্ন : এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উত্তর : ভারত।
১৪. প্রশ্ন : লয়াজিরগা কোন দেশের আইনসভা?
উত্তর : আফগানিস্তান।
১৫. প্রশ্ন : শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
উত্তর : থাইল্যান্ড।
১৬. প্রশ্ন : International Court of Justice- এর
সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : নেদারল্যান্ডসের দ্য হেগে।
১৭. প্রশ্ন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দফতর কোথায়?
উত্তর : লন্ডন।
১৮. প্রশ্ন : IMF is the result of-
উত্তর : Brettonwood Conference.

১৯. প্রশ্ন : কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে
স্বীকৃতি দিয়েছে?

উত্তর : UNESCO.
২০. প্রশ্ন : D-৮ ভুক্ত দেশ নয়-
উত্তর : ভারত।
২১। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম
সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তরঃ ১৫
২২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ এক কক্ষ
২৩। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি
২৪। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তরঃ ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে
২৫। বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সাল
২৬। বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে
অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
২৭। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর
ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১
২৮। বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল
জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ অস্ট্রিক
২৯। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তরঃ পুন্ড্র
৩০। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি
কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
উত্তরঃ আইন-ই-আকবরী
৩১। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়-
উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ মাসে
৩২। সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক
সীমার মধ্যে পড়েছে?
উত্তরঃ ৬২%
৩৩। MDG –এর অন্যতম লক্ষ্য কি?
উত্তরঃ ক্ষুধা ও দারিদ্র দূর করা
৩৪। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
উত্তরঃ পাঙন
৩৫. ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ?
উত্তরঃ ইসলাম খান
৩৬। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের
দেশঃ
উত্তরঃ পূর্ব জার্মানি
৩৭। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
উত্তরঃ ১৯টি
৩৮। ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি
৩৯। বাংলাদেশের ঊষনতম স্থানের নাম কি?
উত্তরঃ লালপুর, নাটোর
৪০। বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৭ জানুয়ারী ১৯৭২
৪১। ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ
উত্তরঃ শায়েস্তা খান
৪২। বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ
উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ
৪৩। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গঠিত হয়?
উত্তরঃ ৩১ জানুয়ারী ১৯৫২
৪৪। ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
উত্তরঃ ১৯৬৬ সালে
৪৫। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ
উত্তরঃ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
৪৬। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ
বাজানো হয়?
উত্তরঃ প্রথম ৪টি
৪৭। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী
৪৮। ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
উত্তরঃ কলা
৪৯। বর্তমান সময়ে বাংলাদেশে সরকারের বড় অর্জন
কোনটি?
উত্তরঃ সমুদ্র বিজয় (অর্জন…ছিটমহল এসব, বাকি সব
চলমান প্রক্রিয়া)
৫০। ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু জারী করেন-
উত্তরঃ ওয়ারলেসের মাধ্যমে

Google News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *