বাকি বাট্টা গানের লিরিক্স – বাকি বাট্টা লিরিক্স – Baki Batta Lyrics

5/5 - (1 vote)

বাকি বাট্টা গানের লিরিক্স – বাকি বাট্টা লিরিক্স – Baki Batta Lyrics

বাকি বাট্টা লিরিক্স 

‘‘এই টাকার কাম কথায় হয় না, কথার কাম ট্যাকায়

নগদ ছাড়া বাকি বাট্রা, লিখে না আর খাতায়-

নানান প্যারা ঘুরে আম’গো ছোট্র একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ রঙ্গিন স্বপ্ন দেখায় ভাই (ঐ)।’’

‘‘টাকার কম কথায় হয় না, কথার কাম ট্যাকায়-

নগদ ছাড়া বাকি বাট্টা, লিখে না আর খাতায়!

নানান প্যারা ঘুরে আমগো, ছোট্ট একটা মাথায়;

আজব দুনিয়াতে মানুষ, রঙিন স্বপ্ন দেখায়; ভাই!’’

“পকেটে ট্যাকা আছে, সবাই তুমায় ভালবাসে।

দেখতাছি আশে-পাশে, যুক্তি দিলে পাগল হাসে!”

“অই অটো যাইবা নাকি?

যাইবেন কই?

আশে পাশে…

সংসার তো চলে না ভাই;, যতটাকা কামাই মাসে।

কি কইবি দুঃখ্যের কথা, সবার মাথায় প্যারা আছে।

মনের ভুলে দুঃখ্যের কথা; কইয়া লাইছি আপনার কাছে।”

“ঠিক আছে সমস্যা নাই, চলতাছে ধানাই ফানাই-

পাপের বোঝা ভাড়ি হইছে, পদে পদে গোনাহ কামাই।

একজন’রে উপরের দিকে উঠতে দেখলে_ টাইনা নামাই!

পরে দেখুম,আপনেরে জানাই আগে জিজ্ঞায় কত কামাই?”

“ট্যাকার কাম কথায় হয় না কথার কাম ট্যাকায় লিরিক্স

ভাড়া দিম কতো?

দেন আপনার মনের মতো।

তুগো মন’তো ভরব না ভাই; ভাড়া দেই আর যতো।”

“আরে ভাই! দিয়া দেন তো আশি টাকার ভাড়া।

এতো টাকা ভাড়া, দেনা ডুল বাড়াইয়া পারা।

আসলে ছ্যারা দেশের সিমানাডাই ত্যারা।”

“উনিশ থেকে বিশ হইলেই, লাগে ক্যারা ব্যারা-

তগো পেটের মধ্যে গাড়া, গাড়ায় মাগুর মাছ ছারা।

চাস উল্টা পাল্টা ভাড়া! দেইনা ঢোর বাড়াইয়া পারা।”

“টাকার কাম কথায় হয় না, কথার কাম টাকায়

নগদ ছাড়া বাকি বাট্রা, লিখে না আর খাতায়।

নানান প্যারা মাথায় ঘুরে ছোট্র একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ রঙ্গিন স্বপ্ন দেখায়, ভাই! (দুইবার)”

“কিও ভাই কারে খুজেন?

আপনেতো বেশি বুঝেন।

হ আমি বেশি বুঝি,

কারণ আমার অল্প রুজি।

বাপের নাই অট্টালিকা, তাই তো কাস্টমার খুজি।”

“আমরাও ব্যবসা বুঝি, আমগো খালি নাইকা পুঁজি।

এজন্য আমরা এখন ডাইনে বামে চালান খুজি।”

“যা হইছে, হইছে এলা। বাদ দেনা বাপ!

পেচাল পিটলে ক্যাচাল বাড়বো, নিজের রাস্তা মাপ।

হালার, এমনেই তো নানার প্যারা – মাথায় থাকে চাপ।

সবকিছুতে খরচো বাড়ছে, কোথাও পাই না লাভ।”

“আপনের, আর ল্যাউড়া লাগবো আর মাথার ভিতরে চাপ।

রিচার্জের বাপ, এখন নগদে ই লাভ।

তাই বর্তমানে জগতে-

লাভ আছে নগদে।

সেন্ড মানি ফ্রি! টাকা পাঠাও সব জেলাতে।”

“ক্যাশআউট কম খরচো, টাকা বাচবো পকেটে।

লাভের উপরে লাভ, টেনশন ফ্রি এখন নগদে।”

“ট্যাকার কাম কথায় হয়না, কথার কাম টেকায়।

নগদ ছাড়া বাকি বাট্টা লেখে না আর খাতায়।

নানান প্যারা ঘোরে আমগো ছোট্ট একটা মাথায়!

আর আজব দুনিয়াতে মানুষ, রঙ্গিন স্বপ্ন দেখায়, ভাই! (দুইবার)

বাকি বাট্টা লিরিক্স Baki Batta Lyrics.”

বাকি বাট্টা গানের লিরিক্স – বাকি বাট্টা লিরিক্স – Baki Batta Lyrics

Baki Batta Lyrics

Ei takar kam kothay hoy na, kothar kam tekay.

Nagat chara baki batta, Likhe na ar khatay-

Nanan pera ghore amgo chotto ekta mathay,

Ar ajob duniyate manush rongin showpno dekhay, vai! (2 bar).

Pockete teka ache, shobai tomay valobashe,

Dekhtasi ashe pashe, jokti dile pagol hase.

Oi auto jaiba naki?

jaiben koi?

Ahse pashe…

Shongshar to chole na vai; joto taka kamai mashe.

Ki koibi dukkher kotha, shobar mathay pera ache.

Moner vole dukkher kotha; koiya laichi apnar kache.

Thik ase somossa nai, choltashe dhanai fanai-

Paper bojha vari hoise, Pode pode ghonah kamai.

Ekjon re uporer dike uthte dekhle taina namai.

Pore dekhmo apnere janai agee jigay koto kamai?

Vara dimo koto?

Den apnar moner moto.

Togo mon to vorbo na vai; vara dei ar joto.

Are vai diya den to ashi takar vara.

Eto taka vara, dena dol baraiya para.

Ashole chera desher simanadai tera.

Unish theke bish hoilei, lage kera bera.

Togo peter moddhe gara, garay magur mach chara.

Chash ulta palta vara! deina dhor baraiya para.

Takar kam kothay hoyna, kothar kam takay.

Nogod chara baki batta, likhe na ar khatay.

Nanan pera mathay ghore chotto ekta mathay.

Ar ajob duniyate manush rongin shopno dekhay, vao.

Kiyo vai kara khojen?

Apneto beshi bojen.

Ho ami beshi bojhi,

Karon amar olpo ruji.

Baper nai ottalika, tai to customer khuji.

AmraO bebsha bojhi, amgo khali naika poji.

Ejonnno amra ekhobn dine bame chalan khoji.

Ja hoise , hose ela bad de bap.

Pechal pitle kechal barbo, nijer rasta map.

Shobkichote khoroch barse, kothao pai na lav.

Apner ar leora lagbo ar mathar vitor chap.

Richarger bap, ekhon nagat ei lav.

Tai bortomanee jogote, Lav ache nagat e.

Send money free! taka pathao shob zella te.

Cashout kom khorcho, taka bachbo pocket e.

Laver upore lav. tention free ekhon nagat e.

Tekar kam kothay hoyna, kothar kam tekay.

Nagat chara baki batta lekhe na khatay.

Nanan pera ghore amgo chotto ekta mathay!

Ar ajob duniyate manush. showpno dekahy, vai!

Baki Batta Lyrics Song Credit

Song : Baki Batta (বাকি বাট্টা)

Singer: Aly Hasan, Sadi, Siam Hawlader, Maruf Akon, Toukir Ahmed & Muhammad Bablu

Lyric & Tune: Aly Hasan

Music: Shochi Shams

Co-ordinated by Isha Khan Duray

Mix & Mastering: Sochi Shams

Director: Alif Ahmed

AD: Muhammad Bablu

DOP: Ariful Islam

Edit & CG: Taiful Shadhin

“Baki Batta Lyrics (বাকি বাট্টা লিরিক্স) – লিখেছেন এবং সুর করেছেন মোহাম্মদ আলী হাসান। বাকি বাট্টা একটা বাংলা রেপ গানটি গেয়েছেন আলী হাসান, সাদি, সিয়াম হাওলাদার, মারুফা কোন, তৌকির আহমেদ এবং মদ বাবলু। টাকার কাম কথায় হয় না কথার কাম টাকায় গানটি সম্পাদনা করেছেন সাইফুল শাদিন। এবং পরিচালক হিসেবে রয়েছেন আলিফ আহমেদ।”

বাকি বাট্টা লিরিক্স Baki Batta Lyrics (Aly Hasan) Bangla Rap Song 2023 টাকার কাম কথায় হয় না লিরিক্স।

বর্তমান বাস্তবতার সাথে গানটির কথাগুলো অনেক সাদৃশ্যতা তথা মিল রয়েছে। আপনার কথা কমেন্ট করুন। ধন্যবাদ।

Google News Flow Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *