General Knowledge

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? – মেঘনা নদী

5/5 - (1 vote)

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?

মেঘনা নদী বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম ও গভীরতম নদী। মেঘনা নদীর দুটি অংশে বিভক্ত। কুলিয়ারচর থেকে ষাটনল পর্যন্ত আপার মেঘনা নদীর অংশ অপেক্ষাকৃত ছোট। ষাটনল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অংশ লোয়ার মেঘনা নামে পরিচিত।

মেঘনা
১.বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
-মেঘনা (৩৩০ কিমি)।
২.বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
-মেঘনা (১৩,০০০ মিটার)।
৩.বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
-মেঘনা (২৭ মিটার)।
৪.কুশিয়ারা ও পুরাতন সুরমা নদীদ্বয়ের মিলিত স্রোতের নাম কী?
-কালনী।

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি

৫.চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কী?
-মেঘনা।
৬.সুরমা ও কুশিয়ারা কোন নদীতে প্রবাহিত?
-মেঘনা।
৭.কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
-মেঘনা নদীর মোহনায়।
৮.মেঘনা নদীর উৎস মুখ কোথায়?
-কালনী নদী।
৯.মেঘনা নদীর পতিত মুখ কোথায়?
-বঙ্গোপসাগর।
১০.মেঘনা নদীর উপনদী কী কী?
-তিতাস, ডাকাতিয়া।
১১.বাংলাদেশে চিরযৌবন নদী কোনটি?
-মেঘনা।

See More: h s c এর পূর্ণরূপ কি: A Comprehensive Guide

গঙ্গা
১.বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
-২৪০ কিমি।
২.গঙ্গা নদীর সর্বাধিক প্রস্থ কত?
– ১৮০০ মিটার।
৩.গঙ্গা নদীর সর্বাধিক গভীরতা কত?
-২০ মিটার।
৪.গঙ্গা নদীর প্রবেশ মুখ কোথায়?
-শিবগঞ্জ।
৫.গঙ্গা নদীর পতিত মুখ কী?
পদ্মা নদী।
৬.বাংলাদেশের প্রবেশের পর কোথায় গঙ্গা ব্রহ্মপুত্র-যমুনার সাথে মিলিত হয়েছে?
-গোয়ালন্দ।
৭.গঙ্গা নদীর প্রবাহিত জেলা কোনগুলো?
-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও পাবনা।
৮.গঙ্গা নদীর পাড়ে অবস্থিত শহর কী কী?
-রাজশাহী সদর, পাকশী সদর, ও ভেড়ামারা।
৯.বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
-হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
১০.গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম কী?
-মহানন্দা।
১১.ভারত ফারাক্কা বাধ নির্মাণ করেছে কোন নদীর ওপর?
-গঙ্গা।
১২.গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্দির জন্য বাংলাদেশ কি প্রস্তাব করেছে?
-নেপালে জলাধার নির্মাণ।

Google News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button