English BlogInfo

blogging meaning in bengali

blogging meaning in bengali

4.8/5 - (5 votes)

blogging meaning in bengali

blogging meaning in bengali A blog is an informational website published on the World Wide Web that consists of discrete, often informal diary-style text entries (posts). Posts are usually displayed in reverse chronological order so that the most recent post appears first at the top of the web page The Internet’s first blogger, named Justin Hall, a college undergrad, was found in 1994. That site was links.net and is still active. Until 2009, blogs were usually the work of a single person, occasionally of a small group, and often covered a single subject or topic. “multi-author

write an application to the principal

blogs” (MABs) emerged, written by multiple authors and sometimes professionally edited. MABs from newspapers, other media outlets, universities, think tanks, advocacy groups and similar organizations account for an increasing amount of blog traffic. The rise of Twitter and other “microblogging” systems helped integrate MABs and single-author blogs into the news media. Blog also be used as a verb, meaning

Google News Flow Now

ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ওয়েবব্লগের সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।

ব্লগার কে? ব্লগারের ধরণ কি কি?

একটি ব্লগ একাধিক লোক দ্বারা পরিচালিত হতে পারে তা আমরা আগেই জেনেছি।

যারা নিজ থেকে একটি ব্লগ পরিচালনা করতে পা

রেন আবার একাধিক লোক থাকতে পারে এটাই স্বাভাবিক তবে ব্লগার কে এই বিষয়ে কিছু পার্থক্য রয়েছে।

জিনি একটি ব্লগ তৈরি করেন এবং নিয়মিত তার ব্লগে লেখেন এবং ব্লগে প্রকাশ করেন তাকে ব্লগার বলা হয়।

বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় অনেক ধরনের ব্লগার রয়েছে। তবে এখানে আমরা মূলত চারটি মূল ভাগে ভাগ করেছি ব্লগারদের।

ডায়াবেটিস কমানোর উপায় ২০২৩ – ঘরোয়া টিপস

1. অপেশাদার ব্লগার

এই সকল ব্লগার নিজের তথ্যগুলো নিজের ভাষায় সহজেই প্রকাশ করে থাকেন। তারা তারা ব্লগে নিয়মিত না হলে তাদের চিন্তাধারা আলোকে তারা ব্লগ তৈরি করে থাকে এবং লিখে থাকেন।

তারা অর্থের ব্যাপারে তেমন কোনো চিন্তা না করেই নিজের মনের খুশি অনুসারে ব্লগ করে থাকে।

এমন ব্লগারদের আমরা অপেশাদার ব্লগার বলে থাকি, কারণ তিনি ব্লগিং তার পেশা

blogging meaning in bengali
blogging meaning in bengali

নয়।

অপেশাদার ব্লগারদের বিশেষত্ব হ’ল তারা সর্বদা তাদের ব্লগের সাথে যুক্ত থাকতে পছন্দ করে, কোন টাকা না আয় করলেও।

2. পার্ট টাইম ব্লগার 

যাঁরা চাকরী করছেন, স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত সময়ে ব্লগ পোস্ট লিখতে বা ব্লগিং করতে পারেন।

বন্ধুরা সময় কারো জন্য বসে থাকে না আপনি যদি কোন বিষয়ে নিজেকে প্রস্তুুত করতে পারেন যেমন ব্লগিংয়ে।

তবে অবসর সময়ে আপনি চাকুরী, স্কুল/কলেজ জীবনের পাশাপাশি ব্লগিংকে সময় দিতে পারেন।

একসময় এমন আসবে আপনি ব্লগিং থেকে টাকা আয় করতে পারবেন।

শুরু দিন গুলিতে ব্লগ থেকে টাকা না আসলেও একসময় এমন আসবে আপনিও ব্লগ থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন আপনি সেই সাথে ব্লগিং ও শিখে যাবেন।

এই সকল ব্লগারদের পার্ট টাইম ব্লগার বলা হয় যাদের মুখ্য উদ্দেশ্য ব্লগ থেকে টাকা উপার্জন করা নয় নিজের সময়টাকে কাজে লাগানো।

3. ফুলটাইম ব্লগার
বন্ধুরা বর্তমান সময়ে এমন কিছু ব্লগার অনলাইনে রয়েছে যাদের মূল উপার্জনের উৎস হচ্ছে ব্লগ। তারা একটি ব্লগ লিখি প্রচুর পরিমাণ টাকা আয় করে থাকে।

দিনের বেশিরভাগ সময় তারা ব্লগ লিখতে ব্যস্ত থাকে।

প্রতিদিন ব্লগ পোস্ট করে থাকেন তাদের ব্লগে নিয়মিত ভাবে।

তারা তাদের ব্লগের ভিজিটর দের কে নতুন নতুন কনটেন্ট দিয়ে থাকে এবং ভিজিটরদের প্রশ্নের উত্তর সঠিক সময় দেওয়ার চেষ্টা করে।

যত সময় যেতে থাকে তাদের ব্লগে ভিজিটর সংখ্যা বাড়তে থাকে এবং পরবর্তীতে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট প্লাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জন করে থাকে।

4. পেশাদার ব্লগার

বর্তমানে অনলাইন জগতে এমন কিছু সংস্থা রয়েছে যাদের সাথে যুক্ত হয়ে অনেক ব্লগাররা সব সময় তাদের জন্য কাজ করে।

traditional food in bangladesh

তারা সংস্থার ব্লগের জন্য কনটেন্ট তৈরি করে এবং নতুন নতুন গ্রাহক তৈরি করার উদ্দেশ্যেই তারা নিজেদের সময়টুকু ব্যয় করে এবং তারা ভালো পরিমাণ অর্থ সংস্থা থেকে পেয়ে থাকে।

তাদের কাজ হচ্ছে Blog সংস্থার পণ্য বা পরিষেবা সম্পর্কিত তথ্য লেখা এবং এটিকে যতটা সম্ভব ভিজিটরদের বা লোকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা।

Blog meaning in Bengali সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
ব্লগিং করে টাকা আয়?

বন্ধুরা এখন বাংলা ব্লগিং করে টাকা আয় করা যায়।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

বাংলা ব্লগিংয়ের ইংরেজি তুলনায় CPC কম হলেও ভিজিটর থাকলে Bangla blog থেকেও ভালো পরিমাণ টাকা আয় করা যায়।

বাংলা ব্লগ লিখে থেকে টাকা আয় করতে আপনার প্রচুর ভিজিটর থাকা প্রয়োজন। বাংলা ব্লগে নিয়মিত ১ হাজার ভিজিটর নিয়ে আসতে পারলে আপনি ১-২ ডলার আয় করতে পারবেন।

এখন আপনি চাইলে আপনার আপনার বাংলা ব্লগে সহজেই এক হাজার ভিজিটর নিয়ে আসতে পারেন ভালভাবে কনটেন্ট রিচার্জ করে লিখলে।

ব্লগিং কিভাবে শিখব?

বন্ধুরা বর্তমানে আপনাকে ব্লগিং শিখতে কোথাও কোর্স করতে হবে না।

শুধু আপনার কাছে ভালো কোন আইডিয়া থাকলেই, ইন্টারনেটে ব্লগিং সম্পর্কে ভিডিওগুলি দেখে আপনি সহজেই ব্লগিং শুরু করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button