বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম

2/5 - (1 vote)

বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম

বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম আপনার হয় তো স্মার্টফোন নেই । আছে একটি বাটন মোবাইল । এই বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলা যায় কিনা তা নিয়ে চিন্তায় আছেন । হ্যাঁ বন্ধুরা, বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলা যায় ।

চাওয়া পাওয়া নিয়ে উক্তি | চাওয়া পাওয়া উক্তি 2022

আপনি শুধুমাত্র বাটন মোবাইল দিয়ে পিন সেটআপ করে মাত্র দুই ধাপেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন । এর জন্য কোন ধরনের এন্ড্রয়েড মোবাইল এর প্রয়োজন হবে না । তাৎক্ষনিক ভাবে আপনার হাতের নরমাল বাটন ফোনের মাধ্যমে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন ।

একমাত্র নগদ-ই আপনাকে দিচ্ছে অতি সহজে বাটন মোবাইলে নগদ খোলার সুবিধা । বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরের সিম দিয়েই আপনি বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন । চলুন এবার জেনে নিই “বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম” সম্পর্কে ।

Google News Flow Now

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ মোবাইল ব্যাংকিং এর চাহিদা অনুযায়ী আজকের ব্লগ পোষ্টে “বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম” নিয়ে আলোচনা করবো । আজ আপনাদের জানানোর চেষ্টা করবো ঘরে বসেই অতি সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিভাবে নগদ একাউন্ট খুলতে পারবেন । বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো —–

১। বাটন ফোনের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে হলে নগদ এর কোড *167# ডায়াল করতে হবে । ডায়াল করার সময় খেয়াল রাখবেন যে অপারেটর সিম দিয়ে একাউন্ট খুলতে চান সেটি দিয়েই ডায়েল করবেন ।

২। এবার আপনার বাটন মোবাইলে যে লে আউট ওপেন হবে সেখানে চার সংখ্যার একটি পিন নাম্বার দিতে । হবে চার সংখ্যার পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন ।

৩। এবার আপনার বাটন মোবাইলে যে লে আউট ওপেন হবে সেখানে কনফার্ম পিন নাম্বার দিতে হবে । এর পূর্বে যে পিন নাম্বার দিয়েছিলেন সেটি আবার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন ।

৪। এবার আপনার বাটন মোবাইলে একটি অপশন ওপেন হবে । সেখানে লেখা থাকবে “Do You Want Profit Bearing Account?” অর্থাৎ “আপনি কি আপনার একাউন্ট থেকে লভ্যাংশ নিতে চান?” । আপনি যদি লভ্যাংশ নিতে চান তাহলে ১ এবং যদি লভ্যাংশ নিতে না চান তাহলে ২ টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন ।

৫। এবার আপনার বাটন ফোনের মাধ্যমে নগদ একাউন্ট খোলা সম্পন্ন হয়ে গেছে । এখন আপনি যে সিম নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি এসএমএস পাবেন । এই এসএমএস এর মাধ্যমে আপনাকে নগদ এর পরিবারের স্বাগতম জানানো হবে ।

৬। এবার আপনি নগদ কোড *167# মোবাইলে ডায়াল করে লগইন করে দেখুন যে আপনার নগদ একাউন্ট সঠিকভাবে খোলা সম্পন্ন হয়েছে কি না? এজন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *167# ডায়াল করুন । যে সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন সেটি সিলেক্ট করুন ।

৭। এবার আপনার বাটন মোবাইলে নগদ মোবাইল ব্যাংকিং মেনু ওপেন হবে । সেখান থেকে My Nagad সিলেক্ট করুন । এজন্য My Nagad যে নাম্বারে থাকবে সেটি টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন ।

কম্পিউটার কি কি কাজে ব্যবহার হয়

৮। এবার আপনার সামনে আরো কিছু অপশন আসবে । সেখান থেকে ব্যালেন্স দেখার জন্য 1.Balance Enquiry সিলেক্ট করুন । এজন্য ১ টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন ।

৯। এবার আপনার সামনে আপনার সদ্য খোলা নগদ একাউন্টের Balance ওপেন হবে ।

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ সম্পর্কে অনেকেই জানেন না । যারা নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ জানেন না তাদের জন্য নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ লিস্ট নিচে দেওয়া হলো ।

নগদ ক্যাশ আউট চার্জ

নগদ অ্যাপ থেকে প্রতি হাজারে ৯.৯৯ টাকা ১.৪৯ টাকা ১১.৪৯ টাকা
*১৬৭# ডায়াল করে প্রতি হাজারে ১২.৯৯ টাকা ১.৯৫ টাকা ১৪.৯৪ টাকা

নগদ একাউন্টে কত টাকা রাখা যায়

অনেক নগদ গ্রাহক প্রশ্ন করে থাকেন যে, নগদ একাউন্টে কত টাকা রাখা যায়? এর উত্তর হচ্ছে একজন নগদ একাউন্টের গ্রাহক যে কোন সময় তার নগদ একাউন্টে সর্বোচ্চ ৩০০,০০০ (তিন লক্ষ) টাকা রাখতে পারবেন ।

নগদ একাউন্টের একাউন্টের মুনাফা

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা “নগদ” একাউন্টে আপনি টাকা রাখলে মুনাফা পাবেন । মুনাফা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নগদ একাউন্ট খোলার সময় লভ্যাংশ নিতে আগ্রহী অপশনটি সিলেক্ট করতে হবে ।

আর মুনাফা পাওয়ার জন্য নির্দ্দিষ্ট পরিমানের টাকা আপনার নগদ একাউন্টে রাখতে হবে । কত টাকায় কত মুনাফা পাবেন তা নিচে দেওয়া হলো ।

নগদ ক্যাশ আউট করার নিয়ম
নগদ ক্যাশ আউট করার নিয়ম

টাকা জমা রাখার পরিমান বার্ষিক মুনাফার হার

০০ টাকা থেকে ১০০০ টাকা ০.০%
১০০১ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ৪.০%
৫০০১ টাকা থেকে ঊর্ধ্বে ৬.০%
নগদ একাউন্টের সুবিধা কি কি
নগদ একাউন্টের অনেক সুবিধা রয়েছে । তার মধ্য থেকে নিচে কিছু সুবিধার কথা আলোচনা করা হলো —-

১। নগদ একাউন্ট সম্পূর্ণ ফ্রিতে খোলা যায় । এমন কি একাউন্ট খোলার সময় কোনো প্রকার টাকা ক্যাশ ইন করতে হয় না ।

২। নগদ একাউন্ট বাটন মোবাইল এবং স্মাটফোন থেকে খুলতে পারবেন খুব সহজে । একাউন্ট খোলার জন্য কোনো প্রকার আইডি কার্ড এর প্রয়োজন হয় না ।

৩। নগদ একাউন্টে সেন্ড মানি একেবারে ফ্রিতে করতে পারবেন ।

৪। বাংলাদেশের সর্বনিম্ন রেটে ক্যাশ আউট করতে পারবেন ।

৫। নগদের ক্যাশ ইন সুবিধা ফ্রি । এক মাসে আপনি ফ্রিতে ২৫ বারে ২০০০০০ টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবেন । প্রতি বারে সর্বোচ্চ ৫০ টাকা এবং সর্বোচ্চ ৩০০০০ টাকা ক্যাশ ইন করতে পারবেন ।

চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার

৬। নগদ একাউন্ট থেকে যে কোনো মোবাইল অপারেটরে রিচার্জ করতে পারবেন যে কোনো সময় ।

৭। নগদ একাউন্ট থেকে বাংলাদেশের প্রায় সকল জনপ্রিয় ব্রান্ড ও শপ এ নগদ এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা পাবেন ।

৮। নগদ একাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য বিল দেওয়ার সুবিধা পাবেন ।

৯। নগদ একাউন্টে নির্দ্দিষ্ট পরিমান টাকা রাখলে মুনাফা পাওয়ার সুযোগ রয়েছে (যদি আপনি নিতে চান) ।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম,

নগদ একাউন্টের সুবিধা 2022,

নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম,

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম,

নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত,

নগদ একাউন্ট লক খোলার নিয়ম,

জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম,

নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *