England vs USA – ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র
England vs USA – ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র
England vs USA – ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ কাতারের অনুষ্ঠিত হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ নামে । ৩২ দলের এই মহারণে ৮ টি গ্রুপের মধ্য গ্রুপ বি তে থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র লাইভ ম্যচ দেখার উপায়, দুই দলের প্রিভিউ, সবকিছু বিস্তারিত জানবো এখন আমরা ক্রমেই।
ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের বিশকাপ ম্যাচের প্রস্তুতি
ইংল্যান্ড বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইরানের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে। পুরো ৯০ মিনিট গ্যারেথ সাউথগেটের দলের আধিপত্য ছিল দেখার মতো মাঠে। ম্যাগুয়ের ক্লাবে ডিফেন্ডার হিসেবে সমালোচিত হলেও ন্যাশনালে বরাবরই দুর্দান্ত থাকে। সাথে স্টোন্সের এর কাছেও ভালো পার্ফরমেন্স পাওয়া যাওয়ার ইংল্যান্ড তাদের সেন্টার ব্যাক জুটি ভাঙবে। গোলকিপিং এ পিকফোর্ড ও রাইট ব্যাকে ট্রিপিয়ারেই ভরসা সাউথ গেটের।
মিডফিল্ডে রাইস ও দুর্দান্ত ফর্মে থাকা তরুণ তুর্কী জুড বেলিংহ্যাম থাকবে। ফরোয়ার্ড লাইনে ডান দিকে ইনফর্ম সাকা, মাঝখানে মাউন্ট ও বাম দিকে স্টার্লিং এ ভরসা সাউথগেটের। স্ট্রাইকার হিসেবে বরাবরই থাকবে হ্যারি কেইন। ৪-২-৩-১ এ গ্যারেথ সাউথগেটের এভাবেই প্ল্যান করা হয়ে থাকে।
সম্ভাব্য একাদশ: পিকফোর্ড (গোলকিপার), ট্রিপিয়ার, স্টোন, ম্যাগুয়ের, লুক শ, ডিক্লান রাইস,জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ম্যাসন মাউন্ট, রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন।
Wales v Iran – ওয়েলস বনাম ইরান
যুক্তরাষ্ট্রের ইংল্যান্ডের বিপক্ষে বিশকাপ ম্যাচের প্রস্তুতি
ইংল্যান্ডের মতো তারকাবহুল দল না হলেও যুক্তরাস্ট্র সমন্বয়ের দিক থেকে দুর্দান্ত একটা দল।গ্রেগ বেহাল্টারের দল ওয়েলসের বিপক্ষে শুরুতে লিড নিয়েও পরে ড্র করে। যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট পজিশনে রয়েছে দুর্দান্ত কিছু প্লেয়ার। ডিফেন্সে ডেস্ট, রবিনসন, স্ক্যালি অন্যতম। গোলকিপার হিসেবে বরাবরই আর্সেনালের টার্নার। তাছাড়া মিডফিল্ডে রেইনা, ম্যাককনি,টেইলর এডাম, রবিনসন সহ বেশ কিছু বড়ো নাম আছে। ফরোয়ার্ড লাইনে ক্রিশ্চিয়ান পুলিসিচ ও গত ম্যাচের গোল স্কোরার টিমোথি উইয়াহ অন্যতম।
যুক্তরাস্ট্রের সম্ভাব্য একাদশ: সার্জিনো ডেস্ট,ওয়াকার টিমম্যান,রিম, রবিনসন, ম্যাকনি, এডামস,মুসাহ,টিমোথি উইয়াহ, জস সার্জেন্ট ও ক্রিশ্চিয়ান পুলিসিচ।
Qatar vs Senegal – কাতার বনাম সেনেগাল
ইংল্যান্ড বমাম যুক্তরাস্ট্র বিশ্বকাপ ফুটবলে লাইভ ম্যাচ
ইংল্যান্ড বমাম যুক্তরাস্ট্র বিশ্বকাপের বাইরেও রাজনৈতিক প্রতিপক্ষ একে অপরের বিপক্ষে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হলে ও খেলার মাঠে সব কিছু খেলার ওপরেই নির্ভর করে। ইংল্যান্ড বমাম যুক্তরাস্ট্র এর বিশ্বকাপ ফুটবল লাইভ ম্যাচ কে সামনে রেখে দুই দলের স্কোয়াডের প্রিভিউ দেখ হবে এখন।