Info

ftp server bd

ftp server bd

Rate this post

ftp server bd

ftp server bd আগেই বলে রাখছি, এই পোষ্টটি শুধুমাত্র ব্রডব্যান্ড ইউজারদের জন্য! আজকে আমাদের লেখার টপিক হচ্ছে high speed ftp server bd ব্রডব্যান্ড ইউজাররা নেট প্যাকেজের বিজ্ঞাপনে দেখবেন, বিশেষ করে লেখা থাকে যে Youtube স্পিড আর FTP সার্ভারের স্পিড আলাদা । যেমন আপনি 5Mbps এর প্যাকেজে Youtube আর FTP সার্ভারের স্পিড ২০/৩০ Mbps দেওয়া থাকে। FTP সার্ভার হচ্ছে আপনার ISP এর সার্ভারের কম্পিউটারের ফোল্ডার যেখানে তারা নিজেদের পছন্দ মতো মুভি, সিরিজ, গান, গেমস, সফটওয়্যার ইত্যাদি আপলোড করে দেওয়া থাকে। যারা হেভিওয়েট ইউজার রয়েছেন তাদের জন্য BDIX movie server ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন।

rocket account check code

বর্তমানে দেশের সকল ISP ই বিডিআইএক্স সার্ভারের সুবিধা দিয়ে থাকে। BDIX সার্ভার হচ্ছে দেশের প্রতিটি একক ISP এর FTP সার্ভারকে দেশের সকল ব্রডব্যান্ড ইউজারদের জন্য Available করে দেওয়া। মানে আপনি Link3 এর FTP সার্ভার Link3 এর ইউজার না হয়েও ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ISP এর BDIX বহিভূর্ত সার্ভার থাকে যেটা এক্সক্লুসিভ আকারে থাকে। মনে রাখবেন, টরেন্ট এর থেকে FTP সার্ভার অনেক উত্তম। কারণ আপনি দেশীয় torrentbd থেকেও যদি কোনো কিছু ডাউনলোড করতে চান কিন্তু যদি সেটার সিড না থাকে তাহলে কিন্তু কোনো স্পিডই আপনি পাবেন না। কিন্তু FTP সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে Seed/Leech এগুলো নিয়ে মাথা ব্যাথা থাকে না।

Google News Flow Now

BDIX কি?

এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Internet Service Exchange । এখন ধরুন আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে নেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখন এভাবে বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX তৈরি করেছে। অর্থাৎ ধরুন বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX server থেকে মানে ওই ১০০টা ISP এর FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।

১৯২ ১৬৮ ও ১ – Router Network

অনেক সময় ধরুন, আপনার বন্ধুর বাসায় বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে আপনার বন্ধু 10.16.100.244 সাইটে ব্রাউজিং করছে। তখন আপনার মনে হবে এটা আবার কোন ধরণের সাইট! আসলে এটা হচ্ছে একটি BDIX FTP সার্ভার। আপনার ISP থেকে যেসব BDIX Server ব্যবহার করতে পারবেন তা নিয়ে আমাদের বিস্তারিত লেখাটি পড়ে আসতে পারেন। এছাড়াও পিসি থেকে আপনার ইন্টারনেটের জন্য কোন কোন BDIX সার্ভার সার্পোট করে সেটা বের করে ফেলতে পারেন!

BDIX Server BD

আমার ব্যক্তিগত জানা মতে দেশে প্রায় 350+ BDIX FTP পাবলিক সার্ভার রয়েছে। তবে আপনার জন্য ২০ টির বে‌শি প্রয়োজন হবে না। নিয়মিত আপডেট পেলে মাত্র ১/২টা সার্ভারেই আপনি মুভি, গান, সফটওয়্যার, গেমস সবকিছুই পেয়ে যাবেন। আমাদের পোস্টটা ২০২১ এর সাথে মানানসই করে আপডেট করা হয়েছে।

What Is FTP

FTP is that the File Transfer Protocol. Which, in short, is a few specific policy to bring files to the web . If a server (a computer connected to the Internet) allows access to files following this policy, it are often called a ftp server. Currently, ftp sever refers to a mixture of various files from your internet connection provider, from which you’ll download files to your computer very quickly.

sundarban courier service condition branch list

Best Movie Server List

মুভি ডাউনলোড করার ওয়েবসাইট
মুভি ডাউনলোড করার ওয়েবসাইট
  • http://www.netathomebd.com/
  • http://www.bdixftp.com
  • http://media.netmatrixbd.com
  • http://anthousebd.net
  • http://bdplex.net
  • http://www.freemediabd.com/Home/
  • SamFTP
  • http://movieboxbd.com/
  • http://www.megaplexbd.com/
  • http://bokashoka.com/
  • http://10.16.100.244/
  • http://172.16.50.9/
  • http://www.ftpbd.net/

free ftp server bd,
icc ftp,
ftp server bd movie,
icc ftp movie server,
ftp bd,
bdix ftp server,
ftp server movie,
icc ftp server tv,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button