হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া কনভারসেশন ফিরে পাওয়া
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া কনভারসেশন ফিরে পাওয়া
হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার ‘ডিলিট মেসেজ সম্প্রতি একটি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। গ্রুপ অথবা ব্যক্তিগত কোন চ্যাটে ভুল বা অপ্রয়োজনীয় মেসেজ সহজে ডিলিট করতে পারি। কিন্তু কিছু ক্ষেত্রে মুছে ফেলা মেসেজ দেখার প্রয়োজন হলে তা আর সম্ভব হয়না। কাজেই অসুবিধার মধ্যে পড়তে হয়।
ডিলিট হওয়া মেসেজ ফিরে পেতে চাইলে হোয়াটসঅ্যাপে নিজস্ব কোন ফিচার না থাকার কারণে সেই মেসেজ আর পাওয়া যায়না। কিন্তু একান্তই যদি আপনার ডিলিট করে দেওয়া মেসেজ দেখার প্রয়োজন হয় তাহলে একটি থার্ড পার্টি এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। যার মাধ্যমে আপনি যে সমস্ত মেসেজ ডিলিট করেছেন তা দেখতে পারবেন।
উল্লেখ্য, এই অ্যাপ হোয়াটস অ্যাপ এর অফিশিয়াল অ্যাপ নয়।
সকল সিমের এমবি চেক – MB check of all SIMs
একবার যাচাই করে দেখতে পারেন কতটা যথাযথ থার্ড পার্টি অ্যাপ। WhatRemoved- অ্যাপটির নাম। গুগল প্লে স্টোরে অ্যাপটি পাবেন আপনি। তবে যারা অ্যাপেলের ডিভাইস ব্যবহার করে তারা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
কেমন করে ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ খুঁজে পাবেন?
সাধারণভাবেই প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড এর আগে আপনাকে দেখে নিতে হবে ফোনটি ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড আছে কিনা। অ্যাপটি সাইজ ৪.৯০ এমবি।
উল্লেখ্য একটি অফ ওপেন করতে গেলে আপনাকে প্রয়োজনীয় কিছু শর্তাবলী মেনে নিতে হবে। যথাযথ সময় যদি আপনি নোটিফিকেশন পেতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। একইসঙ্গে হোয়াটসঅ্যাপ অপশন অন রাখতে হবে। শুধু হোয়াটসঅ্যাপ নাই ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন।
WhatRemoved+ আপনাকে জিজ্ঞাসা করবে যে ফাইলস আপনি ডিলিট করেছিলেন, সেটি সেভ করেছিলেন কিনা। এরপরই আপনাকে নতুন পেজের মাধ্যমে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ এর কাছে নিয়ে যাবে। ডিলিট হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার জন্য সেটিংসে গিয়ে আপনাকে অপশনটি অন রাখতে হবে
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp
2022 সালে Facebook-এর এই নিজস্ব অ্যাপ অসাধারণ একটি ফিচার নিয়ে হাজির হয়েছিল। আর তাক লাগানো সেই ফিচারটি হল মেসেজ ডিলিট করার অপশন। অর্থাৎ আপনার নিজের পাঠানো কোনও মেসেজ আপনি চাইলেই উড়িয়ে দিতে পারেন। কোনও ভুলচুক বা যাঁকে পাঠাতে চাইছেন, তাঁকে পাঠাতে গিয়ে অন্য কাউকে পাঠিয়ে ফেললেন মেসেজ– সেক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ এই ফিচার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি ভুলবশত গুরুত্বপূর্ণ কোনও মেসেজ ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রে কী উপায়? কী ভাবেই বা ফিরিয়ে আনবেন সেই মেসেজ? উপায় আছে। শুধু নিজের পাঠানো মেসেজই নয়, চাইলে অন্য কারও ডিলিটেড মেসেজও পড়ে ফেলা সম্ভব WhatsApp-এ। এমনকী রিকভার অবধি করতে পারেন সেই মেসেজ। কী ভাবে ডিলিটেড মেসেজ দেখবেন, জেনে নিন –
কেউ WhatsApp মেসেজ ডিলিট করলেই চ্যাটে যে লেখাটি দেখা যায়, সেটি হল
– ‘This message was deleted’ অর্থাৎ এই মেসেজটি ডিলিট করা হয়েছে। আপনার কাছে যদি Android স্মার্টফোন থাকে, তাহলে ডিলিট করা WhatsApp মেসেজ যে ভাবে আবার পড়বেন –
Google Play থেকে ডাউনলোড করুন আর তারপরে ইনস্টল করে ফেলুন WhatsRemoved+
ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি খুলুন এবং তারপরে একের পর এক রিকোয়েস্ট অ্যাক্সেস করে সেট আপ করে ফেলুন।
শরীফ বৈশাখী বাংলা ফন্ট free download
এবার আবার ফিরে আসুন অ্যাপে। এবার কোন অ্যাপের জন্য আপনি নোটিফিকেশন সেভ করতে চাইছেন, সেই অ্যাপটি সিলেক্ট করুন। অর্থাৎ সেই লিস্ট থেকে WhatsApp সিলেক্ট করুন আর তারপরে Next অপশনে ক্লিক করুন।
পরের স্ক্রিনে Yes অপশনে ক্লিক করার পরেই Allow বাটনে ট্যাপ করুন এবং Save Files অপশন চলে আসবে তারপরে। আর তারপরেই সেট আপের কাজ সম্পূর্ণ হবে এবং অ্যাপটিও ব্যবহারযোগ্য হবে।
এর পর থেকে আপনার WhatsApp-এ যা যা নোটিফিকেশন আসবে, সবই চলে আসবে WhatsRemoved+ অ্যাপে। শুধু অ্যাপটিকে খুলে WhatsApp অপশনে ক্লিক করতে হবে
Whatsapp থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট হওয়া মেসেজ, হোয়াটসঅ্যাপ ডিলিট, মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম, হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট, ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন, ফেসবুকে ডিলেট করা মেসেজ ফিরিয়ে আনার উপায়, ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া