Samsung Galaxy A13 5G Price in Bangladesh
Samsung Galaxy A13 5G Price in Bangladesh স্যামসাং গ্যালাক্সি এ13 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে লিকে দেখা গেছে যে এই ফোনটিকে 6.48 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হবে। এটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে হতে চলেছে যা এলসিডি প্যানেলে তৈরি। লিক অনুযায়ী Samsung Galaxy A113 এর ডিসপ্লে বেজল যুক্ত হবে যার মধ্যে চিন অংশ থাকবে। স্ক্রিনটি কিরকম গ্লাস প্রোটেক্টেড হবে সেই তথ্য এখনো জানা যায়নি।
Xiaomi Redmi Note 11 – Full phone specifications
Vivo Y51 Price in Bangladesh 2022 – Vivo Bangladesh
Realme c3 4/64 Price in Bangladesh
স্যামসং গ্যালাক্সি A13 5G Brief Description
ফোন সম্পর্কিত অন্যান্য লক্ষণীয় বৈশিষ্ট্যসমূহ এবং তথ্যগুলি নিম্নে বর্ণিত করা হলঃ
- এটি একটি Dual SIM Smartphone
- ফোনটি একটি Qualcomm Snapdragon 480 প্রসেসর দ্বারা চালিত হয়।
- স্মার্টফোনটি 4 GB এর সঙ্গে পাওয়া যায়।
- ফোনটি 64 GB অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে পাওয়া যায়।
- ফোনটি একটি 5000 mAh ব্যাটারি দ্বারা চালিত হয়।
- স্যামসং গ্যালাক্সি A13 5G এর কানেক্টিভিটি অপশনগুলি অন্তর্ভুক্ত করেঃ ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,
- প্রধান ক্যামেরাটি একটি 48 + 5 + 2 + 2 MP শুটারের হয়।
- স্মার্টফোনটিতে এছাড়াও 8 MP সেল্ফির শুটিং এর ক্ষমতা সম্পন্ন একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy A13 5G ফোনটি অ্যান্ডয়েড ওএসে লঞ্চ হবে যার মধ্যে স্যামসাং ওয়ানইউআইও থাকবে। আবার প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেকের ডায়মনসিটি 700 চিপসেট দেওয়ার কথা লিকের মাধ্যমেই সামনে এসেছে। লিক অনুযায়ী স্যামসাং এই ফোনটিকে তিনটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করবে যার মধ্যে 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি র্যাম থাকবে। এই র্যাম ভেরিয়েন্ট গুলি 64 জিবি এবং 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
ফোটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ13 5জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেখা যাবে। লিক ডিটেইলস অনুযায়ী এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে তার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরঐ দেওয়া হবে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য Samsung Galaxy A13 5G ফোনে কোন ক্যামেরা সেন্সর দেওয়া হবে সেই তথ্য এখনো জানা যায়নি।
Samsung Galaxy A13 5G তে সিকিউরিটির জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়ার কথাও লিকে সামনে এসেছে। শোনা যাচ্ছে যে এই ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। লিক অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ13 5জি ফোনের দাম $249 হবে। এই প্রাইস ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 18,500 টাকা।
Tag: samsung galaxy a13 5g review, samsung galaxy a13 5g price, samsung galaxy a13 5g price in bangladesh, samsung galaxy a13 5g specs, samsung galaxy a13 review, samsung galaxy a13 5g release date, samsung galaxy a13 – 5g 108mp, samsung a13 pro