বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম। স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত-অসুস্থতার জন্য ছুটির আবেদন-প্রধান শিক্ষক বরাবর দরখাস্থ-ছুটির আবেদন
আবেদন পত্র
- তারিখ:…………..
- বরাবর,
- প্রধান শিক্ষক
- মিতরা উচ্চ বিদ্যালয়
- মিতরা,মানিকগঞ্জ
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি আবেদন।
জনাব,
বিনীত নিবেদন সম্মান পূর্বক এই যে , স্যার আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র।স্যার আমি গত ১৮ /০৭/২০২২ ইং থেকে ২৪/০৭/২০২২ ইং পর্যন্ত (বিষয়) অসুস্থতার কারনে স্কুরে আসতে পারিনি।
এতএব, বিনীত নিবেদন আকুল আবেদন এইযে, স্যার উক্ত দিন গুলো ছুটি মঞ্জর করে নিয়মিত ক্লাশ করার সুযোগ দানে আপনার যেন সুমর্জি হয।
বিনীত বিনবেদক
নাম:
শ্রেনি:
রোল:
প্রধান শিক্ষক কাছে ছুটির আবেদন।
- তারিখ:…………………….
- বরাবর
- প্রধান শিক্ষক
বিষয় : অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জরের আবেদন।
শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া মহাশয়/ মহাশয়া,
আমার বিনীত নিবেদন এই যে , আমি শ্রীশান/কুমিরী ..(নিজের নাম) আপনার বিদ্যায়ের … শ্রেণির ’ক’ বিভঅগের ছাত্র/ছাতী , ক্রমিক নং(রোল নং যত দেবে)। খুব জ্বরে অসুস্থ হওয়ার জন্য আমি গত ( তারিখ ) ইং থেকে (তারিখ) ইং পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থি ছিলাম।
জনাব,
উক্ত ক’ দিনের ছুটি মঞ্জর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতঙ্গ থাকব।
ইতি,
একান্ত অনুগত/ অনুগতা ছাত্র/ছাত্রী
মো: ……………….
শ্রেনি:
রোল:
গুগল নিউজ ফলো দিন
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন যাচাই
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন যাচাই
মার্কসিট তুলার জন্য কলেজ, বিশ্ববিদ্যাল, স্কল নিকট আবেদন।
- তারিখ:
- বরাবর
- অধ্যক্ষ
- [কলেজ, বিশ্ববিদ্যালয়,স্কুল এর নাম]
বিষয় : প্রশংসাপত্রের জন্যে আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে , আমি আপনার কলেজ/বিশ্ববিদ্যালয়ের গত দুই বছর সুনাম ও কৃতিত্বের সাতে অনুগত ছাত্র / ছাত্রী হিসাবে অধায়ন করেছি আপনার কলেজ হতে .. সালে কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইস এসসি পরীক্ষায় জিপিএ 4.5 পেয়ে উত্তীন হয়েছি । কলেজে অধ্যয়ন কালে আমি কলেজের ক্রীড়া ওসাংস্কৃতিক কর্মকান্ডের সাঙ্গে ও সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং কোনো রকম আইনশৃঙ্খলা বিরোধী কাজে অংশগ্রহন করিনি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছক। তাই আমার একটি প্রশংসাপত্র পযোজন।
অতএব অনুগ্রহপূর্বক আমাকে আমার চারিত্রিক ও শিক্ষা বিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী।
নাম:
রোলঃ…
নিবন্ধন:….
শিক্ষাবষয়:…