নগদ ইসলামিক একাউন্ট কি
নগদ ইসলামিক একাউন্ট কি
নগদ ইসলামিক একাউন্ট, বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং) সেবা “নগদ”। বর্তমান সময়ে মার্কেট লিডার মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের সাথে প্রতিযোগিতায় রয়েছে “নগদ” মোবাইল ব্যাংকিং।নগদ বিভিন্ন সময় তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।
সম্প্রীতি নগদ মোবাইল ব্যাংকিং চালু করেছে “নগদ ইসলামিক একাউন্ট”। আমাদের মধ্যে অধিকাংশই মানুষ মুসলিম এবং ধর্মভীরু। তারা তাদের জীবনে প্রায় পুরোটা সময় ইসলামিক শরিয়াহ্ মোতাবেক জীবন যাপন করে আসছেন। তাদের অর্জিত অর্থ সুদ মুক্ত ও হালাল পন্থায় জামায়াত করার জন্য নগদ কমিটি চালু করেছে নগদ ইসলামিক একাউন্ট।
নগদ ইসলামিক একাউন্ট কি?What is a Nagad Islamic account?
শরিয়াসম্মত নগদ ইসলামিক একাউন্ট সম্পূর্ণ সুদবিহীন। আমাদের দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য এই নগদ ইসলামিক একাউন্ট। নগদ ইসলামিক একাউন্টে গ্রাহকের জমানো টাকার পরিমাণের উপর কোন প্রকার সুদ ধার্য করা হবে না। নগদ ইসলামিক একাউন্ট শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। যা খুব সহজেই গ্রাহকের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেবে।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সর্বপ্রথম সুদবিহীন লেনদেন সেবা নিশ্চিত করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ।
নগদ ব্যবহারে যে কোন গ্রাহক নগদ একাউন্ট খোলার সময় নগদ ইসলামিক ক্যাটাগরিতে একাউন্ট খুলতে পারবেন। এবং নগদ ব্যবহারের গ্রাহক চাইলেই যে কোন সময় তারা রেগুলার নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন।
নগদ ইসলামিক একাউন্টের সুবিধা।The benefits of a Nagad Islamic account.
ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। যেমন
নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর সকল শরিয়াহ সম্মত সার্ভিস এবং সুবিধা উপভোগ করতে পারবেন।
নগদ ইসলামিক অ্যাকাউন্টে থাকা কালিন গ্রাহক তার জমানো টাকার পরিমাণে কোন প্রকার মুনাফা পাবেন না।
ইসলামিক একাউন্ট থেকে যাকাত/ডোনেশন দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের কোন প্রকার লিমিট থাকবে না। তবে নগদ একাউন্টে লিমিট প্রযোজ্য হবে।
নগদ ব্যবহারের গ্রাহক চাইলেই তার একাউন্টটিকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন।
তবে গ্রাহক প্রতিমাসে ১ বার একাউন্টের ধরন পরিবর্তন করতে পারবে।
ইসলামিক একাউন্ট এর যাবতীয় সুবিধা পেতে হলে অবশ্যই আপনার নগদ একাউন্ট ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে হবে।
নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অ্যাপে ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা সংস্করণে ব্যবহার করতে পারবেন।
নগদ থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করার নিয়ম
সাধারণ নগদ একাউন্ট থেকে ইসলামিক একাউন্টের পরিবর্তন করার জন্য প্রথমেই আপনাকে নগদ অ্যাপ ব্যবহার করতে হবে।
নগদ অ্যাপ টি ইনস্টল করে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে নগদ অ্যাপ এ প্রবেশ করে।
“My nagad” নগদ অপশনে ক্লিক করতে হবে।
তারপর “Account type” অপশন এ ক্লিক করে। আপনার নগদ একাউন্টের ধরন পরিবর্তন করে।
নগদ ইসলামিক একাউন্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনার সামনে একটি পপ-আপ স্কিন আসবে
আপনি যদি নগদ থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে চান তাহলে
তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার নগদ একাউন্টে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, (আপনার নগদ একাউন্টের ধরন প্রতি মাসে মাত্র ১ পরিবর্তন করতে পারবেন)
আরও পড়ুনঃ স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম।Nagad to skitto recharge
এই ছিল নগদ থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করার সম্পূর্ণ পদ্ধতি। এখন আপনি যদি চান আপনার নগদ একাউন্টে মুনাফা বিহীন টাকা রাখতে তাহলে আপনি এই সার্ভিসটি চালু করে সুদবিহীন টাকা জমা করতে পারেন।
In conclusion
I hope you have read today’s full post and found out more about Nagad Islamic Account,Also if you have any comments or want to know more about Nagad islamic account you can visit their official website
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ খোলার নিয়ম
নগদ ইসলামিক অ্যাপ
‘নগদ’ অ্যাপের রং সবুজ হলেই একজন গ্রাহক বুঝতে পারবেন, তাঁর অ্যাকাউন্টটি সফলভাবে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে। ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডেই বিনা মূল্যে অ্যাকাউন্টটির পরিবর্তন করে সব সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই “নগদ ইসলামিক” অ্যাকাউন্টের গ্রাহকেরা নিজের কষ্টার্জিত অর্থ এখানে সঞ্চয় করতে পারছেন। গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাঁদের যাকাত ও সব দান প্রদান করতে পারবেন। এ ছাড়া খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারবেন।
এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, “আমাদের দেশে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ব্যাপক চাহিদা রয়েছে। সেটি বিবেচনায় রেখেই তিন বছর আগে আমরা নগদ ইসলামিক অ্যাকাউন্ট চালু করি, যা ব্যাপক সাড়া পেয়েছে। এ সেবার প্রসারে আমরা আরও সচেষ্ট থাকব।”
নগদ এর ইসলামিক একাউন্ট /নগদ ইসলামিক অ্যাপ। আমাদের দেশে অধিকাংশ মানুষ মুসলিম এবং ধর্মভিরু । সুদকে ইসলামে হারাম করা হয়েছে । আমাদের সকলেরই উচিৎ মুসলিম হিসেবে ইসলামিক বিধি-নিষেধ মেনে চলা ।
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ এই কথা মাথায় রেখেই নগদ কতৃপক্ষ প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা একাউন্ট চালু করেছে । নগদের ইসলামিক একাউন্ট নিয়ে আজকের আলোচনা ।
নগদ ইসলামিক একাউন্ট কি?
সবাইকে নগদ-এর ইসলামিক একাউন্ট/অ্যাপে স্বাগতম । আমাদের মাঝে অনেক মুসলমান ভাই-বোন আছেন, যারা তাদের জীবন-আচরণে ইসলামের বিধি-নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে চান । আর সে কারনে এই মুসলমান ভাই-বোনদের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করেই বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ” নিয়ে এসেছে নগদ ইসলামিক অ্যাপ বা নগদ ইসলামিক একাউন্ট ।
ইসলামিক দৃষ্টিকোণ বিবেচনা করে সুদবিহীন লেনদেনের জন্য ডাক বিভাগের মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা নগদ দিচ্ছে সুদ বিহীন ইসলামিক অর্থ ব্যবস্থা ।
একজন গ্রাহক নগদ একাউন্ট খোলার সময় ইসলামিক ক্যাটাগরিতে নগদ একাউন্ট খুলতে পারবেন । তাছাড়া নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে সাধারন নগদ একাউন্ট থেকে ইসলামিক নগদ একাউন্টে আপনার নগদ একাউন্টটি স্থানান্তর করতে পারবেন। উল্লেখ্য মোবাইল ব্যাংকি সেবাগুলোর মধ্যে একমাত্র “নগদ” এই সুবিধা দিচ্ছে । ইসলামী চিন্তাবিদদের মতে, নগদই একমাত্র ইসলামিক শরিয়াভিত্তিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ।
নগদ ইসলামিক একাউন্টের সুবিধা ও অসুবিধা
নগদ ইসলামিক একাউন্টে নরমাল একাউন্টের মতোই টাকা সঞ্চয় রাখা যায় শুধু মুনাফা লাভ করা যায় না । এ ছাড়া বাকি সকল সুযোগ-সুবিধা একই রকম থাকবে ।
যারা অর্থ সঞ্চয়ে মুনাফা নিতে আগ্রহী নন তাদের জন্য নগদ ইসলামিক একাউন্ট একটি খুবই সুবিধাজনক । আর যারা মুনাফা নিতে আগ্রহী তাদের জন্য শুধু নগদ একাউন্ট সুবিধা
নগদ ইসালামীক একাউন্ট একটি ইসলামিক সংস্করন বা ইসলামিক থিম । এখানে ইসলামিক শরিয়াহ ভিত্তিক লেনদেন পরিচালিত হয়।
আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টি ইসলামিক নগদ একাউন্টে পরিবর্তন করতে পারেন। আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক পরিবর্তন করতে হলে নগদ স্মার্টফোনের অ্যাপস এর মাধ্যমে করতে হবে।
নগদ অ্যাপের ইসলামিক অপশনটি আপনি ছয় মাসের মধ্যে মোট পাঁচ বার চালু এবং বন্ধ করতে পারবেন । অর্থাৎ আপনি ইচ্ছা করলে একাউন্টি শুধু নগদ একাউন্টে রাখতে পারবেন বা চাইলে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন।
নগদ ইসলামিক অ্যাপের যাবতীয় সুবিধা পেতে হলে ইসলামিক একাউন্ট চালু রাখতে হবে । নগদ গ্রাহকগণের বিদ্যমান একাউন্টের মর্যাদা, লেনদেনের সময়সীমা, প্রযোজ্য ফি নিয়মিত সাধারন একাউন্টের মতোই উপভোগ করতে পারবেন ।আপনার সাধারন নগদ একাউন্টে ইসলামিক নগদ একাউন্টে পরিবর্তন করতে পারবেন যেভাবে
নগদের হট লাইন নাম্বার
নগদ ইসলামিক একাউন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনারা নিজেরা নিচের হটলাইন নাম্বার এ যোগাযোগ করতে পারেন।নগদের পক্ষ থেকে গ্রাহককে শুধুমাত্র এর হটলাইন নাম্বার ১৬১৬৭ বা ০৯৬-০৯৬-১৬১৬৭ থেকেই যোগাযোগ করবে । গ্রাহক অফার সংক্রান্ত যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধাজনিত কারণে নিশ্চিত হবার জন্য নগদের হট লাইন নাম্বার ১৬১৬৭ কিংবা ০৯৬-০৯৬-১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন ।
আপনার চলমান ইসলামিক জীবনধারাকে আরো গতিশীল করতে এবং আর্থিক লেনদেনকে ইসলামিক নিয়মে পরিণত করার জন্য বর্তমান সময়ের একটি যুগ উপযোগী মোবাইল ব্যাংকিং একাউন্ট ” নগদ ইসলামিক একাউন্ট” ।